নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা গারদ

ব্যাঙাচী

ভয় লাগে নাকি ভয় করে

ব্যাঙাচী › বিস্তারিত পোস্টঃ

কি করি?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১২

কোথা থেকে শুরু করি,এক/দেড় বছর হয়েছে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সময় দেখেই বুঝতে পারছেন,টাইমিং খুব ভাল হয় নাই। বিসমিল্লাহতেই গলদ করেছি। কিন্তু ঠিক হবে, হচ্ছে করতে করতে আজ এত দিন এবং ফাইনালি এসে এমন আটকে গেছি যে নড়াচড়া করার উপায় নাই। এক গার্মেন্টসের কাছে আমার জন্য বড় একটা বিল আটকে গেছে,তারা ফ্যাক্টরী বিক্রি করে দিবে। আমার মত আরও সব সাপ্লাইয়াররা পড়ছি মহাবিপদে। চারদিকের সব ডিল ক্লোজ করে, এখানে সব ইনভেস্ট করেছি। এদের কাছ থেকে বিলটা পেয়ে গেলে না হয় অন্য দিকে ট্রাই করতে পারতাম কিন্তু কবে তারা সব মেশিন বিক্রী করবে,আর কবে যে টাকা দিবে কে জানে। এদিকে পকেট তো খাঁ খাঁ করতেছে। যদিও অনেক দিন হয়ে গেছে চাকরি ছেড়েছি কিন্তু হয়ত একটা যব করার সুযোগ চাইলে হতে পারে। এখন কি যবটা করা উচিত হবে? কি করব বুঝে উঠতে পারতেছি না। যে কারণে যব করবো না বলে একবার ছেড়ে দিলাম এখন আবার সমস্যাতে পড়ছি বলে আবার গিয়ে যবে যদি ঢুকি, দেখা যাবে, দুই দিন পর এই হাস-ফাস,হাস-ফাস শুরু হবে। আবার যেহেতু গ্যাপ আছে হয়তবা বন্ড সাইন দিতে হতে পারে যে তিন বছরের আগে যব ত্যাগ বা সুইচ করব না। এখন কি ভেজালে যে আছি। একে ফাইনানশিয়াল ক্রাইসিস,তার উপর চরম অপছন্দ সেই তেলানির তেলানি আর বান্ধা চাকরের চাকরি। কেউ কি এক দলা আলো মারবেন,যাতে পথের দেখা পাই। ভাল থাকবেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩০

আমি ভাল আছি বলেছেন: আপাতত চাকুরিতেই জয়েন করেন। পরে না হয় নড়াচড়া কইরেন। শুভ কামনা ছাড়া আর কিছুই দেয়ার নাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৯

ব্যাঙাচী বলেছেন: ওটাই বা কয়জনের কপালে জোটে।হাহাহাহা

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

মহিদুল বেস্ট বলেছেন: কেউ কি এক দলা আলো মারবেন,যাতে পথের দেখা পাই।

ভাই! আমারো ১টা জব দরকার

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০০

ব্যাঙাচী বলেছেন: কিপ পুশিং।অবশ্যই পেয়ে যাবেন।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনার বয়সের রেঞ্জ বলেন নাই। বয়সের উপর উর্পাজনের ঝুকিঁ নিভর্র করে। একটা বয়সে গিয়ে ট্র্যাক চেঞ্জ করতে নেই। সেই বয়স ও পারিপার্শ্বিকতা ব্যক্তি ভেদে ভিন্ন।

যদি মনে করেন ঝুকিঁ নেবার সময় আপনার আছে তবে ধৈর্য ধরুন। আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে আছেঁন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আলু পামু কই...তাছাড়া আলুর কোন দাম নাই কেবল উত্তর বঙ্গে।

চাকুরির চেয়ে ব্যবসা উত্তম। শক্ত হয়ে আবার ট্রাই মারেন! আপনি যেভাবে জাম্প দিতে পারেন... আপনারে স্যালুট জানাইয়া গেলাম।

এভাবে যে জাগোয়ার জাম্প দিতে পারে, তার পকেট খাঁ খাঁ করছে আবার ভর্তি হবার জন্যই। সে পর্যন্ত শুভ কামনা রইলো।

ভালো কথা, পকেট খালি অবস্থায় ধীরে-সমঝে চলুন... :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৩

ব্যাঙাচী বলেছেন: খারাপ সময়ের পরই ভাল সময় আসে।ভরসা পেলাম।কিন্তু কেন জানি সন্দেহ জাগে।মনে হয় খারাপ সময়টা আসলে গা সয়ে যায়,তাই হয়ত আর খারাপ লাগে না ততটা।তবে যাই হোক,আপনার কথা মাথা রাখার ইচ্ছা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.