নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা গারদ

ব্যাঙাচী

ভয় লাগে নাকি ভয় করে

ব্যাঙাচী › বিস্তারিত পোস্টঃ

আবেগী হবেন না দয়া করে

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

বড়ই আবেগী আমরা...সবকিছুতেই আমাদের আবেগটা এতই বেশি যে আমরা হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যাই।এই পুরো জাতি ভীষণ আবেগী, তাই এদের আবেগ নিয়ে সবাই-ই ছিনিমিনি খেলে কিন্তু এরপরো আমাদের আবেগ শেষ হয় না।
আমরা সবাই-ই চাই যা চলছে তার পরিবর্তণ আসুক কিন্তু কিভাবে হবে তা জানা নাই। যেমন আপনি যখন একটি মেশিনকে শেখার মত ফ্রিউইল দিবেন তখন কিন্তু সেখানে লিমিট করতে পারবেন না, তুমি রূপকথা থেকে শিখো না, অস্ত্র বানানো শিখো না। তার কাছে সবই সমান...তাই হয়ত মানুষ তথা সকল প্রাণী বাচ্চা হয়ে আসে পৃথিবীতে যেন সে, ট্রায়াল এবং এরোর বেসিসে শিখে নিতে পারে, বুঝে নিতে পারে রূপকথা আর বাস্তব জ্ঞানের মাঝের পার্থক্য...
কিছু প্রশ্ন?
১) এই দেশের রাজনৈতিক কেরিয়ার নিয়ে কি আপনি চিন্তা করেছেন কখনো? কারা যায়, কেন যায়, কিভাবে এই কেরিয়ার উন্নত হয়, তার মূলে কি আছে, কি তাকে পরিচালিত করে এই কেরিয়ারে ইত্যাদি ইত্যাদি...এই ডিটেইলস স্টাডি আসলে কে করবে? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-ছাত্রী নাকি পলিটিকাল সাইন্সের ছাত্র-ছাত্রী নাকি সাংবাদিক বিভাগের ছাত্র-ছাত্রী নাকি ব্যবসায়ী বিভাগের ছাত্র ছাত্রী? প্লিজ কপি পেস্ট বন্ধ করেন, যার যার অবস্থান থেকে কাজগুলো ঠিকভাবে করার সময় পার হয়ে যাচ্ছে। ছাত্ররা মস্তিস্কের ব্যবহার জানে, এবারো তার প্রমাণ আছে...দয়া করে আবেগ দিয়ে না দেখে, যৌক্তিকতার দৃষ্টী দিয়ে দেখুন...
২) কেন সেন্সিটিভ বিষয় নিয়ে চাইনিজ ভাষায় লিখবেন তা কি এখন বুঝতে পারছেন? এই দেশ এখন সুযোগ সন্ধানী মানুষে ভরা, এরা আপনার আমার আবেগি স্বভাবটাকে খুব ভাল করে জানে...ছাত্ররা আন্দোলন করুক এটা সবাই চায় কারণ সেই ৫২ থেকে এখনো দেখা গেছে এদের দাবী হয় দেশের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য...কিন্তু ঐ যে সুযোগ সন্ধানী মানুষ, তারাতো এই দেশকে খেয়েই ফেলছে এখন বাকি আছে হাড়গোড়, তাও ছাড়াছাড়ি নাই...তাই শেষ রক্ষার জন্য, নিজেদের ইজ্জত রক্ষার্থে নিজেদের অর্জিত অনেক কিছুই ঢেকে রাখতে হয়...অধিকার আদায়ের দাবী করতে না করছি না, আপনি ছাত্র, তাই মস্তিষ্কর ব্যবহার করতে বলছি কেবল প্রতিটি কাজে...ভয়েস এমনিতেই রেইজ হবে...
৩) বলেনতো দেশের যারা এম,পি (সংসদে বসে যারা) হয়, তাদের যোগ্যতা কি? অর্থাৎ, এই কি কি থাকলে আপনি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন? (ভুল হলে ক্ষমা করবেন, আমি রাজনীতিবিদ না)...বলেনতো ডাক্তার/ইঞ্জিনিয়ার হয়েও, মন্ত্রী বা দেশের নীতিনির্ধারক হবার পর, কেন সেই মানুষটা তার কাজ করতে ভুলে যায়...সমস্যা কি ক্ষমতা পাওয়াতে নাকি সমস্যা আমাদের শিক্ষাতে নাকি সমস্যা আমাদের মাঝে...
৪) সমন্বয়কারীর কাজ কি? এই দেশের নীতি নির্ধারকদের মাঝে সমন্বয় কেন হয় না তা কি এখনো বুঝতে পারছেন না? ছোট উদাহরণ দেই, দেশের ড্রাইভিং লাইসেন্স পেতে বয়স লাগে ১৮ (ভুল হলে ক্ষমা করবেন) কিন্তু ড্রাইভারের চাকরির বিজ্ঞপ্তিতে যান, বেশির ভাগই দেখবেন ৮ম শ্রেনী পাশ হলেই হয়...ভাবছেন সমস্যা কোথায় এতে?

বড়ই আবেগি আমরা...এই আবেগ আমাদের একসময় দেশ স্বাধীন করতে সহায়তা করেছে, নিজের ভাষাকে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে (সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ ছিল), নিজের জীবন বিসর্জন করতে এই দেশের মানুষকেই অনুপ্রাণিত করেছে, ’৬৯ এবং ’৯০ দু’টি সামরিক স্বৈরশাসককে এ দেশের জনগণ রাজপথে নেমে বিদায় দিয়েছে কিন্তু এখন হয়ত আমাদের পেছন ফিরে তাকিয়ে সামনের কথা ভাবার সময় এসেছে...কোথাও তো ভুল হচ্ছেই কিংবা কে বা কাহারা আমাদের এই স্বভাবটিকে অপব্যবহার করছে তা দেখার সময় হয়েছে...বড়ই আবেগি আমরা, তাই সেই আবেগের ভেতর দিয়েই বলতে চাচ্ছি, হয়ত আবেগ ঝেড়ে ফেলার সময় এখন...
দয়া করে আর আবেগী হবেন না...দেশের জন্য কিছু করার কথা ভাববেন না প্লিজ, আপনি আপনার অবস্থানে থেকে আপনার যা করণীয় তা যদি যথাযথভাবে করেন তাহলেই আপনার দেশটি ভাল থাকবে...প্লিজ আবেগ দিয়ে নয়, যৌক্তিকতার দৃষ্টি দিয়ে দেখুন...

আমার সব কথা থেকে আপনি একটি লাইনের স্ক্রিণশট নিয়ে নিলে পুরো লেখাটির অর্থ রাতারাতি পালটে যাবে আর তা একজন সাধারণ মানুষ করতে পারার সম্ভাবণা খুবই কম; এটা করবে বুদ্ধিমান কোন একজন ব্যাক্তিই, যিনি জানেন এবং বুঝেন এদেশের মানুষের স্বভাব কিভাবে মেনিপুলেট করতে হয়।তাই আবেগি হবেন না প্লিজ...
আপনি আপনার অবস্থানে থেকে আপনার যা করণীয় তা যদি যথাযথভাবে করেন তাহলেই আপনার দেশটি ভাল থাকবে...হয়ত এটাই এখনকার সময়ের প্রয়োজন...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: দেড় বছর পর উদয় হইলেন, তাহলে আবেগী না হয়ে কি থাকা যায়!!

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

ব্যাঙাচী বলেছেন: মাঝে লিখতে মন চায় লিখি.।এই যা.।
যা মনে হয় তাই লিখার চেষ্টা করি

২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @দয়া করে আর আবেগী হবেন না...

ওকে। সবাই মিলে পপকর্ন খাই তাহলে.... ;)

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

ব্যাঙাচী বলেছেন: হাহাহাহা। যদি সেটা আপনার আমার লেখা পড়ে মনে হয়, তাহলে আপনি বোঝেন নাই লেখাটা। আর যদি এমনি খাইতে চান, খাইতে পারেন। হাহাহা। সবাই মিলে কি করবেন সেটা আমি বা আপনি একা কি ভেবে ঠিক করতে পারবো?নাকি একত্রে বসে করতে হবে? আর একত্রে কি আমরা আসলে বসতে পারি, যখন আমরা নিজের চিন্তাভাবনাটাকেই যক্ষের ধনের মত আগলে রাখি যেন এটা গেলতো আমার সবই চলে গে্ল। আর সেখান থেকেই দলা দলি।
আমরা একতা বদ্ধ হতে চাই কিন্তু হয় আপনার ব্যানারে না হয় আমার, এবার এটা নিয়ে আবার ভাগাভাগি।
এবার আপনিই বলেন সমস্যাটা কোথায়?

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: লিখুন, নিয়মিত ব্লগিং করুন।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

ব্যাঙাচী বলেছেন: ভালই, কেটে যাচ্ছে রক্ত বের হচ্ছে না। হাহাহাহা।। আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.