নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

জাদিদ

ব্যক্তিগত ব্লগ।

জাদিদ › বিস্তারিত পোস্টঃ

পাঁচজন দায়িত্বশীল ব্লগারের নাম বলুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৩৫

বর্তমান সময়ে এমন পাঁচজন দায়িত্বশীল ব্লগারের নাম উল্লেখ্য করুন যারা ব্লগারদের মুখপাত্র বা প্রতিনিধি হিসাবে বিভিন্ন গণ মাধ্যম বা অন্য যে কোন বিকল্প মিডিয়াতে সমকালীন বিভিন্ন ইস্যুতে কথা বলার সক্ষমতা রাখেন।

কেন আপনি এমনটা মনে করেন, সেই কারণগুলোও সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করুন।



মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:৫৮

জগতারন বলেছেন:
১) নূর আলম হিরণ

২) সোনাগাজী চাঁদগাজী

২) হাসান কালবৈশাখী

৩)) ঋণাত্মক শূণ্য

৪) ডঃ এম এ আলী

৫) রূপক বিধৌত সাধু

৬) মোহাম্মদ গোফরান

নিন,
৭ জনের এই নাম আমি উল্লেখ করলাম।



০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪০

জাদিদ বলেছেন: আপনার নিজের নাম নেই দেখে খুবই হতাশ হলাম। ডঃ এম এ আলী র নাম কেটে আপনার নামটি দিয়ে দিন।

অবশ্য আমি পাঁচজনের নাম জানতে চেয়েছিলাম। দুটো বোনাসের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে এই ব্লগের কাউকে চিনিনা, তবে আশাকরি এতটুকু যোগ্যতা এই ব্লগের সবারই কমবেশি আছে কিন্তু সমস্যা হচ্ছে যারা লেখালেখি করেন তারা কিছুটা অন্তর্মূখী হয়ে থাকে, তছাড়া অনেকেই এই দায়িত্ব নিতে চাইবে কি না বা তাদের সময় হবে কিনা, সেটাই দেখার বিষয়।

ধন্যবাদ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪৩

জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার মন্তব্যটি পড়ে মনে হয়েছে - আপনি প্রস্তাব করার মত পাঁচ জন দায়িত্বশীল মানুষের নাম খুঁজে পাচ্ছেন না। সমসাময়িক ব্লগারদের মধ্যে আপনি বেশ সক্রিয়। কাজেই বিষয়টি বেশ গুরুত্ববহন করে।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০৭

জ্যাক স্মিথ বলেছেন: আচ্ছা, দায়িত্বটি পালন করার জন্য অনেকেই যোগ্য তবে আমি শুধু ৫ জনের নামই উল্ল্যেখ করছি।

১: কলাবাগান-১
২: হাসান কালবৈশাখী
৩: খায়রুল আহসান
৪: সারে চুয়াত্তুর
৫: শেরজা তপন
--------------------
আমার মনে হয় এরা দায়িত্বটি ঠিকঠাকমত পালন করতে পারবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২১

জাদিদ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:০৭

জটিল ভাই বলেছেন:
১/ কাল্পনিক ভালবাসা
কারণ: তিনি ব্লগের মডু।
২/ জাদিদ
কারণ: তিনিও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন।
৩/ সোনাগাজী
কারণ: তিনি ব্লগে সবচাইতে বেশি সক্রিয়।
৪/ রাজীব নূর
কারণ: তিনি সর্বক্ষেত্রে বিচরণকারী। সকালে দক্ষিণে তো দুপুরে বামে।
৫/ নিজের কথা আর কিবা বলতে পারি? =p~ :P

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:২২

জাদিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার নাম যুক্ত করার জন্য। তবে আমি সমসাময়িক ব্লগারদের মধ্যে পড়ি না বলে মনে হয়।

আপনি আপনার নাম যুক্ত করতে পারেন, কারন সমসাময়িক ব্লগারদের মধ্যে আপনি আছেন। তবে নিজের নাম অন্য কেউ যুক্ত করলেই সেটা ভালো হবে।

শুভ ব্লগিং।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:১০

জিকোব্লগ বলেছেন:



১) সোনাগাজী
২) সোনাগাজী
৩) সোনাগাজী
৪) সোনাগাজী
৫)সোনাগাজী

পাঁচজন দায়িত্বশীল ব্লগারের কাজ সবজান্তা এক সোনাগাজী দিয়েই
হবে । তাই আর কারো দরকার নাই। সোনাগাজীর অতীত বর্তমান
বিভিন্ন মন্তব্য ও পোস্ট থেকেও ইহা সুস্পষ্ট। :P

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:২১

জাদিদ বলেছেন: আমার মনে হয় অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ, একই কাজ বিপরীত দিক থেকে হবার পর, সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানোটা হাস্যকর হবে।

পোস্ট এ যা বলা হয়েছে তা সংশ্লিষ্ট জবাব জানা থাকলে অনুগ্রহ করে তা প্রদান করুন।

ধন্যবাদ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:০৮

কামাল১৮ বলেছেন:
সাড়ে চুয়াত্তর,ভালো বিশ্লষণ করেন।
জ্যাক স্মিথ,যে কোন বিষয়ের উপর উপলব্ধি ভালো।
ঠাকুর মাহমুদ,ভালো প্রশাসনিক ব্যবস্থাপক।
শেরজা তপন,অনেক রকম অভিক্ষতা আছে।
নারী ব্লগাররা সবাই ভালো লিখে।তাদের মাঝথেকে যে কোন একজন।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৪৮

ঢাবিয়ান বলেছেন: আপনার পোস্টতো রম্য বানিয়ে ফেলসে মন্তব্যকারীরা । হাসতে হাসতে শেষ একেকটা মন্তব্য পড়ে =p~

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৪

সোহানী বলেছেন: উত্তরটা তোমার ফেসবুকে পোস্ট দিলেও এখানে আবার দিলাম সবার আলোচনায় অংশগ্রহনের জন্য।

আহমেদ জী এস, ডঃ আলী, শেরজা তপন, করুণাধারা, খায়রুল আহসান …….. আরো অনেকেই আছেন বলে আমি মনে করি।
তবে তোমরা যদি পুরোনো ব্লগারদের ফিরিয়ে আনার চেস্টা করো তাহলে এ তালিকা অনেক দীর্ঘ হবে।

আর পুরোনোদের কিভাবে ফিরিয়ে আনা যাবে তোমার মন্তব্যের জবাবে আমি লিখেছি,

২০২০ সালে এই লিখায় আমি কিছু পরিকল্পনার কথা বলেছি, বলেছিলাম। তারপরও, যদি সময় করতে পারি তাহলে এ নিয়ে লিখবো নিশ্চয়। লিখার লিংক;
প্রাগৈতিহাসিক ব্লগার হিসেবে ১২ বছর সামহোয়ারে................

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫

ঢাবিয়ান বলেছেন: দ্বায়িত্বশিল ব্লগার হিসেবে এই ব্লগের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে তারাই যাদের রয়েছে খুব ভাল পর্যবেক্ষন ক্ষমতা এবং লেখনি শক্তি। আমার বিচারে ---
১। এক নিরুদ্দেশ পথিক
২। করুনাধারা
৩। বিদ্রোহী ভৃগু (বহুকাল নিস্ক্রিয় থাকার পর ব্লগের জন্য সুসংবাদ যে তিনি আবার সক্রিয় হয়েছেন)
৪। আখেনাটেন
৫। সোহানী

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন:
১@ ড. আলী
২@খায়রুল আহসান
৩@আহমদ জী এস
৪@ জুন
৫@শেরজা তপন

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

অপু তানভীর বলেছেন: শেরজা তপন, অন্যমনস্ক শরৎ, শায়মা, আখেনাটেন, ভুয়া মফিজ এবং অবশ্যই কাল্পনিক_ভালোবাসা
আপাতত এদের থেকে ভাল ভাবে ব্লগকে গন মাধ্যমের সামনে তুলে ধরতে আর কেউ পারবে বলে মনে হয় না ।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১। খায়রুল ভাইয়া
২। জী এস ভাইয়া
৩। সোহেন ভাইয়া
৪। অপু ভাইয়া
৫। শায়মা পা, জুনাপা, করুণাধারাপা, মিরডডলপা
৬।শেরজা তপন
৭। সাড়ে চুয়াত্তর আর কাল্পনিক ভালোবাসা ভাইয়া।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

সোনালি কাবিন বলেছেন: ১/ কাল্পনিক ভালোবাসা/জাদিদ
২/ আহমেদ জী এস
৩/ শায়মা
৪/ খায়রুল আহসান
৫/ এক নিরুদ্দেশ পথিক

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ১) আহমেদ জী এস
২) সাড়ে চুয়াত্তর
৩) সোনাগাজী
৪) শেরজা তপন
৫) খায়রুল আহসান

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:

এটা বেশ কঠিন একটা সমস্যা। আসলে এখানে আগে যারা ব্লগিং করতেন তাদের মধ্যে অনেকেই সময়ের সাথে ব্যস্ত হয়ে পরেছেন। যদিও আমি ব্যক্তিগত ভাবে চাচ্ছি তারা ফিরে আসুন।

কয়েক জনের নাম বলছি,
১। জাদিদ ভাই
২। আহমেদ জী এস
৩। সোনাগাজী
৪। মহাজাগতিক চিন্তা
৫। শায়মা আপু
৬। সোহানী আপু
৭। সত্যপথিক শাইয়্যান
৮। ঢাবিয়ান
৯। কামাল১৮
১০। সাড়ে চুয়াত্তর
১১। ঢাকাবাসী

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: চূপচাপ দেখে গেলাম!

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১) কলাবাগান-১
২) জাদিদ
৩) ঢাবিয়ান
৪) জ্যাক স্মিথ
৫) করুণাধারা

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১। জাদিদ
২। সাড়ে চুয়াত্তর
৩। শায়মা
৪। ড. এম এ আলী
৫। জুন

* উপরোক্ত ব্লগারগণের সবাই কথা বলায় বেশ পারদর্শী। ব্লগারগণের প্রতিনিধি হিসাবে কথা বললে আশা করা যায় তাঁদের দ্বারা ব্লগারগণের কোন ক্ষতি হবে না। সাধারণত তাঁদেরকে এলামেলো কথা বলতে দেখিনি।

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: বিজ্ঞ লোকজন মন্তব্য করেছেন।
কাজেই আমার চুপ থাকাই ভালো।

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চার জন ব্লগার জনাব সোনাগাজীর কথা বলেছেন। কিন্তু তিনি মিডিয়ার লোকদেরকে লিলিপুটিয়ান, ডোডো পাখি, প্রশ্নফাঁস জেনারেশন ইত্যাদি বললে গন্ডোগোল তৈরী হতে পারে। তারপর যখন তিনি বলবেন তাঁর কথাই ঠিক। তাতে করে ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে। তিনি ব্লগারগণের প্রতিনিথি হলে তাদের উপকারের চেয়ে ক্ষতির আশংকা বেশী থাকবে। আর ব্লগার রাজিব নুর আলোচনা শুরুতে এক কথা পরে আরেক কথা বললেও মিডিয়ার তোপের মুখে পড়তে পারেন।

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুর মাহমুদ
আহমেদ জিএস
শেরজা তপন
শায়মা
সোহানী
খায়রুল আহসান
ড, এম এ আলী

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

বাউন্ডেলে বলেছেন: আমি গ্রামের মানুষ। প্লেন-ট্রেনের শব্দ মাঝে মাঝে শুনি। পড়ার অভ্যাস থাকার কারনে অণ্যর দেখাদেখি নিজের চেষ্টা। ব্লগার প্রতিনিধির ব্যাপারটা যতটুকু ধারনায় এলো তাতে মনে হলো এটা থাকা উচিত। আমাদের দেশে লেখার কারনে লেখক মরে এটা খুব জঘন্য ব্যাপার। যাদের সহ্য ক্ষমতা নেই , তাদের অন্ধ ও বধির হওয়াটাই বেষ্ট। যাই হোক ব্লগাররা দুই ভাগে বিভক্ত , আস্তিক ও নাস্তিক । প্রতিনিধিত্ব তৈরীর সময় অভিজ্ঞরা ব্যাপারটা আমলে রাখলে ভবিষ্যত সুন্দর হতে পারে।

২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

চারাগাছ বলেছেন:
জাদিদ
খায়রুল আহসান
সোনাগাজী
কামাল১৮
শেরজা তপন
মিরোরডডল (সংরক্ষিত নারী আসন)

২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: সবাই শুধু ভাইয়া ব্লগারদেরকেই দায়িত্বশীল মনে করছে অথচ আমাদের মাঝে কিছু আপু ব্লগারও আছে যাদেরকে আমার সত্যিই অনেক জ্ঞানী আর অনেক ব্যপারেই দায়িত্বশীল মনে হয় এবং তারা বিকল্প মিডিয়াতেও যে কোনো বিষয়েই কথা বলার ক্ষমতা রাখেন।

১। করুণাধারা আপু
২। সোহানী আপু
৩। মনিরা আপু
৪। জুন আপু
৫। মেহবুবা আপু

হায় হায় ৫ জনের তালিকা শেষ। আমাদের মিররডলও যথেষ্ঠ দায়িত্বশীল ব্লগারের মতই আচরণ দেখায় এই ব্লগে এবং সে সবচেয়ে বেশি সক্রিয়। যথেষ্ট পরিমান পোস্ট না লিখেও কমেন্টেই যথেষ্ট পরিমান দায়িত্বশীলতা এবং নিরপেক্ষতার পরিচয় দিয়েছে সে। আমার ধারনা যে কোনো বিষয়েই কথা বলার ক্ষমতা রয়েছে তার। যদিও মিররডল নিরপেক্ষ হলেও আমার পক্ষপাতিত্ব তার প্রতি থাকবেই কারন সে আমার অনেক প্রিয়। :)

২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

মিরোরডডল বলেছেন:




প্রথমেই আমি এপলজি করে নিচ্ছি আমি অল্প কথা বলতে পারিনা। পাঁচজনের নামও দিচ্ছি না।
জাস্ট পোষ্টের বিষয় নিয়ে কি বুঝলাম সেটাই লিখছি।

প্রথমে জানতে হবে দায়িত্বশীল ব্লগার বলতে কি বোঝায়। একজন ব্লগারের দায়িত্ব কি?

দায়িত্বশীল ব্লগার রেগুলার পোষ্ট করবে, এবং সেটা ব্লগের নিয়ম মেনে করবে।
তথ্যপূর্ণ লেখা লিখে মানুষকে সচেতন করবে, বিভিন্ন বিষয়ে নতুন তথ্য দিবে, অনেকসময় মজার পোষ্ট লিখে আনন্দ দিবে।
ব্লগে তার একটা ভুমিকা থাকবে। ব্লগের প্রচার প্রসারের জন্য কাজ করবে। নিজে জানবে, শিখবে, অন্যদেরকেও শিখাবে।
যেহেতু কমিউনিটি ব্লগ, তাই ব্লগাররা একসাথে হয়ে সমাজের ভালো কোন কাজে অংশ নিবে। মন্তব্য প্রতিমন্তব্যের মাধ্যমে অনেক কিছু আলোচনায় অংশ নেবে। নতুন ব্লগারদের সাপোর্ট এবং ব্লগিং করতে সহযোগিতা করবে। মেইনলি, যাই করুক একে অপরের প্রতি রেস্পেক্টফুল হয়ে এবং ব্লগের নিয়মকেও রেস্পেক্ট করে।

আমি সিওর এমন ব্লগার অবশ্যই আছে। কিন্তু তিন লাইনের এই পোষ্টে আরো তিনটা বিষয় উঠে এসেছে যার ওপর বেইজ করে সেই পাঁচজনের নাম দিতে হবে।

*** বর্তমান সময়ের ব্লগার তার মানে সক্রিয় ব্লগার।

বর্তমানে অনেকেই ভালো লেখেন কিন্তু বাকি দুটো বিষয় ম্যাচ নাও করতে পারে। সেগুলো কি?

***সমকালীন বিভিন্ন ইস্যুতে

আলী ভাই দীর্ঘদিন ছিলেন না, ইদানিং ওনাকে ব্লগে দেখে ভালো লাগে।
আলী ভাই, খায়রুল আহসান এরকম আরও অনেকে ভালো লেখেন কিন্তু সমকালীন বিষয় নিয়ে বর্তমানে ওনাদের কোন লেখা নেই।

সমকালীন বিষয়গুলো কি হবে সেটাও একটা বিষয়।
মোস্ট অভ দ্যা টাইম, রাজনীতি, সামাজিক সমস্যা অথবা বর্তমানের চাঞ্চল্যকর বা আলোচিত বিষয়।

এই ক্যাটাগরিতে বেশ কয়েকজন আছেন কালবৈশাখী, সোনাগাজী, করুণাধারাপু, ঠাকুর মাহমুদ, আহমেদ জি এস, হিরণ, ঢাবিয়ান এরকম আরো কয়েকজন। কিন্তু হাসানকে শুধুই রাজনীতি পোষ্টে সক্রিয় দেখা যায়, অন্যান্য পোষ্টে সেরকম না। সোনাগাজী মেজরিটি রাজনীতি নিয়ে লিখে, মাঝে মাঝে বর্তমান সমাজের অন্যান্য বিষয় নিয়েও লিখেন কিন্তু ক্যাটাগরি তিনে বাদ যাওয়ার সম্ভাবনা।

****** গণ মাধ্যম বা অন্য যে কোন বিকল্প মিডিয়াতে কথা বলার সক্ষমতা রাখেন

এখানে বেশ কয়েকজনের নাম বলতে হয় যাদের মনে হয় পারদর্শী এবং কাজটা ভালো করবে। শেরজা, সাচু, শায়মাপু, সোহানিপু এরকম আরও কয়েকজন কিন্তু এরা মাঝে মাঝে সমকালীন বিষয় লিখলেও মোস্ট অভ দ্যা টাইম অন্যান্য বিষয়ের ওপর লেখে। তাদের লেখার হাত নিয়ে কোন সন্দেহ নেই কিন্তু বিষয় নির্বাচনে সমকালীন বিষয় তাদের ফার্স্ট চয়েজ না।

আখেনাটেন যখন লেখে কারেন্ট ইস্যুতেই লেখে এবং গণমাধ্যম বা মিডিয়াতে সামুকে রিপ্রেজেন্ট করার জন্য পারফেক্ট কিন্তু প্রথম ক্যাটাগরিতে মিলছে না। ৯ মাসে একটা পোষ্ট দিলে আনাকে দুঃখজনকভাবে সক্রিয় ব্লগারের তালিকাভুক্ত করা যাচ্ছে না।

একদিকে দায়িত্বশীল ব্লগারের ডেফিনেশন আর একদিকে পোষ্টে উল্লেখিত তিনটা পয়েন্টের ভিত্তিতে সবকিছু মিলিয়ে পাঁচজন ব্লগারকে নমিনেশন দেয়া কঠিন!!! তাই এই কঠিন কাজটা অন্যরাই করুক।
আমার মতো সাধারণ পাঠক এগুলো থেকে দূরে থাক :)


২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

মেহবুবা বলেছেন: এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মেহবুবা বলেছেন: এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মেহবুবা বলেছেন: এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

মেহবুবা বলেছেন: এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ৫ জন কম হয়ে যায়। ব্লগে অন্তত ১০ থেকে ১৫ জন পাওয়া যাবে যারা ব্লগ কর্তৃপক্ষের দেয়া দায়িত্ব পালন করতে পারবেন সুষ্ঠুভাবে।
১। খায়রুল আহসান
২। আহমেদ জি এস
৩। ডঃ এম এ আলী
৪। করুণাধারা
৫। শাহ আজিজ
৬। শায়মা/ অপ্সরা/ কঙ্কাবতী রাজকন্যা/ কবিতা পড়ার প্রহর/ এছাড়া আরও যা নিক আছে
৭। শেরজা তপন
৮। সোনাগাজী
৯। সোনাবীজ অথবা ধুলোবালি ছাই
১০। জুন
১১। মিরোরডডল
১২। সোহানী

লিস্ট বড় হওয়া ভালো কারণ যোগাযোগ করলে অনেকেই বিভিন্ন কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করতে পারেন।

৩১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

মেহবুবা বলেছেন: এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

৩২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

মেহবুবা বলেছেন: কিছু কথা কতবার চেষ্টা করেও লিখতে পারছিনা এখানে, বারবার একই লেখা চলে আসছে। অনুগ্রহ করে উপরের কপি হওয়া মন্তব্য মুছে দেবেন।
এখানে অনেকে দায়িত্বশীল আছে, তবে শায়মার লিস্ট দেখে মুগ্ধ

৩৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১

মেহবুবা বলেছেন: আরিফ জেবতিক, প্রয়াত শ্রদ্ধেয় ইমন জুবায়ের, সুরঞ্জনা, পারভেজ, নুশেরা, রেজওয়ানা, সুনীল সমুদ্র..... থামতেই পারছি না।

৩৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬

সাসুম বলেছেন: ১। আহমেদ জি এস

তালিকা শেষ।

৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
খায়রুল আহসান।
আহমেদ জী এস।
সোনাবীজ অথবা ধুলোবালিছাই।
মনিরা সুলতানা।
শায়মা।


(কাল্পনিক ভালোবাসা ও সোহানী। একজন সামুর সাথে এমনিতেই জড়িত অন্যজন প্রবাসী এই ভেবে এই লিস্টে আসার যোগ্য দুটো নাম বাদ দিয়েছি)

৩৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আহা , সাসুম ফিরে এলেন তবে । তাহলে ওনার নামই আমি বলি তবে কেন তা বলতে পারছি না ।

৩৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৬

রানার ব্লগ বলেছেন: ডঃ এম এ আলী
শাহ আজিজ
শেরজা তপন
জুন
মিরোরডডল
সোনাগাজী (ওনাকে এমন দায়ীত্ব দিলে সম্ভাবত তিনি আগ্রহী হবেন না )
সাড়ে চুয়াত্তর / মহাজাগতিক চিন্তা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.