নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

জাদিদ

ব্যক্তিগত ব্লগ।

জাদিদ › বিস্তারিত পোস্টঃ

নষ্টদের দখলে!

২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০




তোমার বড্ড একঘেয়েমির অভিযোগ, এ্যাডভেঞ্চারের সুতীব্র নেশা।
তাই বলেছিলাম- যাও ইচ্ছে মত প্রেম করো, নিত্য নতুন শিকার খুঁজো।
নতুন কোন ঠোঁটে কৌতুহলী ভ্রমন করে ফিরিয়ে আনো হারিয়ে যাওয়া রুচি।
নতুন কোন বুকের মাঝে খুঁজে নাও পরিচিত উষ্ণতার অপরিচিত গন্ধ।

বুক পুড়িয়ে ছাই বানাও, ছাই থেকে কাঁদা।
নিজেকে ডুবাও, নোংরা কর, নষ্ট হও।
লিখে ফেল আমাদের নষ্ট প্রেমের সুখী গল্প।


কবি বলেছেন, একদিন সব কিছু চলে যাবে নষ্টদের দখলে।
তাই আমি মন খারাপ নয় বরং আনন্দ নিয়ে অপেক্ষায় আছি।
জানি সেদিন তুমি বলবে- প্রিয়! আজ আমি তোমার। শুধু তোমার।

মন্তব্য ১৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

রানার ব্লগ বলেছেন: আমিও আনন্দ নিয়ে অপেক্ষায় আছি।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: সুন্দরম।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৪

ইসিয়াক বলেছেন:
এ্যাডভেঞ্চার প্রিয় প্রেমিকার জন্য... অতঃপর অনন্ত অপেক্ষা!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫

মিরোরডডল বলেছেন:




কাহিনী কি! জাদিদকে হঠাৎ কবিতায় পেয়ে বসলো।
ভালোইতো প্রেমের কবিতা লেখে।


ছেড়ে দিলেই ফিরে আসবে
বাঁধতে চাইলে চলে যাবে
এ যেন প্রকৃতির নিয়ম

অনেকটা এই গানের মতো


When I look at you
you look away
when I don't look
you look my way



৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

মিরোরডডল বলেছেন:




পোষ্টের ছবিটা ভালো লেগেছে।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সব কিছু অনেক আগেই নষ্টদের দখলে চলে গেছে কিংবা নষ্টরা দখলে নিয়েছে।
আমরা কেবল চেয়ে চেয়ে দেখছি।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

স্বর্ণবন্ধন বলেছেন: ভালো লিখেছেন।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

ফ্রেটবোর্ড বলেছেন: বুক পুড়িয়ে ছাই বানাও, ছাই থেকে কাঁদা
এই কাঁদা যদি কান্নাকাটি হয় তাহলে ঠিক আছে, আর মাটি-পানি মিশিয়ে যদি ভর্তা জাতীয় কিছু হয় তাহলে

চাঁদটাকে ছেড়ে দিন, চলে যাক আকাশে
রবির আলোয় অবগাহনে, নতুন বধু হবে রূপালী বেশে

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রচ্ছদ ভালো হয়েছে । কবিতাও বেশ । অভিনন্দন সুপ্রিয় মডু সাহেব ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোরা আছে বলেই নষ্টরা
ফষ্টিনষ্টি করতে পারে ।

.....................................................
কবিতায় প্রেম ভালোবাসার দখলে থাকে
তাই নষ্টরা দুরে যাক !!!

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ভালৈ লিখেছেন।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

আঁধারের যুবরাজ বলেছেন: @তাই আমি মন খারাপ নয় বরং আনন্দ নিয়ে অপেক্ষায় আছি।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: মিরোরডডল বলেছেন: কাহিনী কি! জাদিদকে হঠাৎ কবিতায় পেয়ে বসলো।

আহা! বুঝলেন না, উনি আমার কবিতা সংলন পোস্টের অংশ হতে চায়!!

ব্যাপারটি খুব রোমাঞ্চিক!

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: জাদিদ,




ওয়াও...... নষ্ট হয়ে যাবার আহ্বান!
তা কয়টি ঠোঁটে কৌতুহলী ভ্রমন করলে পরে নষ্ট হওয়া যাবে ? :P

মিরোরডডলএর মতো আমিও জানতে চাই - কাহিনী কি? এই দুপুরে প্রেমের পুকুরে ঢিল ছোঁড়া কেন.... ;)

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা দেখে ভালো লাগলো যে, এ প্রজন্মের কেউ জানেন না যে কবিতা ও গল্পে আপনি অসাধারণ, যেমন হাস্যরস ও স্যাটায়ারধর্মী গদ্যেও।

এক কথায় অনবদ্য। উপমাগুলো ইউনিক।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একেই বলে প্রতিভা!!!

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আপনি মডারেটর না হলে এই কবিতায় এত মন্তব্য আসতো না।
নিশ্চয়ই আপনি আমার সাথে একমত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.