নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

কবিতা-মূল্যহীন মানবতা

১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মূল্যহীন মানবতা

-------------মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আর কতো মানবিক হবো !
মানবতা দেখাতে যেয়ে,শুন্য হয়েছে বিবেক !
শত্রু হয়েছি নিজেই নিজের কাছে !

আর কতো মানবিক হবো?
মানবতা দেখাতে গিয়ে
মনুষ্যত্বের বলতকার হচ্ছে প্রতিনিয়ত
সৌজন্য বোধ জাগ্রত করে কি লাভ ?

মানবতা দেখাতে গিয়ে,
চারদিকে শত্রুর জয় জয়কার !
মানবতা নিয়ে ধর্ষিত বোনের ,
খুন হয়ে যাওয়া কন্যার বিচারের দাবিতে
পথে ঘাটে আন্দোলন করি।

অনিয়মের বিরুদ্ধে স্মারকলিপি দেই ,
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে দোষী সাব্যস্ত্য হই নিজেই !
আমার মানবতার মূল্যহীন করে ,
আপনার , আপনাদের মানবতাকে
মূল্যবান করে গেলাম।

সুধী , ক্ষমা করবেন ,আমি অমানবিক,
বিকার গ্রস্থ নগন্য এক মনুষ্য জগতের প্রাণী
বিচার প্রাপ্তি আমার ভাগ্যে নয় !

পরজনমে পৃথিবীতে আসার সম্ভাবনা নেই ,
কুকুর, বিড়াল ,পাখি হয়েও নয়
আমার ধর্মে নেই ,আসবো না
পরজনমে ,এলেও পাবো না বিচার !

অভিবাদন আপনাদের পেশী শক্তির মানবতাকে ,
ধন্যবাদ আপনাদের দলকানা মানবতাকে
স্যালুট আপনাদের বিশ্বস্ত বিশ্বাসী মানবতাকে !

দরিদ্রের মানবতা মূল্যহীন ,
মানবতা দেখাতে যেয়ে,শুন্য হয়েছে বিবেক !
শত্রু হয়েছি নিজেই নিজের কাছে !

সিঙ্গাপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.