নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

আহরে শ্রমিক,সভ্যতার কারিগর !

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:১১

আহরে শ্রমিক,সভ্যতার কারিগর !

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

বিদেশে কত্ত মজা ,শুধু রিয়েল, দিনার,ডলার আর ডলার ,প্রবাসের ডলার
বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড ,মুখে খই ফোটানো ,কত্ত রসালো !
ডলারের পেছনের ঘাম,রক্ত ,অশ্রু,অপমান লাঞ্চনা ,কষ্ট,মানবেতর জীবন।
একটু সুখ ,একটু শান্তি আশায় ইচ্চায় ,অনিচ্ছায় রেমিটেন্স,রিজার্ভ বাড়ায়
নেতা মন্ত্রী সংসদের টেবিল চাপড়ায় !

তবু যদি থাকতো একটু শান্তির পরশ ,একটু সহানুভুতি,একটু বিশ্বাস ,
কাক ডাকা ভোর থেকে নিশুতি রাত কাজ আর কাজ.
দম বন্ধ করা উত্কট গন্ধ যুক্ত আবাস শ্রমিকের !
ক্লান্ত দেহ বিছানায় এলিয়ে দেবার আগে , মন চায় খবর নেই প্রিয়জনের
একটা ফোন ,হ্যালো,হ্যালো ,ব্যাস! হয়ে গেলো ,
বালু চরে বাঁধা ঘর হালকা ঢেউয়ে ভেঙ্গে গেলো !

অশান্তির আগুনের লেলিহান শিখা ভেসে আসে ইথারে !
কষ্টের অনল জ্বালা দিগুন ,অশান্তির আভাস ,কর্কশ আওয়াজ
পিতা- মাতা নেই সুখে, ভাইয়ে -বউয়ে গরম তেলে পানি ঢালে
বউয়ের হাউ- মাউ প্রবাসীর সংসারে ,শেষ করলো জীবন তার!
আহা ডলার ,দিনার,রিয়েল উপার্জনের সুখ ,বাহ কি চমত্কার !

স্লোগান দেন ,মাথাপিছু আয়ের বড়াই করেন ,চৌদ্দ শত -পনর শত - ষোল শত
প্রবাসীর মনের কষ্টের খবর কেউ রাখেন?

বিমান বন্দরে আসতে হেনস্তা ,ফিরত গেলে আবার সায়েস্তা
আহরে শ্রমিক,সভ্যতার কারিগর !আর কি চাও তুমি ,কার তরে নতজানু তুমি !
কি বললে ,মাতৃভূমি ,দেশ !
নিঃসন্দেহে উন্নয়নের জোয়ার ,দারুন ,শুধু দিতে হয় খুন,
কখনো দেয়াল ,কখনো কান ধরে টানাটানি ,সব বিচ্ছিন্ন ঘটনা ,নয়তো দুর্ঘটনা !
দেশে বিদেশের শ্রমিকের জীবন বিচ্ছিন্ন জীবন !

দেশ নিয়ে প্রবাসী স্বপ্ন দেখে ,প্রবাসী হতাশ ! হতাশ! হতাশ!
কত প্রবাসী চায়না ফিরে যেতে নরকে, ঋণের বোঝা পারেনা শোধিতে
শুধুই অবিশ্বাস দেশে বিদেশে !

হে প্রভু ! পৃথিবীর কেউ প্রবাসীরে বিশ্বাস করেনি ,প্রবাসীর সরলতা প্রমাণিত হয় দুর্বলতায় ,
প্রবাসীর নিঃস্বার্থ ভালবাসা হয়ে যায় প্রহসন, প্রবাসী ভাবে ,আপন পর কাউকেই নেই প্রয়োজন!
কলিজা কেটে দিলে হাতে ,বিশ্বাসকরে নাতো কেউ ,অশ্রু গঙ্গায় নিখোঁজ হয়ে ভালবাসার তরী !

ওগো দয়াময় , এক প্রবাসীর আর্জি তোমার কাছে ,করজোড় মিনতি তোমার কাছে
মানুষ নয়, হোক রক্তের ,হোক বিরক্তের ,হোক সাধনার ,হোক আরাধনার ,হোক ঔরসের
তোমাতেই একমাত্র আমার আস্থা ,আমার বিশ্বাস
যেখানেই শেষ হোক অধমের নিঃশ্বাস ,বাড়ির কাছের মসজিদের কাছে ,
যেখান থেকে মুজাজ্জিনের আজান শোনা যাবে দৈনিক পাঁচ বার
সাড়ে তিন হাত মাটি বরাদ্ধ রাখবে ,এই আমার শেষ বিশ্বাস।

সিঙ্গাপুর ,২১-৫-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.