নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

Watermarks of agony (কষ্টের জল ছবি)

২১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৭

Watermarks of agony (কষ্টের জল ছবি)

mohammad jahangir alam babu

Translated by: Md Emrul Hasan, English lecturer , trishal college .

writers festival 2015 ,Singapore, attend from Banglar Kantha News paper ,Singapore.
-----------------------
The musical notation of letters playing in the brain,
Erupted words of mother tongue,
That add a new word in the memorandum.
A new line, new stanza, new poem,
A new day, moment and time creates an epic with unconscious mind.
Gradually time comes to leave the world,
The temporary world, longing to be alive is on increase.
Craving to be mortal, the latent genius goes to and fro.
Nobel as human approaches,
Nobel in the guise of woman.
Then start to walk together along the road.
Desire to be established in abroad get harsh as groom speed.
Forget someone is waiting to live for me.
Forgets the indigent, poor, stuck to poem mind.
Mother, motherland visualizes in the eyes every day and night.
Day by day bird of happiness is fugitive.
Impermeable, preceding anguish plays game of dice.
Exiled poet, cursed unemployed life,
Composes migratory machinery life,
The tales of migrant life.
In the ink of sweat,
it composes migratory,labor literature,
In the heart unbleached paper.
In the immortal happiness of poverty bathed,
Saviour of envious, elite literature
Searches for spelling, rules for lacked of gumption,
It doesn't remain stopped to write easily in mother tongue.
Ration, tired body after work, loveless life
It raises demand, fit for work and wages.
That comes to light in the letters.
Erupted words of the migratory poet.
Buzzing in mind and floating on the canvas of heart.
Persistently the watermarks of agony.
Translated by: Md Emrul Hasan, English lecturer , trishal college .
কষ্টের জল ছবি
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
মস্তিস্কে খেলা করে স্বরলিপির বর্ণমালা
মায়ের ভাষায় উদগীরণ শব্দ মালার
সৃতির পাতায় যুক্ত হয় ,একটি করে নতুন শব্দ
একটি নতুন বাক্য ,একটি পংতি ,একটি কবিতা ,
একটি দিন ,ক্ষণ ,মুহর্ত , সময়, মনের অজান্তেই
তৈরী হয় কাব্য কথা ।
ক্রমেই ঘনিয়ে আসে ধরণী ছেড়ে যাবার সময়
ক্ষনিকের পৃথিবী ,বেঁচে থাকার আকুতি লালসা ক্রম বর্ধমান
অমরত্বের লোভে সুপ্ত প্রতিভার দিক বিদিক ছুট
এগিয়ে আসে মানব রূপে মহিয়ান ,মানবী রূপে মহিয়সী জন
শুরু হয় যুগল পথ চলা ,দলীয় ছুটে চলা.
তীব্র হয় সহিসের ক্ষিপ্রতায় দেশে বিদেশে প্রতিষ্টার বাসনা
ভুলে যায় কেউ আছে প্রতিক্ষায় ,বেঁচে থাকার আশায় পথ চেয়ে আছে
ভুলে যায় বিত্তহীন ,দরিদ্র কাব্য বিলাসী হৃদয়।
মা মাটি দেশ চোখে ভাসে দিবসে রাত্রি নিশীথে
প্রাত্যহিক দিনলিপিতে সুখ পাখি পলাতক
আগুন্তুক যন্ত্রণা , বিনাঅনুমুতিতে কষ্টের পাশা খেলা
অভিশাপের বেকার জীবনে দেশান্তরী কবি
প্রবাসের যান্ত্রিক জীবনে রচিত হয়, অভিবাসের সাত কাহন।
ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে রচিত হয়
প্রবাসে অভিবাসীর শ্রম সাহিত্য।
দরিদ্রের অমরত্বের সুখ বিলাসে অবগাহন
ঈর্ষিত অভিজাত সাহিত্যের কান্ডারী
খুঁজে বেড়ায় বানান ,তত্ব ,ণত্ব ,স্বত্ব বিধান
থেমে থাকে না ,মায়ের ভাষার সহজ ভাষায় লিখন
রসদ, কর্ম ক্লান্ত দেহ ,প্রিয় জন হীন জীবন
যোগ্য কাজ ন্যায্য মুজুরীর দাবি ফুটে উঠে
দেশান্তরী কবির উদগিরিত বর্ণমালায়।
মনের কথায় ,হৃদয়ের ক্যানভাসে
হামেশাই কষ্টের জল ছবি..২৭-৪-২০১৫ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.