নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

Legal Testament

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:০৩

Legal Testament
Translate by: Tapas Biswas
Written by-Mohammad Jahangir Alam Babu
I presented my heart
As the legal testament,
I also included all of my
Movable and immovable love, belief
Why did you sell them?
And for which distraction?
I presented my life
As legal testament
Including my movable and immovable
Dreams, hopes and desires,
Ah! you burnt the testament
In the fire of poison.
I had a little pride that
I love you,
The testament of pride
Had been lost long ago.
There are only pains and sorrows
In my life now,
But I kept the testament
In the locker of my broken heart,
Tears run through the leakages
And make my heart wet
Again it becomes dry
And also becomes wet again!
The loving words of the testament
Are written in blood
And they are clung to the salty water.
The words of pain and sorrow
Can be read sometimes.
Though you'll not believe
I want to say
If you come back someday
Oh! my love
I'll present you all of my
Bone, flesh, skeleton and marrow
As the legal testament.
Only my two eyes'll be preserved
For shedding tears;
Because I know
If you come back someday unconsciously
You'll make me to shed tears again.
Yet I'm looking forward
As I've some love left
Which I presented
As the legal testament.
উইল
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
হৃদয়টা উইল করে দিয়েছিলাম
স্থাবর অস্থাবর ভালোবাসা ,
বিশ্বাস যা ছিলো সব অন্তর্ভুক্ত করেছিলাম,
বিক্রি করে দিলে কিসের মোহে?
জীবনটা উইল করে দিয়েছিলাম
স্থাবর অস্থাবর স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা
সব অন্তর্ভুক্ত করেছিলাম,
উইলটা পুড়িয়ে দিলে বিষের অনলে!
সামান্য অহংকার ছিলো তোমাকে ভালোবাসার
অহংকারের উইলটা হারিয়ে গেছে অনেক দিন হলো
কষ্ট,যন্ত্রনা আছে শুধু এখন
এই উইলটা ভাঙ্গা মনের তেজরীতে রেখে দিলাম,
ফুটো ফাটা দিয়ে অশ্রু জলে ভিজে
আবার শুকায়,আবার ভিজে!
উইলে রক্তে লেখা ভালোবাসার শব্দ গুলি
লেপ্টে গেছে নোনা জলে,
কষ্ট যন্ত্রনার শব্দ গুলি পড়া যায় মাঝে মাঝে।
বিশ্বাস করবেনা জানি,তবু বলছি,
যদি আসো,ফিরে আসো কোন দিন,
ভালোবাসা আমার,
হাড়,মাংস,অস্থি,মজ্জা, সব উইল করে দেব,
অশ্রু ঝরাতে শুধু রেখে দেব দুচোখ.
জানি যদি আসো ভুলে কোন দিন
অশ্রু ঝরাবে আবার!
তবু পথ চেয়ে থাকি,
উইল করা এখনো কিছু ভালোবাসা
অবশিষ্ট আছে আমার।
সিংগাপুর, ১৬-৬-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.