নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২১

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

পোশাক পরিবর্তন করলেই কি
লুকিয়ে রাখা যায় কলঙ্ক !
খুনী ,খুনীই , নাম যাই দাও ,
জঙ্গী ,সন্ত্রাসী,কিলার সকলেই হত্যাকারী।

মাদ্রসা আর মক্তব,স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়,
জীবন জীবিকার শিক্ষালয়
কিন্তু সবচেয়ে বড় মনুষত্ব্য,বিবেকের শিক্ষালয়,
যেখানে মানবতা কথা কয়।

হও ধর্মের প্রতি সহনশীল ,
ভক্তি না হোক , ধর্মের প্রতি অসম্মান নয়
নিজ ধর্মের দ্যুত্যিতে জ্যোতিতে বুঝতে হয়
তোমার ধর্ম শান্তির ধর্ম,অশান্তির নয় ।

কে উস্কে দেয় তোমাকে বুজতে হবে
জানতে হবে,ভাবতে হবে
হে যুব সমাজ পৃথিবীর কল্যানে
নিয়জিত করো নিজেরে
ধ্বংসে নয়,মেতে উঠো সৃষ্টির উল্লাসে।

ধর্মীয় বাণী থেকে খুঁজে নাও শান্তির পথ
ফিরে এসো রক্তের নেশা ছেড়ে
হে তরুণ ফিরে এসো ,হে মানুষ ফিরে এসো
খুন ,হত্যা ছেড়ে ফিরে এসো।

তোমার বিশ্বাস ,তোমার ধর্মের বিনাশে
চলছে বড় ষড়যন্ত্র ,তোমাকে বানিয়ে যন্ত্র
বুঝোনা শক্তি মহা শক্তি প্রদর্শনের তন্ত্রমন্ত্র !
ফিরে এসো ঘরে ,ফিরে এসো
তোমার আপন জন কাঁদে তোমার জন্যে।
মায়ের চোখে জল ,বাবা নির্বাক ,বোন চেয়ে আছে পথ।

কেন বোঝ না মানুষ হত্যা করে
বেশি দিনবেঁচে থাকা যায় না।
সে যুগের জিহাদ ,এ যুগের জিহাদ এক নয়
শহীদ ,গাজী এ যুগের নয়
তরবারীর সম্মুখ যুদ্ধ ,গুপ্ত হত্যা এক নয়
এ যুগ নবী,পয়গম্বরের যুগ নয় ।

এ যুগে খেলছে ক্রীড়ানক তোমাদের লয়ে !
তোমার ধর্মকে অধর্ম প্রমানে কেউ পরিকল্পনা করছে!
তুমি ,তোমরা শুধুই অস্ত্র ওদের !

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে
ফিরে এসো ঘরের ছেলে ঘরে
ধর্মের ইজ্জত বাঁচাতে ,দেশমাতৃকার টানে ফিরে এসো
মা -মাটি-মমতা ডাকছে তোমায়
রক্তপাতের নেশা বন্ধ করে ফিরে এসো।

যারা মানুষ হত্যা করে ইতিহাস তাদের ঘৃণা করে ,
ঘৃণা করবে যত দিন রবে এই পৃথিবী।
হত্যায় হবে তার শেষ পরিণতি !

ফিরে এসো রক্তের নেশা ছেড়ে ,
ফিরে এসো মায়ের কোলে
এসো শান্তির পথে চলি।

সিঙ্গাপুর ,৯-৭-২০১৬ ইং

https://youtu.be/tzdfMsy9e-k

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.