নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ভয়

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭


ভয়

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

যখন আমি অনেক ছোট
বাড়ির সামনের সদর দরজায় প্রবেশের সময়
সন্ধ্যার পর হলেই বুক কেঁপে উঠতো।
দুই পাশে পুকুর ,পুকুর পাড়ে কবর স্থান ,
বাজার থেকে আসার যাওয়ার পথের এক পাশে ছোট খাল
আরেক পাশে অন্য বাড়ীর কবর স্থান ,আঁধার রাতে ঝিঁ ঝিঁ পোকার ডাক
গা ছম ছম করতো , গলা শুকিয়ে যেত।
ডাক বাংলার কাছে ছিলো বিশাল তাল গাছ ,বাতাসে হন হন সে কি শব্দ !
সেখানে নাকি রাস্তার মানুষকে ধরে তাল গাছের মাথায় তুলে নিয়েছিলো
কোন এক কালে !
আমার দাদারা নাকি বাঁশের মাথায় আগুন বেঁধে নামিয়েছিলেন
কোন এক পথচারীকে, সেই তাল গাছ থেকে !
শনি মঙ্গল হাঁটের দিন বাজার নিয়ে ফিরতে দেরি হলে
দাঁড়িয়ে থাকতাম ,দক্ষিণ শাহাপুর ,মোহাম্মদ পুরের কোন এক পথিকের আসায়,
একা একা যেতে ভয় করতো,
বাড়ির কাছে আসতেই ,মা মা বলে ডাকতাম,
মা বেরিয়ে আসতেন ,কুপি হাতে নিয়ে ,মায়ের সাথে থাকতো চাচী ,জ্যাঠি ,অন্য কেউ।
এখন যেখানে কলেজ রোড কোন দিন ,সেখান থেকেই শুরু করতাম গান
হেঁড়ে গলায় গান ,চিৎকার করে গাইতাম ,যেন মা বুঝতে পারে ,
এগিয়ে আসে নিয়ে যায় আমাকে ,সব ছিলো ভূতের ভয়.
কলেজ রোডের পুলের উপর নাকি পরীদের আসর বসতো ,
কোন এক বাঁশিওয়ালা বাঁশি বাজাতো সেখানে ,
সেই সাঁকোর উপর নাকি কোন এক বাড়ির বৌকে
এক বাঁশের উপর বসিয়ে রেখেছিলো ,কেউ,
এক দরবেশ নাকি বাতাসের বেগে শয়তান তাড়াতেন !
দাদি ,মা, চাচির কাছে শোনা ভুতের গল্পের ভুতেরা ঘুমেও ভয় দেখাতো ,
এখন ,ডাকবাংলার কাছের দুই রাস্তার সংযোগে নেই তাল গাছ !
সেখানে এখন মানুষের সমাগম,দোকান ,বাড়ি।
সেই বর্ষার কাঁচা রাস্তা লাল সুরকির রাস্তা ,
ক্ষত বিক্ষত হলেও পিচ ঢালা পাকা রাস্তা
দুই পাশের খাল দখল হয়েছে ,
দুঃস্থদের বরাদ্দের ভূমিতে সুস্থ্য স্বাস্থ্যবান ধনীদের অট্টালিকার সারি !
বস্তি ,কলোনী এখন দখল করেছে ভূতের বাড়ি ,ঘর ,রাস্তা !

শুধু রয়ে গেছে কবর স্থান ,একে একে সবাই যাচ্ছে কবর স্থানে
ভয় আমার রয়েই গেলো ,ছোটবেলার ভুতের ভয় ,এখন মৃত্যুর ভয়!
কবরস্থান দেখলেই ভয় বেড়ে যায় এই বুঝি চলে যাব ,মাটির ঘরে, অন্ধকার কবরে।

কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মনের ভিতরের ভূত তাড়িয়ে দিলেও
মৃত্যূর ভয় তাড়ানোর কোন শিক্ষক নেই ,কারণ ,
"প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,"তবু বেঁচে থাকতে চাই!
মৃত্যুর ভয়ে থাকি প্রতি মুহূর্তে,স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই যেখানে
সেখানেই ভয় একটু বেশি বৈকি।

সিঙ্গাপুর ,১২-৮-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.