নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

হে মানুষ, মনুষত্বের পরিচয় দাও

২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯

হে মানুষ, মনুষত্বের পরিচয় দাও

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

মসজিদের মিম্বরে নোংরা রাখো , মেঝে হয় রক্তাক্ত ,
পবিত্র কোরান ছিড়ে করো খান খান
ব্যানার ফেস্টুনে টিভি সিরিয়াল নামাজের কক্ষে রাজনীতির মঞ্চ ,
তেলবাজির তেলেসমাতি যায় না বাদ !

শান্ত দেশ অশান্ত করতে ,লঘু নির্যাতনের সে কি প্রহসন
কখন জেগে উঠে জাগরন ,
কখন হয় মানবাধিকার সংগঠনের বাক্য বিস্ফোরণ
ভেবে দেখার আছে কি প্রয়োজন ?

পূজার ফুল পদ দলিত করে ,হতে পারো মহা ধার্মিক
শ্রদ্ধাঞ্জলির ফুলকে নিঃসন্দেহে প্রমান করো পূজার শামিল,
মেনে নেই সব ,বাধ্য হই ,পরকালের বিশ্বাসে হই কুপোকাত।

No disagreement, no doubt about religion,
No uncertainty about religious rules,
Religion is a believe for Devotee
Unsighted ridiculous want to proof, killing is part of jihad,
Jihad is way of haven, which is wrong.
So, called jihadi Push the humanity to the gutter,
World will destroy earlier. So far happening one by one!

এক তিল এ দিক সে দিক ,এক লাইন উঁচু নিচু হলেই
আস্তিক নাস্তিকের প্রত্যয়ন পত্র দেয় তথা কথিত জ্ঞানীর দল !
আমি মানবতার কথা বলি ,আমি মনুষত্বের কথা বলি,
আফসোস ভুল ব্যাখ্যা ,ভুল ব্যাকরণের জীবন
মানবতা,মনুষত্ব্য ,বিবেক নিয়ে কথা বললেই হতে হয় দুশমন !

কেন পথে ঘাটে লাঞ্চিত অপমানিত হয় মানুষ
মানুষ নামের অমানুষের হাতে ?
ঘরে-বাইরে অনিরাপদ ,মাতৃ গর্ভে অনিরাপদ ভ্রূণ
কোলের শিশু ,দুধের শিশু,নাবালিকা ,কিশোরী ,
যুবতী ,নারী,অনিরাপদ ,সমস্যাটা কোথায় ?

কেন ধর্ম বর্ণ ,গোত্র ,দল ,জাতি এক হয়ে রুখে দাঁড়ায় না !
নারী ,কন্যা,জায়া ,জননী ,
নারী ঘরের,সমাজের ,দেশের ,পৃথিবীর ফুল
শান্তির ঠিকানা ,নারীর গর্ভে জন্ম পুরুষের ,
পুরুষের হাতেই নষ্ট হয় জরায়ু !

ফুলের মতো শিশু ,নারী কেন বেড়ে উঠে ভয়ে ,সংকোচে ,
প্রতিটি কদমে দিয়ে হয়ে ইঞ্চি ইঞ্চি মেপে!
আমি বলিনা ,নারী হতে হবে নগ্ন ,স্বাধীনতার নামে করবে বেলাল্লাপনা
হাতে গোনা কয়েক জন হবে হয়তো ,তারাও পুরুষের সৃষ্টি !
প্রাচ্য-প্রাশ্চাত্য সংস্কৃতি নয় ,আমার দেশের কথা ভাবো
যার দেশে তার সংস্কৃতি মানায়,মিশ্র সংস্কৃতি বিব্রত করে।
চোখ বন্ধ করো ,দেখবে কোনটা সঠিক ,কোনটা ভুল,
নারী ,তোমার প্রিয় পুরুষকে সাহায্য করো ,
মানসিক যন্ত্রনা থেকে দূরে রাখো।

আমি পিতা ,উদ্বিগ্ন আমার দেশের কন্যাদের লয়ে
জারজ ,বর্বর ,পাষান্ড জানোয়ার শিশুদের ও রেহাই দে না !
এ বর্বরতার শেষ কোথায়?

কে রুখবে ,আমি ,আপনি,আপনারা.
হে তরুণ প্রজন্ম ,যে ধর্মের হও ,যে ভাষার হও
যে দলের হও ,যে দর্শনের হও ,নারী- পুরুষ
যে পেশার হও ,রুখে দাঁড়াও ,
শিশু নির্যাতন,নারী নির্যাতন,যৌতুক,ধর্ষণ ,খুন,সন্ত্রাস,
দুর্নীতি ,ভন্ড ,প্রতারক দের বিরুদ্ধে রুখে দাঁড়াও
কলমে,কাগজে,পথে ঘাটে ,মাঠে ন্যায়ের পক্ষে
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও
সামান্য স্বার্থে ,কারো জীবন কেড়ে নিও না।

জাগ্রত করো বিবেক ,
হে মানুষ, মনুষত্বের পরিচয় দাও।

২৫-১০-২০১৬ ইং


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.