নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

জাহাঙ্গীর বাবু

হোক তোমার প্রেয়সী ,প্রীয়তম,স্ত্রী ,হোক সে তোমার স্বপ্নের পুরুষ,প্রিয়তম স্বামী ,
জানের জান ,কমন জানু ,লতা ,পাতা আঁখি ,পাখি ..শেষ দেখা পর্যন্ত বলো না ,
তার মতো মানুষই হয় না ,অমানুষ , এই তারিফ নিশ্চই করবে না?
তবে বলো না , সে একজন প্রকৃত মানুষ, মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

নারী আর পুরুষ বন্ধু হয়না ,সমবয়সী ,অসমবয়সী বন্ধুত্ব , নিয়ন্ত্রণ হারায় !
নিয়ন্ত্রণহীন হলে মানুষ আর রইলো কই ,বাস ,ট্রাক ,যন্ত্র হয়ে গেলো না !
আর্থিক লেনদেন মোটেও নয় ,চাওয়া পাওয়া হিসেব কখনো না,
কখনো বোলো না বন্ধু ভালো মানুষ ছিলো ,
মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !নিঃস্বার্থ বলে কোন প্রাণী নেই।

পরিবার, পরিজন, প্রতিবেশী রক্তের মানুষ উওরস জাত কাউকে
আবেগে অতি কাছে টেনে নিও না ,যার অধিক বিত্ত তার কাছ থেকে দূরে থাকো,
কাউকে হুট্ করে পিতা,মাতা,সন্তান ,ভাই ,বোন বোলো না
কখনো বোলো না বন্ধু, ভালো মানুষ ছিলো ,মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

মানুষ হওয়ার চেষ্টা করে বিফল হয় কতো বাবর আলী !
স্বার্থবাজ বাবর আলী বেঁচে থাকার লোভে শত্রুর সাথে করে গলাগলি !
পিতা হতে গিয়ে হয়ে যায় বিশ্বাস ঘাতক ,ভাই হতে গিয়ে হয় শত্রু।
স্বপ্ন দেখাতে গিয়ে হয় স্বপ্ন চোর, কৃতজ্ঞ হতে হয়ে খেতাব তাবেদার ,চাটুকার !
দেশপ্রেম দেখতে গিয়ে দেশদ্রোহী ,গণতন্ত্রের কথা বললে হারায় ভোটাধিকার !

হটাৎ আবেগ ভালোবাসা দিয়ে জীবন চলে না, বুঝতে অনেক দেরি হয়ে যায়,আবেগ পিছু ছাড়ে না !
স্বল্প পরিচয়ে কাউকে মানুষ ভেবো না ,অমানুষের আড়ালে এখন আর মানুষ থাকে না !
স্রষ্টার সৃষ্টিতে প্রাণী কুলের বিপদ জ্জনক প্রাণী হচ্ছে মানুষ,বিপদজ্জনক প্রাণীর নাম মানুষ !
বিধাতার সৃষ্টির সেরা জীবের মাঝেই মস্তিষ্কের অসামঞ্জস্যতা!
সর্বস্ব উজাড় করে কাউকে ভালোবেসোনা ,স্বার্থপর মানুষ নামের প্রাণী গুলিই জীবনে সুখী !
সামান্য উপকৃত হয়ে মহামানব ভেবো না,দুরভিসন্ধির যুগে কে কি উদ্দেশ্যে কি করছে ,ভাবতেও পারবে না।
অভিনয় করে যেতে পারো মানুষের ,মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

মনটাকে শক্ত করো , না হলে আমার মতো বেঁচে থাকতে ও মরে যাবে,
সন্ধি আর সমঝোতায় বেঁচে থাকা খুব কষ্টের , কি বিরক্ত হলে ?
আচ্ছা মনুষ্যত্ব বোধ থাকলেইতো মানুষ হবে তাই না।

মনুষত্ব্যবোধ কি ?
দয়া ,মায়া ,মমতা,সহানুভূতি ,আদর ,স্নেহ ভালোবাসা,শ্রদ্ধা,ভক্তি, আনুগত্য
নিয়ম,শৃঙ্খলা ,কৃতজ্ঞতা,সচেতনতা,ধৈর্য্য ,বিশ্বাস ,দেশপ্রেম,মানব প্রেম ,সাম্য ,মৈত্রী
এইরকম কিছু শব্দের সমষ্টিকে কি মনুষত্ব্য বলা যায় ?

যে ধর্মেরই হোক না কেন.যে জাতি,গোষ্ঠীর হোক না কেন,যে বর্ণের হোকনা কেন,
যার মধ্যে মনুষত্ব্য আছে সে কি কারো ক্ষতির কথা ভাবতে পারে ?
নিজে মানুষ কিনা ভেবে দেখ, তার পর না হয় ভেবো আমি অমানুষ।

ধোকা দিয়ে ,চালাকি করে জয়ী হওয়ার প্রবণতা সর্বস্তরে ,নিজের অন্যায়কে আড়ালে রেখে
অন্যের অন্যায় সামনে নিয়ে আসা নিত্য নৈমিত্তিক !
সত্যকে মিথ্যা ,মিথ্যাকে সত্য প্রমানে যে কোন তত্বের আশ্রয় নিতে পারে ,যার নাম মানুষ!

নিঃস্বার্থ বলে কেউ নেই,কিছু নেই ,কোথাও নেই ,বেঁচে থাকাটাও স্বার্থ ,ভালবাসাটাও স্বার্থ,শ্রদ্ধা ভক্তিও স্বার্থ
ইবাদত ও পরের জন্মে শান্তির স্বার্থ, ইহকাল-পরকাল স্বার্থের, কবিতাও স্বার্থের,কবিগিরিও স্বার্থের ,
কর্মটাও স্বার্থের বিয়ে,সম্পর্ক ,বন্ধন সব স্বার্থের,চোখ বন্ধ করো, বুঝবে সব কিছু স্বার্থের ।

সমাজ সেবা ,মানব সেবা স্বার্থের ,অন্যভাবে বললে ক্ষেত্র বিশেষে ধান্দাও বটে।
ক্ষমতার ধান্দায় অন্ধ আজ গোলাকার পৃথিবী !সেরাদের সেরা হওয়ার ধান্দা,
অমরত্বের ধান্দা।পতিতাও ধান্দা করে বেঁচে থাকার !

আবার বলছি , হুট্ করে বোলো না সে একজন প্রকৃত মানুষ,
মানুষের সংজ্ঞা মানুষ নিজেই জানে না !

সিঙ্গাপুর ,২৫-১১-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.