নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

(রম্য কবিতা ) প্রেম,ভালোবাসা, বিয়ে

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৪

প্রেম,ভালোবাসা, বিয়ে নিয়ে বাবর আলীর ভাবনা (রম্য কবিতা )

প্রেম,ভালোবাসা, বিয়ে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

ভালোবাসি বলেছি বহুবার যারে ,সেশুধু কষ্ট দেয় মোরে।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ,বিবাহের পূর্বে যতো ,
মন ভূলানো কথা বলে দুজনে ,বুঝে ঠেলা ,খরচের ফর্দ হাতে এলে।

সংসার হয় বড় যতো মোহাব্বত ভালোবাসা ঘৃনায় বড়ো হয় তত ,(সবার তরে নাও হতে পারে । )
কেউ ভালোবাসে অর্থ বিত্ত গাড়ি বাড়ি ,কেউ ভালোবাসে বুকের জমিন
সুখ দুঃখ আনন্দ বেদনা সব ,হাতে হাত রেখে মরতেও পারে।
বাস্তবে নারী ,সঙ্গিনীর ভালোবাসা শুধু মোহ ,প্রয়োজন ,
যে আকর্ষণ ভালোবাসা হয়ে কবিতা,কাব্য নাটকে উপচে পড়ে।

কেউ সুখী আলু ভর্তা ভাতে ,গাছতলার রাতে ,বকুল ফুলের মালাতে (সম্পূর্ণ মিথ্যা)
কেউ অসুখী অট্টালিকা ,উঁচু তলাতে ,শতভাগ ভালোবাসা নাই দুনিয়াতে ,
না পাবে আখেরাতে,পাপের বোঝা ভারী ভালোবাসার মাশুলে
প্রেম করে সমবয়সী বা দু চার বছরের তফাতে,বিয়ে হয় আদু ভাই ,দাদু ভাইয়ের সাথে !

মৃত্যুর আগে ,ভালোবাসা থাকা কালে "তোমায় ছাড়া বাঁচিবা না আমি "
চল্লিশা পার হবার আগেই লিঙ্গভেদে নতুন স্ত্রী,নতুন স্বামী !
আহারে ভালোবাসা ,অর্থ- বিত্ত যার আছে হয়তো তার কাছেই খাসা!
অর্থ বিত্তহীনের কাছে ভালোবাসার সবটাই ফাঁকা।

সাদি মোবারকের আগে সব কিছু ,জান , জানু ,নতজানু
তুমি আমার একমাত্র ভালোবাসা ,যদি চাও এনে দেব আকাশের চাঁদ তারা ,
যদি বলো তারার মালা পরাবো , দূর পাহাড়ের চূড়ায় করে দেব প্রেমের তাজমহল ,
বিয়ের পর,নির্যাতন ,যৌতুকের জন্য ফাঁসি !নিত্য ঝগড়া ঝাঁটি ,
উভয়ের স্বীকারোক্তি ভুল ,ছিলো ,প্রতারণা ছিলো, ছিলো পাগলামি।

প্রেমের সময়, অবৈধ কালে, ধরণী ,প্রকৃতি নারী সুন্দর ,মায়াময়,প্রেমময়
সাদির পরে নারী হলে নষ্টা ,পুরুষ হলে শালা বাইঞ্চোৎ উপাধি পায় ।
নিজের স্ত্রী ঢাকিয়া রাখিয়া পরস্ত্রীতে ফিদা ,পর পুরুষ স্মার্ট, সুদর্শন ,নিজের স্বামী গাধা !
প্রেম আসে স্বর্গ থেকে ,স্বর্গে চলে যায়,ফাঁদে ফেলে প্রেম প্রতারণা চলে কাব্য কবিতায় ।

বিয়ে ছাড়া ডেটিং হলে দেরী কানে ধরে মাফ চায় ,
বিয়ের পরে একে অন্যকে অসহ্য ,অবিশ্বাসে কাটে এক বিছানায়।
সিদ্ধান্ত নিতে ভুল করিলে ,সময়ের কাজ যদি না হয় সময়ে , সারা জীবন জ্বলে
চাকুরী,বাকরী ,ব্যাবসা -বাণিজ্য দেখিয়া শুনিয়া প্রেম বিয়ে যদি করে
সে বিয়েতে লোক দেখানো হলেও ,শান্তি মিলিতে পারে।
বিয়ের পূর্বে প্রেমের কালে কত গান বাঁধে , রেখে হাঁটে দূর বহুদূর
বিয়ের পরে ঘরকা মুরগী ডাল বরাবর দুজনেই কপাল চাপড়ায় !

বাবর আলী বলে, অভিজ্ঞতা হলো অনেক, একটা কথা বলি ভাই -বোন পুত্র কন্যা সম সকলেরে ,
সঙ্গী যে হবে তার ঘর -বাড়ি , জমি-জমা ছাড়া বিবাহ করিও না ওরে।
বিবাহ যখন করিতেই হইবে রিপু করো কন্ট্রোল ,উল্টা পাল্টা প্রেম করিয়া
ছেকা খাইয়া করিওনা জীবনে গন্ডগোল।
বিবাহ ব্যাতিরেকে একবার যদি ছোঁয়া লাগে নেগেটিভ পজেটিভে
জীবনে আসিবে নরক যন্ত্রনা ,শোধরাইতে পারিবে না মৃত্যুতে শেষ হবে তবে।

যতই বলি করিও না বিয়া , এ যে বড়ই বিষাদময় ,উগ্র হইয়া মুখ ভেঙচাইয়া বাবর আলীরে কয় ,
"শালা: নিজে বিয়া কইরা আমাগোরে উপদেশ"দেয়!
করো ,বুঝ ঠেলা ,বাবর আলীর কি? বিয়ের পরে লাভ হবে না,শুধু শুধু স্মরণ করবি।

থেমে থাকে না প্রেম ভালোবাসা চলছে ,চলবে দুর্বার গতিতে ;
আকর্ষণ বিপরীত লিঙ্গের বিধাতার আজব সৃষ্টি ,ভালোবাসি ,ভালোবাসি মুখে ফেনা
জীবন হয় ছারখার চুকাতে ভালোবাসার দেনা।

একমিনিটের এক রত্তির সুখের নির্যাসে কতজন হারায় সম্ভ্রম ,ভালবাসা আজব এক মতিভ্রম,
কেউ বুঝে কে বুঝে না ,কেউ করে যায় প্রেম,কেউ পরকীয়া।

ফিরে আসি শুরুতে ,
ভালোবাসি বলেছি বহুবার যারে ,সেশুধু কষ্ট দেয় মোরে।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ,বিয়ের পূর্বে যতো ,
মন ভূলানো কথা বলে দুজনে ,বুঝে ঠেলা , খরচের ফর্দ হাতে এলে।

সিংগাপুর ,২৮-১১-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.