নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তিই বেদনা

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

প্রাপ্তিই বেদনা

জাহাঙ্গীর বাবু

শেষ যাত্রার শুরু ,প্রতি মুহূর্তেই অপেক্ষা শেষ নিঃশ্বাসের।
জীবনের প্রাপ্তি আমার সন্তানেরা ,অগোছালো ব্যাকরণহীন কবিতা।
নিজের মতো করে একটা নিজস্ব জগৎ সৃষ্টি করতে চেয়েছিলাম।
যেখানে থাকবে নিখাদ ভালোবাসা,হারিয়ে ফেলেছি সত্বাটাকে।
নিজের জগৎ সাজাতে গিয়ে দেখলাম, বেঁচে থাকাই দুস্কর ,
পাশাপাশি আমার মতো করে চলতে,আমার জগতে কেউ আসেনি ।
আমি চলেছি ,চলছি অন্তহীন পথে ওদের মতো করে,
ভালোবাসার ঋণ শোধিতে।

ইচ্ছে ছিলো মানুষ হবো। কি আশ্চর্য্য !
গায়ে অমানুষের লেবেল এঁটে দিলো তাজমহল !
অভিনয় করে কাঁদতে চেয়েছিলাম ,হাসিটাই হয়ে গেলো অভিনয় !
ভেবেছিলাম রাত থেকে ভোর হবে ভালোবাসার খুনসুটিতে ,
নিদ্রাহীন থাকবো ,চাঁদ ,জোছনা,মেঘ বাদলের সাথে
আড্ডা হবে রোমাঞ্চিত সময়ের পরতে,পরতে ।
এখনও অনিদ্রায় কাটে রাত্রির কষ্ট যন্ত্রণার প্রহর
সমাধান খুঁজি কিছু জানা -কিছু অজানা প্রশ্নের ,
নিজেই নিজেরে সুধাই ,নিয়তি ,নিষ্ঠুর নাকি আমি নিষ্ঠুর?

কবিতা আমার অন্যতম প্রাপ্তি ,প্রাপ্তিই আমার বেদনা
কেননা ,এই কবিতাই কেউ বুঝেনা। উদ্দেশ্য নিষ্ফল বরাবর !
যা চেয়েছি তা পাইনি ,যা পেয়েছি ,ভুল করে পেয়েছি ,নয়তো করুনায় !
কেউ যদি দেখেছে ভালোবাসার দৃষ্টিতে ,প্রতিদানে রয়েছি কৃতজ্ঞ
আসলে প্রতিদানে ঋণ শোধ হয়না , এ যে এক নিষ্ফল চেষ্টা মাত্র।
একটু ভালোবাসার জন্য ,একটু আদরের জন্য ,মায়ার জন্য,মমতার জন্য
নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিলাম নিঃস্বার্থ ভাবে ,
এই চাওয়াগুলোই করে দিলো স্বার্থপর !
ভাগ্য বলে কিছু আছে ,আজো প্রমাণিত হয়নি !

লোহারের সম্মুখে কবিতা পড়ি ,যেন উত্তপ্ত লোহা পিটাই ,
টুং টাং ,চলে হাতুড়ি ,কবিতা হয় লজ্জিত , প্রমাণিত উম্মাদ কবি।
আবেগের কথা ,বিবেকে শোনে না! সাধু সে ,তিনি ,তারা,
এই পৃথিবীর সবাই শ্রেষ্ঠ, সবাই উত্তম ,অধম শুধু বাবর আলী !
সারা রাত সাপ মারি ,সকালে দেখি দড়ি!

স্বার্থ যার যার সম্পর্ক সবার ,
সবাই তালে ঠিক ,উম্মাদ বাবর আলী !

সিঙ্গাপুর ব্যালেষ্টার রোড
২৫-১২-২০১৬ ইং প্রথম প্রহরের শেষে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

অবনি মণি বলেছেন: ভালো লাগলো!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

তপোবণ বলেছেন: কষ্টেরও গভীর প্রকাশ থাকে তবে তা সুন্দর ভিন্নতায়। ভাল লাগলো কবিকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.