নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

টাকা

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

টাকা

জাহাঙ্গীর বাবু

কে বলে ভালবাসা বিক্রির জন্য নয় ?
ভালোবাসাইতো তোলায় তোলায় টাকায় বিক্রি হয়,
প্রেম করিতে লাগে টাকা ,বিয়ে করতে তাই
বিয়ের পরে টাকা না থাকলে, ভালোবাসা নাই !

বাজারের ফর্দ দিনে দিনে শুধু বড়ো হয়
টাকার থলে শূন্য হলে , ভালোবাসা কি হয় ?
স্ত্রী বলো , সন্তান বলো, ভাই ,বোন, পিতা, মাতা
টাকার কাছে হেরে যায় ,সবার ভালোবাসা।

যার যতো টাকা বেশি, বন্ধু তত বড় ভবে
ক্ষমতাটা তাহার বড় ,টাকা যাহার আছে।
টাকা দিয়ে রাজনীতি ,টাকার জন্যে দুর্নীতি
গণতন্ত্র টাকার বলি ,বিসর্জন রীতিনীতি।

স্বৈরতন্ত্র টাকায় জোরে, টাকায় নির্বাচন
টাকার জন্যে পর হচ্ছে রক্তেরই বন্ধন।
চেয়ার কিনে টাকা দিয়ে ,সন্মান কিনে টাকার জোরে
শিক্ষা,জ্ঞান ,প্রতিভা,ত্যাগ ,তিতিক্ষা মিছে
বিবেকটাকে লাথি মেরে ছুটছে টাকার পিছে!

ধর্ম নিয়ে ব্যাবসা করে ,ভন্ড ,পীর ফকিরের ছড়াছড়ি
যৌতুকের দায়ে কতো নারী দিচ্ছে গলায় দড়ি।
বৌ ছেড়ে যায় পরকীয়ায় ,টাকা কড়ি নিয়ে
তাইতো বলি ,টাকা না থাকলে ,করিসনারে বিয়ে।

ফুলের মালার প্রেমে চাই যে গাছের ছায়া
বিয়ের পরে গাছের ছায়ায় অট্টালিকার মায়া।
সন্মান কেনা যায় টাকা হলে ,টাকায় পৃথিবী
টাকার মোহে দেশ ছেড়ে আজ, প্রবাসে বাবর আলী।

সিঙ্গাপুর ,২৮-১২-২০১৬ ইং

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: না, আমি বিশ্বাস করি না, প্রেম করতে টাকা লাগে।

ভাল লিখেছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মন্তব্য শতভাগ সত্য। এক কবিতায় সকল প্রেক্ষাপট সত্য ভাবে উপস্থাপন সম্ভব হয়নি। কিছু অভিজ্ঞতার আলোকে লেখা

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন: এমন অনেক মানুষ আছে প্রেমের টানে টাকা না থাকা স্বত্তেও একে অপরের হাত ধরে চলছে ।

আর বাকীটা ঠিক আছে । টাকা দিয়েই সকল নষ্ট কেনা হচ্ছে ।

কবিতা ভাল লেগেছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: গুরুত্ব পূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

আলপনা তালুকদার বলেছেন: জীবনে চলতে টাকা লাগে। তবে টাকাই সব নয়। হলে সবাই টাকার পেছনেই ছুটতো। পৃথিবীতে বহু মানুষ আছে, যাদের কাছে পরিবার, শান্তি, মানবতা..... এসব বেশী জরুরী।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: বাস্তবতা আর কল্পনা দুটি ভিন্ন বিষয়।পয়তাল্লিশ বছর বয়সে ভারত,বাংলাদেশ,মায়ানমার,সৌদি মানে আরবীয় লাইক ইয়ামেন,মিশর,কুয়েত ,কাতার ,ফিলিপিন,ইদোনেশিয়া ,মালয়শিয়ান,সিঙ্গাপুর,আয়ারল্যান্ড,ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে।আর যে রুট লেবেল অতিক্রম করে এসেছি ,অভিজ্ঞতার ঝুলি কম ওজনের নয়.তবে সর্ব ক্ষেত্রে সব কথা সত্যের আলোকেও নয়. আপনার মহা মূল্যবান মন্তব্য আমার লেখাটিকে সার্থক করেছে।ধন্যবাদ

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মািন ইজ দা সেকেন্ড গড!!

কথাটা মানেত মন না চাইেলেও কঠিন সত্য! ;)

ব্যতিক্রম উদাহরন নয়। হা হা হা হা

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: গুরুত্ব পূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.