নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

অনুভবে তুমি,চারদিকে শুধুই শুন্যতা

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০



অনুভবে তুমি,চারদিকে শুধুই শুন্যতা

জাহাঙ্গীর বাবু

কতদিন তোমার বুকের জমিনের পরশ পাওয়া হয়না
বিলি কাটিনা তোমার চুলে,
পিপিলিকা দৌড়ায়না তোমার পিঠে,তেমনিআমার ও
শুনতেপাইনা বুকের ডিপডিপ শব্দে আমায় কাছে ডাকার আহ্বান,
কতদিন তোমার চোখের জলের পদ্ম পুকুরে কাটিনা সাঁতার
কতদিন দেখিনা স্নান শেষে শুকনো কাপড়ে ভেজাচুল
মুক্তদানা শিশির বিন্দু তোমার গালে,মুখ মন্ডলে।

কতদিন প্রভাতের ঘুম ভাঙ্গেনা তোমার ঠোঁটের কোমল স্পর্শে
দুর্বা ঘাসের উপর নগ্ন পায়ে হাটিনা দু'জনে হাতে রেখে হাত
কতদিন পাইনা দুষ্টমির আদর সেভেরপর.
দুজনে,এক সাথে বৃষ্টিতে ভিজি না,
কত দিন হলো ,বৃষ্টির পানিতে দেখিনা ছলাত ছলাত নৃত্য ।

ফিরে আর আসবে না ,
ভারী বরিষণে সবুজ ধানের খেতের মাঝ দিয়ে
হাতে রেখে হাত পাগলেরমত ছুটে বেড়ানো,
অস্টাদশী আর আঠাশের যুগল বারিধারার স্নান।
কুয়াসা কাক দিকে ভোরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি,
থুতনির থর থর আওয়াজে হিম হাতের স্পর্শ আজ মনে পড়ে।

প্রবাসে থেকে চোখ বুজে দেখি,
গ্রামের মেঠ পথে মৃদু হওয়ায় উড়ছে তোমার কেশ
ক'গাছি কেশ বারবার উড়ে আসে তোমারকপালে,
মনেপড়ে,পূর্নিমার চাঁদের আলোয় মেঘেরা যখন লুকোচুরি খেলা করে
তুমি শোনাতে গান,আমি শোনাতাম কবিতা।

ছোট্ট বাবুদের মতো বুড়ো বাবুর বুকের মাঝে
কিসের যেন সুখ খুঁজে বেড়াতো তোমার নাকেন্দ্রিয়।
কতদিন,কতদিন তোমাকে পাইনা কাছেএকান্তে
কতরাত আলো আঁধারির জোনাকির নিশ্চুপ কাটিয়েছিলাম
দু’জনে, দু’দেহ এক প্রাণে খুঁজেছিলাম শান্তির সোহাগের সুখপাখি।

প্রবাসীজীবন,কঠিন জীবন কাছে থেকেও দুরে বহু দুরে
কতদিন পাইনা তোমার আলিঙ্গন,
বেশি রাতে ঘরে ফিরলে করেনা কেউ অভিমান,
ফিরতে দেরী হলে কেউ বার বার ফোন করে করেনা জ্বালাতন
প্রশ্ন করেনা কেউ,কোথায়তুমি? কি করছ এতক্ষণ? আসছোনা কেন?
মনে পড়ে , হৃদয়ে উঠে কালবৈশাখীর ঝড়.
চারদিকে শুধুই শুন্যতা,খুঁজে বেড়াই , অনুভবে সারাক্ষণ শুধুই তুমি ,
অনুভবকরি তোমার স্পর্শ।

কতদিন দেখিনা তোমাকে,
প্রবাস জীবন কষ্টের জীবন। জীবন জীবিকার কাছে পরাজিত প্রবাসী
একা বড় একা,ভালবাসার কাঙ্গাল প্রবাসী একজন ।

সিঙ্গাপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.