নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

শহীদ মিনারে যাবো না

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

শহীদ মিনারে যাবো না
জাহাঙ্গীর বাবু
শহীদ মিনারে যাবো না আর দিতে ফুল
শহীদ মিনারে শ্রদ্ধার নামে চলে হুলুস্থুল।
রাষ্ট্র প্রধান সবার আগে দিবেন ফুলের শ্রদ্ধা
আইন কানুনের লাঠির ভয়ে সভ্য সময়টা।
বিরুধীদল সরকারী দল মন্ত্রী নেতার ভীড়
চাপাচাপি দাপাদাপি সংগঠন, দলের লোকের,
কার আগে কে ফুল দিবে ছবি,ভিডিও মুখ্য
চেতনা লুটায় পায়ের তলায়,পাদুকায় হয় পিষ্ট।
সাংবাদিকের পায়ের জুতায় কাঁদে চেতনা
হেড লাইনের খবর দিতে ছবি তোলার প্রতিযগীতা।
কবি,লেখক, সাংবাদিক পক্ষ বিপক্ষের চেতনায় মশগুল
শহীদ মিনারে নম্রতা, ভদ্রতা নেই,শুধুই গন্ডগোল।
লক্ষ কোটি ফুল দিয়ে সাজায় শহীদ মিনার বছরে
বাকী সময় আবর্জনায় নোংরায় ভরে থাকে।
রক্তের দামে কেনা চেতনা,দয়ার দানে নয়
নতুন প্রজন্ম জানে কি আর ফুলের শ্রদ্ধায় কি হয়?
কেউ বলে শিরক হচ্ছে,
কেউ বলে হয়ে যাচ্ছে পুজার শামিল
আমি যে ভাই বলি এটা শ্রদ্ধা জানাবার নিয়ম
কেন খোঁজ ধর্ম অধর্মের মিল।
কষ্ট আমার এই বুকেতে চেতনা জ্বালায় আগুন
যখন দেখি চেতনার ব্যাবসায় চলছে এখন
ক্ষমতার, প্রচার,প্রসারের ফাগুন।
শহীদ মিনারে যাবো না আর দিতে ফুল
শহীদ মিনারে শ্রদ্ধার নামে চলে হুলুস্থুল।
রাষ্ট্র প্রধান সবার আগে দিবেন ফুলের শ্রদ্ধা
আইন কানুনের লাঠির ভয়ে সভ্য সেই সময়টা।
চোখ বন্ধ করলেই দেখি
একুশে ফেব্রুয়ারিতে লুটিয়ে পড়ছে রাজ পথে
সালাম বরকত রফিক,জব্বার
রনাঙ্গনে চলছে যুদ্ধ, একাত্তরের মুক্তি, স্বাধীনতার।
পাক হানাদারের বুটের শব্দ,মুহুমুহু গুলি আওয়াজ,
প্রাণ বাঁচানোর চিৎকার
তর্জনীর হেলিয়ে,বুকফুলিয়ে স্বাধীনতার ডাক, ভাষণ বঙ্গবন্ধুর ,
ইথারে ভেসে আসা জিয়াউর রহমানের সাহসী উচ্চারণ।
দেখি মাওলানা ভাষানীর ভাষন,দেখি লংমার্চ।
আমি দেখি
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"
গান গায় কচি কচি শিশু,
পত পত উড়ে স্বাধীনতার লাল সবুজের পতাকা।
আমি দেখি গনভ্যুত্থান,নুরহোসেনের গায়ে লেখা
গনতন্ত্র মুক্তি পাক,গাড়িতে আগুন,
ঝলসানো দেহ,দেখি নির্বাচনের খেলা!
দেখি দেশদ্রোহী,
একাত্তরের স্বাধীনতার বিপক্ষের গাড়িতে লজ্জিত পতাকা।
বীর শহীদেরা রক্ত দিয়ে প্রানের বিসর্জনে
দিয়েছ ভাষার অধিকার,দিয়েছ লাল সবুজের পতাকা।
দিয়েছে মুক্তি স্বাধীনতা।
যদিও পরাধীন বাবর আলী ,দেশান্তরী
রুটি রুজির সন্ধানে পড়ে থাকে স্বাধীন মানচিত্রের সীমানার বাইরে।
বাবর আলীর সালাম থাকবে, করবে আল্লাহর কাছে দোয়া।
ভাষা-স্বাধীনতা -স্বারভৌমত্বের শহীদের রুহ-পাক জান্নাতে শান্তি যেন পায়.
স্বাধীনতা না হয় রইলো ক্ষমতার শৃঙ্খলে বন্ধী ,এসেছিলোতো।
স্বাধীন মানচিত্র আছেতো,মায়ের ভাষায় কথা বলিতো !
ফুল দিতে যাবো না, বেয়াদব হবোনা শহীদ মিনারে।
সিঙ্গাপুর,৯-২-২০১৭ই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

তারেক ফাহিম বলেছেন: ভাল লাগল ভাই

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

অতঃপর হৃদয় বলেছেন: শহীদ মিনারে ফুল দিতে না গিয়ে বাসায় নামাজ পড়ে ভাষা শদীদদের জন্য দোয়া করলেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.