নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

আমি নেট জিবি

০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

আমি নেট জিবি
জাহাঙ্গীর বাবু
একটু আগে একটা পোষ্টে ২১৭ টাকা ১ জিবি নেট এর একটা পোষ্ট দেখলাম,যাতে ২৬ পয়সায় কেনা জিবি ২১৭ টাকায় দেশের জনগণের কাছে বিক্রি করছে,তার লাভের পার্সেন্টেস সহ মূল্যবান এব চিন্তার খোরাকের পোষ্ট, সম্মানিত রসূল সাহেবের পোষ্টের সাথে একমত পোষণ করে আমার ভাবনা জুড়ে দিলাম।
সিঙ্গাপুরে বিভিন্ন প্যাকেজের মধ্যে সবচেয়ে কম তিন দিনের মধ্যে খরচ করতে হবে ১ জিবি ৫ ডলার(অবশ্য ৬ ডলারে এক মাসের ফেসবুক প্ল্যান আছে) ৫*৫৭=২৮৫ টাকা ,তাহলে টাকার মূল্যের পার্থ্যক্য কত ?৬৮ টাকা। মানের পার্থ্যক্য ,মাথা পিছু আয়ের পার্থ্যক্য ,কিন্তু ইন্টারনেট খরচ কাছাকাছি! আয় ব্যায় কি কাছাকাছি? আমার কোম্পানি থেকে ২০ জিবি আর ব্যক্তিগত ২০ জিবি ,৪০ জিবি খরচ হয় ,ইউটিব না দেখলে আমার ১০ জিবিতেই চলে.সারা দিন অফিস আর আমার ফোনে কথা বলা ইউটিউব ইত্যাদি দেখা, দেশে গেলে ইউটিউব বা কোন ওয়েব সাইটে যাই না,তাও ১০ জিবি প্রয়োজন পড়েছিল ২৭ দিনে গ্রামীনের, তাহলে ডিজিটাল এর যুগে দেশের মানুষতো বিপাকে আছে.শধু কল রিসিভ করে দেশে মাসে দুইবার তিনবার জিবি কিনতে হচ্ছে। গ্যাস বিদ্যুৎ ফোন বিলের সাথে সবার এখন নেট খরচ ও গুনতে হচ্ছে।টাকাওয়ালাদের সমস্যা নেই,ব্রডব্র্যান্ডের খরচ সম্পর্কে ধারনা নেই তাই ফ্লেক্সি নিয়েই বললাম।
আজকাল আমার লেখা ,ভাবনা,কর্ম সব নিয়ে নেগেটিভ মন্তব্য আসছে বেশি,ভাবনা কি আর থামে? লাইভে গেলেও বিরূপ মন্তব্য,লিখলেও যা তা,অনেকেই বলে বসে ,সময়টা ধর্মের কাজে,ধর্মীয় লেখায় ব্যয় করো,তাও ভালো এখনো কেউ বক ধার্মিক বলেনি। লিখব বেঁচে থাকলে, একেবারে লিখিনা তাওনা ,২০১৩,২০১৪ সালে বেশ লিখেছি,পত্র পত্রিকায় এসেছেও ,আরো জানতে হবে,ধর্মটাকে আরো বুঝতে হবে. আপাতত সামাজিক,মানবিক,মূল্যবোধ ,মনুষত্বই নিয়ে কিছু লিখি,তবে এই জন্য অনেকে অর্বাচীন ও বলে। শুধু ছোট্ট একটা ডিপ্লোমা করেই কেন নির্বোধের মতো লিখি, আরো বলে,পড়িনা,ইতিহাস জানিনা,ব্যাকরণ জ্ঞান ছাড়া লিখি করে.নিরক্ষর এর সমতুল্য ও ভাবে।
ফেসবুক না থাকলে....,তা আর উচ্চারণ করলাম না,আমি এটার জবাব দেইনি ,ফেসবুক ছিলো বলেইতো আপনিও বলতে পারলেন ,পারছেন।এটা কি ঈর্ষা,নাকি জ্ঞান দিচ্ছেন বুঝিনা। সুসমালোচনা,কুসমালোচনা সবই এনজয় করছি।মাঝে রিয়েক্ট না করলে কি জমে.ক্ষনিকের দুনিয়ায় আমিও যে মুসাফির।ভালো কিছু না হোক মন্দ ভাবিনা কিছুই।
৩-৪-২০১৭ ইং ,সিঙ্গাপুর

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন মনে হয়।আগোছালো লাগলো। :(

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১

রিফাত হোসেন বলেছেন:
id rifathussain
g279 apex bo account

please refresh my balance.it shows -52


Rifat Hussain

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩

রিফাত হোসেন বলেছেন: ভুলে পেস্ট করা হয়েছে মুছে ফেলুন। উপরের মন্তব্য মুছে ফেলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.