নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

নড়াইল এক্সপ্রেস

০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭



নড়াইল এক্সপ্রেস

জাহাঙ্গীর বাবু

নড়াইল এক্সপ্রেস নাড়িয়ে দিলো
কোটি মানুষের হৃদয়
লাল সবুজের উড্ডীন পতাকা হাতে
ম্যাশ,মাশরাফি,নড়াইল এক্সপ্রেস এর জয় ।

কাটা,ছেড়া ,শরীর ,ভাঙা হাঁড়
থামাতে পারিনি ভালোবাসা দেশ মাতৃকার,
দেশের তরে দিয়েছে উজাড় করে শতভাগ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে
মাশরাফি বিন মর্তুজা উজ্জ্বল নাম।

ক্লীন ইমেজ ,ইস্পাত কঠিন কমিটমেন্ট
চোখে যার পজেটিভ ক্রিকেটের বাংলাদেশ
মানবতার তরে কাঁদে যার মন
মাশরাফি বিন মর্তুজা তার নাম.

নড়াইল নয় শুধু পুরো বাংলাদেশের গর্ব
দলনেতা ,ক্যাপ্টেনের মর্যাদা করে নিকো খর্ব
মানুষের হৃদয়ে বেঁচে থাকো মাশরাফি আজীবন
নড়াইল এক্সপ্রেস এর জয় গান ,বাংলার মান।

স্বপ্নে দেখি বিশ্ব কাপ ছুঁয়ে,স্বপ্ন নয় একদিন সত্যি হবে।
আশায় বুক বাঁধি ,আসবে মাশরাফির উত্তরসূরি ভুরি ভুরি
আসবে বিজয় ,উড়বে বাংলাদেশের পতাকা
টেকনাফ থেকে তেঁতুলিয়া ,জৈন্তা থেকে খাসিয়া
সারা বিশ্বের আনাচে কানাচে।

বাংলদেশের ক্রিকেট ট থাকবে, থাকবে তুমি
নড়াইল এক্সপ্রেস, সবার প্রিয় ম্যাশ,
মাশরাফি বিন মর্তুজা বাংলার নয়নের মনি ,
প্রবাস থেকে জানাই স্যালুট ,প্রিয় মাশরাফি।

সিঙ্গাপুর ,৭-৪-২০১৭ ইং

মন্তব্য ৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , খুব সুন্দর লিখেছেন ।
শ্রদ্ধা জানাই মাশরাফিকে ।
তাঁর তরে রইল অনেক শুভেচ্ছা ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

দরজার ওপাশে আমি বলেছেন: ভালো লিখছেন ব্রাদার

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২২

Al Rajbari বলেছেন: সুন্দর লেখনী, চলিয়ে যাও হে বীর,,
দোয়াকরি চিরকাল তোমার উচু থাকুক শীর।।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ, +++

৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৯

মানবী বলেছেন: মাশরাফির ছবির এই ভঙ্গীমা বরাবর রয়্যাল বেঙ্গল টাইগারের কথা মনে করিয়ে দেয়।
কটা চোখ আর সেই চোখের দেশ প্রেম, দেশের জন্য জয় ছিনিয়ে আনার দৃঢ় প্রত্যয়ের কারনেই হয়তো তাঁকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয়।

আশা করি আগামি আরো দুই তিনটি বিশ্বকাপে ফর্মে থেকে দুরন্ত খেলা উপহার দিয়ে যাবে বাংলাদেশের কিংবদন্তীর ক্যাপ্টেন মাশরাফি।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লিখেছেন, ভালো লাগলো মাশরাফির প্রতি গভীর ভালোবাসা দেখে।


মর্তুজার জন্য অভিনন্দন,
আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.