নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

প্রবাস এক আপদ কালীন ঠিকানা

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

প্রবাস এক আপদ কালীন ঠিকানা

জাহাঙ্গীর বাবু

প্রবাসের বুকে ঘামের কালিতে
হৃদয়ের কোরা কাগজে লিখি
অপাংতেয় শ্রম সাহিত্য।

রক্তের আঁকড়ে লিখি বেনামি চিঠি।
প্রিয় মানুষ হয় দূর বহুদূর ,
ভাগ্যের নির্মমতায়, শোষণে,
অশ্রুর নোনা জলে বুক ভাসাই



প্রবাসে নায্য মুজুরী যোগ্য কাজের দাবীর
বোবা কান্নায় ভূমিকম্প হৃয়ের গহীনে।
মিথ্যা থাকে না ,বানোয়াট থাকেনা ,
দিনলিপিতে , অভিবাসনে সাতকাহনে।

ফিরি আসি, থেকে যাই ,ফিরে আসতে হয় ,
মাতৃভূমির অভিশাপে !
প্রবাস হয়ে উঠে আপদ কালীন ঠিকানা !

বেমানান প্রবাসী জন্ম ভূমির রীতি রেওয়াজে,
কর্মহীন ,বেকার ,বেকারত্ব ,প্রেমহীন ,
অর্থহীন,অবিশ্বাসের জীবন ,প্রতারিত হওয়ার জীবন ,
তবুও মাতৃভূমি ডাকে স্বপ্নে ,অপেক্ষায় থাকে অপেক্ষা।

বিদায় বেলার কফিনে কত জানার ভাগ্যে জোটে
সেই মাটি,যে মাটির বুকে বেড়ে উঠেছিলো
স্বেচ্ছায় নির্বাসিত প্রবাসী।

সিঙ্গাপুর,৩১-৩-২০১৭ ইং

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৭

করুণাধারা বলেছেন:

প্রবাসীরা তাদের ঘাম আর অশ্রুর বিনিময়ে দেশে থাকা প্রিয়জনের জন্য সুখ কিনে দেন, তাদের ভাল রাখেন। এছাড়াও পরোক্ষভাবে দেশের মানুষের ভাল থাকাও প্রবাসীদের উপর নির্ভর করে। তার বিনিময়ে তারা দেশে পান বঞ্চনা, প্রবাসে যন্ত্রণা।

একদিন নিশ্চয় এ অবস্থার পরিবর্তন হবে। সুদিন আসবে।

আপনার, এবং সকল প্রবাসী ভাইদের জন্য শুভকামনা।

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগলো

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ফিরি আসি, থেকে যাই ,ফিরে আসতে হয় ,
মাতৃভূমির অভিশাপে !
প্রবাস হয়ে উঠে আপদ কালীন ঠিকানা !
আসলে মাতৃভূমির অভিশাপ নয়, অভিশাপ সিস্টেমের!!
দ্রুত দেশে স্থায়ী হউন আবার, শুভ কামনা, ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.