নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

কাজ,ভিসা,আই,পি,সেলারী ঠিক আছেতো?যাচাই করে বিদেশে আসুন।

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:১০

কাজ,ভিসা,আই,পি,সেলারী ঠিক আছেতো?যাচাই করে বিদেশে আসুন।
জাহাঙ্গীর বাবু
আমাকে অনেকে নানান কথা বলেন।আমি নাকি শ্রমিকদের কাজের কথা লিখে মান হানি করি।আসলে আমি চাই সচেতন করতে।বিদেশের ভুত মাথা থেকে ঝেড়ে ফেলে কষ্টে হলেও নিজ দেশে স্বাবলম্বী হতে।

নীল টুপি ডিগ্রী পাশ, রিগার,সিগন্যালম্যান,স্ক্যাফোল্ডার,সেফটি সুপারভাইজার,ওয়্যার্ক এট হাইট সুপার ভাইজার,স্কাফোল্ড সুপারভাইজার,সেফটি কোর্ডিনেটর সার্টিফিকেটধারী।সকালে টুল বক্স মিটিং থেকে পেপার ওয়ার্ক,পারমিট এমন কোন কাজ নেই করছেনা। দেশে বর্তমানে এই রকম ভুরি ভুরি সার্টিফিকেটধারী বিদেশ ফেরৎ বসে আছে বেকার প্রায় পয়ত্রিশ হাজার।শিপ ইয়ার্ড বন্ধ হচ্ছে,বিল্ডিং এর কাজ কমে যাচ্ছে।তার পরও নতুন আসতে চাচ্ছে। ট্রেনিং স্কুলে ভর্তি হতেই সাড়ে তিনলাখ টাকা এখানে আসা পর্যন্ত দশ বার লাখ বেতন দিনে আঠার ডলার ।মাসে সত্তর থেকে একশ ডলার বাসাভাড়া কেটে নেবে।কাগজে বেশী লেখা থাকবে সেলারীর অংক।লেভী এখন এগারশ । মার্কেট ডাউন ,অনেক কোম্পানী নিরুপায়। পুরাতন আসতে চাইলে লাগছে পাঁচ লাখ এর বেশী।পারমিট এগারো মাসের। যারা একবার আসে তাদের বার বার আসতে হচ্ছে।দেশে সেটেল হতে পারছেনা।


একজন শ্রমিকের সকাল সাড়ে চারটা থেকে রাত বারোটা গাড়ী,কাযে লেগে যায়।এখন আগের মতো নেই।প্রায় ইনবক্সে কিভাবে আসা যায়, জানতে চায়। পুরাতনরাও দেশে থেকে বলে যে কোন ভাবে যেতে হবে,নিয়ে যান।এসেই গন্ডগোল বেতন কম,হার্ড কাজ।টাকা ফেরর চাই। এটা এখন সেরাঙ্গুনের নিত্য ঘটনা। সাপ্লাই কোম্পানী ছাড়া ডিমান্ড ও থাকেনা। আগে যারা চার পাচ হাজার ডলার মাসে ইনকাম করতো এখন আঠারো ডলার এর কাজ করছে।দুই বছর তিন বছর দেশে ছিলো জমা জাতি বিনিয়োগ দেশে লুট হরিলুট। সিঙ্গাপুর আসতে নতুন পুরাতন সাবধান।মিনিষ্ট্রি অফ ম্যান পাওয়ার কাগজে কলমে আইন কানুনে বাস্তবেও স্বচ্ছ।কোম্পানী গুলিও তাদের ডকুমেন্টে পাকা। আপনি আমি ইচ্ছে করেই আসছি। জেনে শুনেই আসছি।আর এখানে এসে পরিবেশ নষ্ট করছি। ওই যে পাশের বাড়ির আবুলের ছেলে বাবুল বাড়ি করেছে,ব্যাবসা করছে, শুধু আমার ছেলে বেকার। আরে সবাই আবুল না বাবুল না,হাতের পাঁচ আংগুল এক সমান না। সবার ভাগ্য রেখা এক না।জোরাজুরি করে ভাগ্য ফেরেনা। বরং কষ্ট ডেকে আনা। আমার বাইশ বছর চাকরী জীবন আপনি গতকাল পাশ করে আমার সাথে তুলনা করা কি ঠিক। ক্লাসের সবাই কি ডাক্তার,ইঞ্জিনিয়ার হচ্ছে। বিদেশের লাগেজ গুলি দেখেই বিদেশে আসার চিন্তা করা কি ঠিক।না খেয়ে মরলে দেশে মরেন বাবার মায়ের কিংবা আপনার আসার জন্য আট দশ লাখ আর মুল্যবান সময় বাঁচবে।

আমরা নিজেরা নিজেদের কৃতদাস ভাবি।ভাবতে বাধ্য হচ্ছি।একটা ছেলে বিদেশে আসতে চাইলে লাখ লাখ হাওলাত দিচ্ছি।দেশে কিছু করতে এক টাকাও দিচ্ছিনা। দেশে থেকে জীবন থেকে শিখতে দিচ্ছিনা। বিদেশে কিছু লোক ভালো ও থাকে। পরিবার নিয়ে থাকে। খবর নিলে জানা যায় তার বিশাল কষ্টের ইতিহাস। যাক, বিদেশে আসবেন আসুন, শতকরা পঞ্চাশ ভাগ ভালো থাকলে বাকী পঞ্চাশের অবস্থা খারাপ।সেই খারাপে আপনার নাম থাকলে আপনি ভুক্ত ভুগি।ফেসবুকের হাসি মাখা ছবি,আলো ঝলমলে ব্যাকগ্রাউন্ডের ছবি দেখে বিদেশের শ্রমিক হবেন না। নোয়াখালি কবির হাটের একজন দেশে দুইটা দোকান উনি এসেছেন।এখন বলছেন প্রতিদিন কানে ধরছেন।আগামী মাসেই চলে যাবেন।ফাকে থেকে দশলাখ আর এক বছর বরবাদ। সাদা রস গোল্লার মতো ফেসবুক প্রফাইল দেশে তোলা ছবির এখন মুখ ঢেকে রাখেন
প্রবাসে ভালো আছেন যারা আছেন, যারা নেই কষ্টে আছেন।যারা আসবেন বুঝে শুনে,ভেবে চিনতে। বিনিয়োগ আর লভ্যাংশ ভেবে আসবেন।ভিসা মানে আই,পি হচ্ছে। রিজেক্ট হচ্ছে।টাকার অংক ও বাড়ছে। হাফ পেমেন্টের পর আই পি কেন্সেলের ব্যাবসাও চলছে।বার বার বলি,এক বার দেশ ছাড়ে যে,মাতৃভুমি তাহাকে পর করে।
অতএব ,এগার মাসের পারমিট,ষোল থেকে আঠার ডলার বেতন পার ডে, ৮/১০/১২ লাখ খরছ করে আসা, ইউ টার্ন হলে কমপক্ষে পাঁচ লাখ খরচ হচ্ছে। এটা চিকিৎসা ঘুরাঘুরির আসা নয়। ব্যাবসা, ঘুষ,রাজনিতির অর্থের শ্রাদ্ধ করা নয়।ভিটে,জমি,সুদের টাকা।বাবা মা ভাই আত্মীয় স্বজনের টাকা। কষ্ট দেহের। আসবেন, আসুন। কাজ,ভিসা,আই,পি,সেলারী ঠিক আছেতো? যাচাই করে বিদেশে আসুন।
সব কাজ করার মানসিকতা রাখুন।ভাগ্যের উপর ছেড়ে দিন।
বিদেশের মজা নিন।ইচ্ছা মতো গালি দিন আমাকে।
বিভিন্ন সভা,সেমিনার,পত্রিকা,ফেসবুক স্টেটাসে বলি,লিখি, আমি ভুল করেছি আপনার করবেন না।সে ভুল করেছে আপনি করবেন না।
সিঙ্গাপুর সত্যি একটি সুন্দর নিয়মের দেশ,শান্তির দেশ।এ দেশীয়দের জন্য,যাদের অনেক টাকা তাদের জন্য।শ্রমিকদের কিছু অংশ ভালো আছে। বাকী যারা জানে তারাই জানে।
সিঙ্গাপুর

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩৫

তারেক ফাহিম বলেছেন: দেশে থাকাবস্থায় মানুষ বুঝেও বুঝে না। আবুলের কথা বলাতে নোয়াখালী ভাষার একটি জোক মাথায় আসল। আবুলকে কেউ বলল যাবিনিরে আবুল ডুবাই, জবাবে আবুল বলে, অ্যাই জাইতান্নো ডুবাই, দেশের বদিল্লা খুবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.