নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

মনুষত্ব্যের সন্ধানে

১৯ শে মে, ২০১৭ দুপুর ১:৩৯

মনুষত্ব্যের সন্ধানে

জাহাঙ্গীর বাবু

পিঁপড়ে বিদ্যায় হেরে যাওয়া গাধা ,
প্রতিবাদী বহিরিন্দ্রীয় অনুভূতিহীন !
নেকড়ে পিশাচ, ছিন্ন ভিন্ন করে
খাবলে খাবলে খায় চিত্রল হরিণ !

বহ্নিমিত্র দূষণে কাবু ,আক্রান্ত সবুজ বাড়ী
স্বদেশে গণতন্ত্র! পলিটিক্সে পুলটিস ,
জনগণ পান করে নিত্য হেমলক
পিটপিট নেত্রে কাঁদে স্বাধীনতা ।

বহুড়ির বস্ত্র হরণ চর্চা নিত্য নৈমত্তিক ,
নালক কার্তুজে বিচারের পায়মানা ।
বিত্তের উচ্ছাস সামিয়ানা ,অনিরাপদ জীবনসত্ব
বিবেক বিসর্জন, স্বার্থ সিদ্ধিরপণ।

স্ত্রীহরণ,খুন,ধর্ষণে পুরুষার্র্থ পুরস্কার ,পুরুষোত্তম !
তঞ্চকের অধীনে রাজসিংহাসন !
নীতির,পুনরাবৃত্তি পৌন:পুনিক
মুদ্রার এ পিঠ ও পিঠ ধারাবাহিকতায়।

ওরা কতিপয় একটু কম নয়তো কিঞ্চিৎ বেশি,
মনুষ্য কর্তৃক অত্যাচারিত মানবকুল,
ধর্ষিত বিপন্ন মানব জীবন ,ধরণী,প্রকৃতি।
দিশেহারা বিশ্বাস ,ধর্মীয় অনভুতি।

মানবতা স্বমুখী,নয়তো বিলীন ,
দরিদ্রের উদ্বিগ্নতা,অস্থিরতা ,জীবন যুদ্ধে !
সৃষ্টির শুরু থেকে ক্রীড়ানক বদলায় ,
ধর্মাবতার ,পয়গম্বর এসেছে যুগে যুগে ।
আসমানী কিতাব ,ধর্ম গ্রন্থ পরিবর্তন হয়েছে
থেমে গেছে আল কুরআন সর্বশেষ।

জল্লাদ,অসুর, কাফের ,হায়েনা,হিটলার ,বিভীষণ
অত্যাচারী, অত্যাচার রয়েগেছে সৃষ্টির শুরু থেকে!
যত দিন থাকবে পৃথিবী থাকবে নষ্ট বিবেক।
শূন্য বিবেক শূন্যতায় নির্বাক ,উম্মাদ,কৌতুকের খোরাক।
অত্যাচারে,পাপাচারে ,আদল পাল্টেছে ,রং বৈচিত্র এসেছে
অচল কবি-কবিতা মনুষত্ব্যের সন্ধানে,
সচল কবি-কবিতা রাজসভার বিনোদনে ।

সিঙ্গাপুর,১৯-৫-২০১৭ ইং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:৫২

খালিদ১২২ বলেছেন:
মানবতা স্বমুখী,নয়তো বিলীন ,
দরিদ্রের উদ্বিগ্নতা,অস্থিরতা ,জীবন যুদ্ধে !
সৃষ্টির শুরু থেকে ক্রীড়ানক বদলায় ,
ধর্মাবতার ,পয়গম্বর এসেছে যুগে যুগে ।
আসমানী কিতাব ,ধর্ম গ্রন্থ পরিবর্তন হয়েছে
থেমে গেছে আল কুরআন সর্বশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.