নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ত্যাজ্য হবো

২০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৭

ত্যাজ্য হবো

জাহাঙ্গীর বাবু

আজব দুনিয়া,আজব ধ্যান ধারণা
আজব পরিকল্পনা,আজব ভাবনা
বললেই পারো আমার অস্তিত্ব
তোমার তোমাদের পছন্দ নয়।

কেন এই গুমোট অন্ধাকার রুদ্ধশ্বাসে
বেঁচে থাকার ভান,নিত্য অপমান
আঘাত কি বহিরাবরনেই দেয়
অন্তরের আঘাতেই যে কষ্ট হয়।

বললেই পারো, আমি তোমার,তোমাদের চক্ষু শুল
এসো শুলিতেই চড়াও,তবু ভালো থাকো
কেনো মানুষের দেয়া ঠুনকো বন্ধনের ডোরে বেঁধে রাখো,
প্রেমিক হতে পারিনি,স্বামী হতে পারিনি
ভাই হতে পারিনি,সন্তান হতে পারিনি
বোন হতে পারিনি,স্ত্রী হতে পারিনি,ভাবী হতে পারিনি,
মা হতে পারিনি,পিতা হতে পারিনি। বন্ধু হতে পারিনি।
দেশপ্রেমিক এ তো আরেক ভন্ডামী,ধার্মিক হলেই তো ধর্মান্ধ!
প্রত্যেকটা সম্পর্কের সুঁতোয় কি স্বার্থপরতা ছিলো আমার?

কিছু হওয়ার চেষ্টায় কিছুই হওয়া হলোনা
হয়েছি চক্ষু শুল,আমার ভালো কর্ম তোমাদের চক্ষু শুল,
মন্দ কর্ম চক্ষু শুল!
দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা,কৃতজ্ঞতা বোধ,
মানবতা সবই আজ তোমাদের কাছে হয়ে গেছে সাজানো নাটক।

দেশ প্রেম, দেশের কথা বললেই এক উপাধি,
ধর্মের কথা বললে অন্য উপাধি
যে যাই বলো, আমি শুধু মানুষ হতে চেয়েছিলাম,
সত্যের পক্ষে কলম ধরেছিলাম,সম্পর্কের কাছে নতজানু হয়েছিলাম,
তাতেই আমায় বয়কট করলে চরম হীনমন্যতায়,
সামনে না এসে গোপনে, স্পর্শ কাতর অনুভুতিতে আঘাত করলে
আঘাত করলে ভালোবাসার ফুলদানিতে,,
পাগলা ঘোড়ার মাটির নিচে পিষ্ট, তছনছ আমার ফুলের বাগিচা।

মানুষ হতে চাওয়া যদি হয় অপরাধ,রাখবোনা আর কোন রক্তের বন্ধন,
রাখবোনা মায়ার বাঁধন , ছিঁড়ে ফেলব স্নেহ, মমতার মায়া ডোর,
না না দেশদ্রোহী হবোনা, ধর্ম কে করবনা অধর্ম,
এ জায়গাটাতে মৃত্য, পরকাল এই বিশ্বাসটুকু আছে।

তোমরা ভালো থাকো, পরাজিত কবিতা নিয়ে
চলে যাব দূরে কোথাও?
ত্যাজ্য হবো পরিত্যাজ্য ভালোবাসার পৃথিবী থেকে,
ত্যাজ্য হবো সংসার থেকে, ত্যাজ্য হবো দেশ থেকে
ত্যাজ্য প্রেমিক,ত্যাজ্য স্বামী,ত্যাজ্য পিতা,ত্যাজ্য বন্ধু,
ত্যাজ্য ভাই,ত্যাজ্য স্ত্রী,ত্যাজ্য সন্তান,
ত্যাজ্য মাতা,ত্যাজ্য পিতা, ত্যাজ্য বন্ধু হবো।

অবিশ্বাস কুটিল মন মানসিকতা থেকে দূরে চলে যাবো,
ইচ্ছে ছিলো আগলে রাখার,সাথে থাকার, সবুজ বনানী, প্রকৃতি,
এক সাথে নীল আকাশ দেখার,শান্তির পায়রা উড়াবার।

কিন্তু ওরা আমায় ত্যাজ্য করলো,
না,না ওরা আমায় মুখ,, ঠোঁট,কন্ঠ আটাকাতে চেয়েছিলো,
ওরা আমার ভালোবাসার অপমান করছে প্ররিনিয়ত,
আমার আবেগ নিয়ে করে তামাসা
ওরা বিশ্বাসকে করেছে অবিশ্বাস,
সভ্য মোড়কে অসভ্যতাকে ঢেকে রাখে ওরা,
ঘরে বাইরে নিজেদের অপকর্ম আড়াল করতে ওরা দেখায় রক্ত চক্ষু।

অপরাধ ঢাকতে,মা,মাটি,দেশ,বিবেক,
মানবতা,মনুষত্ব্য ওরা রাখে ক্ষমতা,অর্থের পায়ের তলায়!
অর্থহীন,বিত্তহীন, অক্ষম ছিলাম কিন্তু ছদ্মবেশী ছিলামনা।

ভাবতে পারে কেউ কাপুরুষ, অশান্তি চাইনা,
থাকো তোমরা ষড়যন্ত্র নিয়ে।থাক স্বার্থ পরতা নিয়ে।
আমি ত্যাজ্য হবো এই পৃথিবী থেকে,আমি ত্যাজ্য হবো
পরিত্যাজ্য মনের মানুষ নামের কিছু প্রাণীর জীবন থেকে।
ত্যাজ্য হবো।ত্যাজ্য হবো।ত্যাজ্য হবো।

সিঙ্গাপুর,১০-৫-২০১৭ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.