নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

নেকাবী চাতুরী দর্শন

২৩ শে মে, ২০১৭ সকাল ৭:৫২

নেকাবী চাতুরী দর্শন

জাহাঙ্গীর বাবু


তোমার সাথে কেউ মানিয়ে নেবেনা,
তোমাকেই মানিয়ে নিতে হবে
যদি বেঁচে থাকতে চাও,
তোমাকেই মানিয়ে নিতে হবে ,
তোমার সাথে কেউ মানিয়ে নেবেনা।
কষ্টের ক্ষত গুলি ,কখনো হেসে ,কখনো কেশে ,
কখনো আঁচড়ে আঁচড়ে পঁচিয়ে দেবে
ভালোবাসার নির্দয় প্রলেপে !

হাতের পাঁচ আঙ্গুল অসমান ,
মানুষের মত ভিন্ন ,হরেক রকম মন,
মানসিকতা দিন বদলের পালায় , প্রতিফলন ,
লুকায়িত অসভ্যতামির বহিঃপ্রকাশ !
অপছন্দ ,তাও একই ঘরে ,
একই ছাদের তলায় ,একই চাঁদের জোছনায় ,
একই সূর্য্যের তাপে ,একই হাওয়ার দোলায়,
একই বৃষ্টির বারিধারায় আলিঙ্গন ,অবগাহন
নিত্য মনের ধর্ষণ,যন্ত্রণার আগুনে পুড়ে মরা
কি আজব, ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !

রক্তপাত ,গর্ভপাত ,খুন কখন কি হয়, কে জানে ?
এই শত্রু ,এই মিত্র ,এই মিত্র ,এই রক্ত শোষণ,
কাছে এসে ভালোবেসে
হাতে হাত রাখলেই স্বপ্ন দেখা আবার !
মিথ্যের ছলনায় মমতার পরশ পেলেই ,
আবার ,বারংবার নির্লজ্ব বেহায়ার নতুন শপথ !

শূন্যতা কি অনুভব ,নাকি অনুভূতি ?
কষ্ট কি প্রাপ্তি নাকি অনুভূতি ?
প্রেম কি মরীচিকা,
নাকি হৃদয়ের বাম পাশটায় থেকে থেকে কেঁপে উঠা
হিংসার আগুনে পুড়ে মরা ,হারানোর ভয় ,ঈর্ষা ,
বিশ্বাস-অবিশ্বাসের মায়া জালে
স্বার্থ সিদ্ধির কৌশল !
ভালোবাসায় কেন থাকে মিথ্যে ছলনা!
নিজের ষোল আনা !

আশ্চর্য্য হলেও সত্যি , অর্থের কাছে
মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ,
পিতার স্নেহ মমতা ,ত্যাগ পরাজিত ,
ভাতৃ ঋণ ,রক্তের শোধ -প্রতিশোধ ,
নারী,আয়,হিস্যা , বৈষম্য নির্ভর
এ সমাজে ভালো মানুষ হয়ে থাকা ,
এক নেকাবি চাতুরী ,
লোক দেখানো ,
সৃষ্টি কর্তার সাথে অমার্জনীয় প্রতারণা !

ঘর সংসার দেশ পৃথিবী টাকার গোলাম।
সৎ ,সতীত্ব ,সাধু শয়তানের গোলক ধাঁধায়।
কবির কবিতা এলোমেলো অন্তহীন ছুটে চলায় ,
মুখোশের আড়ালে ,বরাবর উত্তরহীন,
কে ,কি,কোথায় ,কিভাবে,কখন কেন ?

খাই ,খাই, নাই, নাই অত্যাচার, অত্যাচারীদের,শোষণ,
শোষিতের ,ধনী ,গরিব ,দরিদ্র ,বিত্তবান ,
মধ্যবিত্ত,নিন্ম বিত্ত , অভাগা দুর্ভাগা,ভাগ্যবান ,অজ্ঞান,জ্ঞানী,
আস্তিক,নাস্তিক ,পক্ষ,বিপক্ষের দৌড় ,ঝাঁপ,মিছিল !
নিঃশ্বাস এই বুঝি গেলো, ক্ষুদায় পিত্ত জ্বলে, দিন যায় মাস যায় ,
কাজের মুজুরি নাই তবু নির্বাক, প্রতিবাদহীন ,
কথা বললেই চাকরিটা যে যাবে ,
ন্যায্য কথায় প্রাণ যাবে,আপন জনের কি হবে ?
শূন্যতা,হাহাকারে কেঁপে উঠে বুক ,কৃতজ্ঞতায় ভীরু,
বেঁচে থাকার লোভে কাপুরুষ
,সত্য ন্যায়ের প্রতিবাদে শৃঙ্খলিত পুরুষ,
লজ্জিত,লাঞ্চিত নারী,
চাটুকারিতায় সম্মান ,সনদ ,সাময়িক প্রাপ্তি।

পালা বদলে মুদ্রার এ পিঠ,ও পিঠ গাধা,ঘোড়া সমান্তরাল
এক বার থু থু ,পরেই মুছে ফেলা,চেটে পুটে গিলে নেওয়া
কষ্টের ক্ষত গুলি ,কখনো হেসে ,কখনো কেশে ,
কখনো আঁচড়ে আঁচড়ে পঁচিয়ে দেবে ,
ভালোবাসার নির্দয় প্রলেপে !
কি আজব ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !
শান্তির নামে অশান্তি সৃষ্টি আর মানুষ নিধন !
নেকাবী চাতুরী দর্শন!

মানব জীবন ,মস্তিষ্কে ফরমালিন ,তাই বুঝি থমকে আছে বিবেক
দিগবিদ্বিক জ্ঞান শূন্য ,শূন্যতায় হাহাকার ,ক্ষণে ক্ষণে কেঁপে উঠে বুক
এই বুজি হারালাম সব,এই বুঝে গেলো প্রাণ ,যে টুকু ছিল ইজ্জ্বত
ইজ্জত কোন কালে ছিলো কি এই বাংলায় ,
এই ঘর ,সংসারে এই মাটির মায়ায়!
সন্দেহের বাতিকের কাছে,
লোভের বাতিকের কাছে ,লালসার বাতিকের কাছে
ঈর্ষা,প্রতিশোধ ,অহংকার ,ক্ষমতা দখল প্রতিহিংসা,শোষণ ,
আপন,আপন বাতিকের কাছে ,
বিধাতার বাতির আলো কি ম্রিয়মান !

প্রশ্ন নয় ,জিজ্ঞাসা নয় , খড় ,কুটো ধরে মিথ্যে বেঁচে থাকার প্রয়াস।
যা ছিল তা কি কোন কালে ছিল আমার ,
যা পেয়েছি তাই কি চেয়েছিলাম
বেঁচে থাকার আশায় , প্রতি ভোরে নিলাম হয় বিবেক বুদ্ধি ,মানব সত্বা,
আগামীর প্রত্যাশায়, প্রতি রাতে ধর্ষিত হয় বিবেক।
নির্ঘুম রাত ,অপুষ্টির খাবার , ক্ষুধার্তের আহাজারি ,নির্দয় প্রকৃতি
শিকারীর চোখে নিরীহ শিকার !তেলেসমাতি সভ্যতার অসভ্য অগ্রগতি
পার্সেল সংস্কৃতিতে ইতিহাস ঐতিহ্য বিলীন,আদিম উদ্যমতায় রমণীর মাংসল দেহ
ছিঁড়ে ছিঁড়ে খায় সভ্যতার কান্ডারী !

যুব সংগঠনে বুড়ো,বুড়োর দলের যুবকের লম্ফো ,
হাতিয়ারের কাছে নত মানবতা
শহরে শহরে চলিছে পয়মন্ত কাল ,
বেশ্যার দালালেরা পেয়ে গেছে হুরপরী দালালি
ক্ষমতার লোভে ব্যালট নয় পেশির এখন যৌবন কাল।
তন্ত্র মন্ত্র ,আজব যন্ত্র ,কোন দেবতা কিসে তুষ্ট ,চলছে ফর্মুলা
ঘটনা,ঘটনা,দুর্ঘটনা নাটকীয় জীবনে নিত্য নাটকের অবতারণা।

যান্ত্রিক জীবনের সকাল সন্ধ্যা ,
অনিশ্চয়তায়,কর্ম স্থল,পথ ঘাট ,যানবাহন,চলাচল
শিক্ষা জীবন,বেকারত্ব ,ভাগ্যের প্যারামিটারের
নিচের মানুষ নামের প্রাণীদের হাহুতাশ
ভাগ্যের প্যারামিটারের উপরের
মানুষ নামের প্রাণীদের আকাশচুম্বী অভিলাষ ,
ইহকাল পরকালের ঠিকাদার ,
জোতদার,আইয়াসির হকদারওরা কতিপয়।
দিনমুজুর,করি হুজুর,দেশে বিদেশে শ্রমিক শ্রম বেঁচি,
ধনীর দুয়ারে দাঁড়াইয়া দেহ দান করি !
কি আজব ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !


সিঙ্গাপুর ,২২-৫-২০১৭ ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ সকাল ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলি, খুবই গুরুত্বপূর্ণ সবদিক আলোচিত হয়েছে।

শুভকামনা আপনার জন্য।

২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.