নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

চিকন গুনিয়া

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০০

চিকন গুনিয়া

জাহাঙ্গীর বাবু

হায়রে দুনিয়া,
আইলো চিকন গুনিয়া
জ্বর মহাজ্বর, আজব খবর!

হাঁড়ে হাঁড়ে ব্যাথা,সারে না সহজে
গুনিয়ার কাছে,ডেঙ্গু পরাজিত যে,
এন্টিবায়োটিক খাবেনা বলে ডাক্তার
নাপা ট্যাবলে সাথে ওর স্যালাইন
পালাবে নাকি গুনিয়া জ্বর!

জ্বর যায়,সাপ্তাহ কাঁপিয়ে
সারেনা ব্যাথা, অসার দেহ,
বিছানায় কাতর মাস যায় ফুরিয়ে।

ডাকতার মোক্তার ধনী গরীব
চিকন গুনিয়া ছাড়ছেনা কাউকে
আজব জ্বর এলো বাংলায় বাপুরে
অভিশাপ নাকি পাপের ফল
চিকন গুনিয়ায় হারায় বুকের বল।

পরিস্কার রাখো চারপাশ
পানি জমানো যাবেনা
মশার বিস্তার ঠেকাতে হবে
বর্ষার জলে কি করে সম্ভব তবে?

রাস্তা ঘাট খুঁড়ে একাকার
জলাবদ্ধতা ঘন বসতি
ময়লা আবর্জনায় ভরপুর
নদী নালা খাল বিল রাক্ষসদের,
ভুমি দস্যুদের,জল দস্যুদের জবর দখলে!

মশা মাছি মহামারির স্বর্গ রাজ্য এই দেশ
স্বাধীন করেছে মানুষ, স্বাধীনতা ভোগ করে
কীট পতঙ্গ আর মানুষ নামের পশু!

পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ,
বলেছে ইসলাম,বলে অন্য ধর্ম।
মানে কে? মানি কে?
চিকন গুনিয়ার গুনে আমি, তুমি, সে।

প্রশ্ন আছে উত্তর নাই
আল্লাহ সবাইকে সুস্থ্য ভালো রাখুন।
আপাতত চিকন গুনিয়া থেকে রক্ষা চাই
মাফ চাই,দোয়াও চাই।

আদাবর,শেকের টেক,ঢাকা
আকাশ মেডিকেল হল
৮-৭-২০১৭ ইং

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্টের কাব্য ভাল লাগল :(

দেড় মাস আগে আমার হইছে

এখনো ব্যথা-ভিষন ব্যথা
চলাফেরা কাজ সব কিছুতেই অসুবিধা কষ্ট আল্লাহ মাফ করে দিন :(

২| ১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আজব জ্বর এলো বাংলায় বাপুরে
অভিশাপ নাকি পাপের ফল
চিকন গুনিয়ায় হারায় বুকের বল।



হুমম. এটা একটা রোগ হতেই পারে, পাপের ফল হতে যাবে কেন !!!! কুসংস্কার বিশ্বাস ..... :(

কবিতা সুন্দর হয়েছে +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.