নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

একজন আবু হাসান শাহরিয়ার অপমান করলেন কোটি প্রবাসীদের !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪


একজন আবু হাসান শাহরিয়ার অপমান করলেন কোটি প্রবাসীদের !

প্রবাসীরা নাকি জুতা পালিশ করতে গেছে বিদেশে! দেশের সরকার তথা মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ তিনি কোটি প্রবাসীর অপমানের যথাযথ বিচার করবেন কি ?
হঠাৎ করে বিদেশে কর্মরত কিংবা বিদেশে বসবাস কারীদের বিরুদ্ধে বা মানহানিকর কার্যক্রমে সোচ্চার হচ্ছে বিকৃত রুচির কিছু মানুষ।এরা হোক অশিক্ষিত,অর্ধশিক্ষিত কিংবা হাই প্রোফাইল তথাকথিত শিক্ষিত।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি স্টাটাসে প্রবাসীদের হেয় করে, জনাব এখন ভাইরাল ,পরিচিত মুক.কয়েকদিন পূর্বে একটি ভিডিও সাক্ষাৎকার তোলপাড় করেছিলো ফেসবুক ওয়ার্ল্ড,। এখন ,প্রবাসীরা নাকি জুতা পালিশ করতে গেছে বিদেশে! এখন এই শিরোনাম।আসলে বিষয়ডা কি?

আবু হাসান শাহরিয়ারকি মানসিক প্রতি বন্ধী ? মহোদয়কে কি পাগলে গারদে পাঠাতে হবে ,ভেবে দেখা দরকার।
তার প্রফাইল ঘুরে অনেকে স্ক্রীন শট দিচ্ছেন।তাতে যে অবস্থা তা খুবই ঘৃণাত্বক।
মনে পড়ল আমার একটি কবিতার মতো লেখা।
আমরা প্রবাসী
পথরের বুকে ফসল ফলাই
পানিতে জ্বালাই আগুন
মাথার ঘাম পায়ে ফেলিয়া
চাই এক চিলতে ফাগুন।
ফাগুন দেশের জন্যে,এই ফাগুন পরিবারের জন্যে।হ্যা,কোটি প্রবাসীর সন্মান।নিয়ে ব্যাঙ্গাতকস্টেটাস ,আবু হাসান শাহরিয়ার নামের বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি,এই দেশপ্রেমিকের স্ট্যাটাসে ক্ষুব্দ প্রবাসীরা।প্রবাসে কেউ সাময়িক ,কেউ স্থায়ী ভাবে বসবাস করে.স্থায়ীদের মোট আয়ের দশ,বিশ ক্ষেত্র বিশেষে পঞ্চাশ ভাগ দেশে আসছে।আর শ্রমিক শ্রেণীর সত্তর থেকে আশিভাগ রেমিটেন্স দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা করছে । বাংলাদেশ সরকার থেকে সাধারণ জনগণ সবাই জানেন ,অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের রেমিটেন্স। প্রতি মাসে ব্যাকিং গুলির হিসাব দেখলেই বোঝা যাবে কোন দেশ থেকে কত টাকা আসছে।নিজেদের ভিটে জমি বিক্রি করে বেকারত্বের বোঝা সইতে না পেরে গৃহ ত্যাগী ,সাময়িক ভাবে দেশ ত্যাগ করে এই দেশের যুবকেরা ,লাঞ্ছনা গঞ্জনা সয়ে,প্রিয় জন থেকে দূরে থেকে বৈদেশিক মুদ্রায় ভরে তোলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। রফতানি খাত থেকে বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে যদি তুলনা মূলক ভাবে মূল অর্থের যোগান আসে দ্বিতীয়টি হচ্ছে প্রবাসী রেমিটেন্স।সকালে ফেসবুক স্টাটাসে তীব্র প্রতিবাদ জানাই ,সেই প্রতিবাদে যা কমেন্টস এসেছে ,তাতে প্রবাসী এবং দেশি ভাই বোনেরা ব্যথিত এবং ক্ষুব্দ তা সহজে অনুমেয়।অন্যান্য ইস্যুর মতো এই বিষয়টি কয়েকদিন গরম রাখবে ফেসবুক।আবু হাসান শাহরিয়ার হীনমন্যতার মধ্যে দিয়ে সহজেই করে ফেলেছেন নিজেকে বিখ্যাত করার সেই কাজ ।
সকালের স্টেটাস ,
তীব্র প্রতিবাদ
আবু হাসান শাহরিয়ার বলেছে,
প্রবাসীরা নাকি জুতা পালিশ করতে গেছে বিদেশে!
সাবধান! আবু হাসান শাহরিয়ার, সাবধান!!!!
অতি জ্ঞানী অভিশাপ,বাংলা একাডেমী পুরস্কার কি কি উপাদান বিশিষ্ট প্রানীদের পুরস্কার দেয়, দেখে নিন।
প্রবাসীদের দেশ প্রেম,কষ্ট বেদনা নিয়ে তার স্ট্যাটাসে যে ভাবে কটাক্ষ করেছেন, তার সাজা ইহ জগতে না হলেও পরকালে হবে,ইনশাল্লাহ।
কোটি প্রবাসীর রেমিটেন্স নিয়ে রেমিটেন্স কারিগরদের মান হানী করেছেন একজন আবু হাসান শাহরিয়ার।
প্রবাসীদের পক্ষ থেকে তার জন্য ঘৃনা,ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানাই।
জাহাঙ্গীর বাবু
প্রবাসী
------------------------------------------------------------------------------
কয়েকটি কমেন্টস দেয়া হলো :
Monir Ahmod তিনি এখন সুর পাল্টেছেন
তবে এখনো ভুল স্বীকার করেনি।
আমরা তার থেকে এরকম কিছু প্রত্যাশা করি না

Anis Adnan Kallol সে সবসময়ই বহুরূপী শয়তান।

Md Abu Talib Khondoker পালিশকরা জুতা তার মুখে ়়়

Anis Adnan Kallol লোকটা একটা আপাদমস্তক বেয়াদব। নিজেকে অনেককিছু ভাবে। প্রমাণিত সত্যি।

Monir Ahmod তার মেয়ে অথই নীলিমা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পদার্থ বিজ্ঞানের শিক্ষক।
মেয়ে এবং মেয়ের জামাই দুই বছরের সফরে প্রবাসে এসেছেন, নিশ্চই জ্ঞানার্জনের জন্যই এসেছেন।
আমরা এটা বলতে চাই না যে
তার মেয়ে ও মেয়ের জামাই জুতোপালিশের কৌশল শিখতে এসেছেন।

Monir Ahmod প্রবাসিদের নিয়ে তার দুইটি পোস্টের জবাব আছে এখানে

https://m.facebook.com/story.php...
·
কবি আবু হাসান শাহরিয়ার-এর মন্তব্যে প্রবাসিরা মর্মাহত

শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক আবু হাসান শাহরিয়ার তার ফেসবুক আইডি থেকে দুইটি পোস্ট দিয়েছেন প্রবাসিদের নিয়ে, সেখানে প্রবাসিদের হেয় করায় প্রবাস থেকে দুঃখ প্রকাশ করছি।
তারমতো একজন গুণীজনের কাছে এরকম মন্তব্য প্রত্যাশিত নয়।
আমি তার কবিতা পছন্দ করি, কবিতার জন্য তিনি বাংলা সাহিত্য সংগঠন থেকে বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন। ভাষাজ্ঞান ও শব্দের উপরে তার আধিপত্য বরাবর আমাকে মুগ্ধ করেছে।
নবীন কবিদের নিয়ে তার ছন্দহীন পোস্ট গুলোও অনেক উদীয়মান কবির কল্যাণে আসে, আমার ধারণা।
যাইহোক শুধু এটুকু বলে রাখছি এজন্য যে, আমার বন্ধু তালিকার সবাই সাহিত্যপ্রেমী নয়, সুতরাং স্যারের এই পোস্ট দেখে অনেকেই তার অবস্থান বোঝার সময় নেবেন না।

মূলকথায় আসি
সম্ভবত গতকাল তিনি প্রবাসিদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন, পোস্টের স্ক্রিনশট নিচে দেয়া হলো।
এই পোস্টটি একজন আমার ইনবক্সে দিয়েছেন
তার ওয়ালে গিয়ে খুঁজে পাইনি। আজ তিনি দ্বিতীয় পোস্ট করেছেন প্রথম পোস্টের নতুন কিছু যোগ করে
সুতরাং আমি নিশ্চিত হলাম প্রথম পোস্টটি তিনিই দিয়েছেন হয়তো রিমোভ হয়ে গেছে।

প্রথম পোস্টে তিনি বলেছেন

১. রেমিটেন্সের গল্প কেন শুনাই
প্রশ্ন রেখেছেন।
২.দেশ ছেড়েছি যেহেতু জুতোপালিশ করে পয়সা কামাতেই, তবে দেশের জন্য কান্না কেন, এখানেও প্রশ্ন রেখেছেন।

দ্বিতীয় পোস্টে তিনি দাবি করেছেন
জুতোপালিশঅলা বলেছেন সেইসব প্রবাসিদের যারা দেশে ফেরার স্বপ্ন দেখেন না
এবং তারা গালিবাজ।
অর্থাৎ দাবি করতে চেয়েছেন তিনি সাধারণ প্রবাসিদের ব্যথা দিতে লিখেননি, যারা দেশে ফিরতে চায় এই পোস্টগুলো তাদের ব্যথা দিয়ে লেখা নয়।

আমি একজন সাধারণ গায়ে খেটে অর্থ উপার্জন করা প্রবাসী, আমি দেশে ফেরারও স্বপ্ন দেখি
স্পষ্টত বলছি আবু হাসান শাহরিয়ার স্যার আমার মতো
অতি সাধারণ প্রায় ১কোটি প্রবাসিকেই জুতোপলিশঅলা বলেছেন। তার ওয়ালের দ্বিতীয় পোস্টটিতে অনেকেই মন্তব্য কিরে দাবি করেছেন অজ্ঞতার অভাবেই অনেকে তার লেখার ভুল ব্যাখ্যা দিচ্ছে।

আমি তার ৩টি পয়েন্টের যুক্তিখণ্ডন করছি যে তিনি
এইকথা সাধারণ প্রবাসিদেরই বলেছেন।

১.রেমিটেন্স

যেই প্রবাসি দেশে ফেরার স্বপ্ন দেখেন না, সে দেশে রেমিটেন্স পাঠায় না
সুতরাং রেমিটেন্সের গল্প বলার কোন যুক্তি নেই তাদের।
সাধারণ প্রবাসিরা রেমিটেন্স পাঠায় সুতরাং এই খোঁচাটা আমাদেরকেই দেয়া হয়েছে,
জুতোপলিশঅলা আমাদেরই বলা হয়েছে।

নাম্বার ২.
দেশ ছেড়েছি যেহেতু জুতোপালিশ করে পয়সা কামাতেই, তবে দেশের জন্য কান্না কেন?
যারা দেশে ফেরার স্বপ্ন দেখেন না তাদের আবার দেশ নিয়ে মায়াকান্না হয়?
যারা দেশে ফেরার স্বপ্ন দেখেন না, তারা বাংলাদেশ নিয়ে ভাবেন না।
স্পষ্টত আমরা যারা দূরদেশে থেকে প্রিয়জন ও স্বদেশের শূন্যতার কথা ফেসবুকে প্রকাশ করি সেটা নিয়েই বিদ্রূপ করেছেন।
যারা স্থায়ীভাবে প্রবাসে থাকে তাদেরও প্রিয়জন সাথেই
থাকে, বাংলাদেশ শব্দটি কারও কারও পাসপোর্টেই সীমাবদ্ধ থাকে।

নাম্বার ৩.
প্রবাসিরা গালিবাজ
স্যারকে বলতে চাচ্ছি শুধু প্রবাসি নয় আপনার এই ছন্দহীন পোস্টগুলো কতিপয় লেখকের জন্য কল্যাণকর হলেও অনেক লেখকই ক্ষিপ্ত হয় এবং আপনার জন্য নোংরা ভাষা ব্যবহার করে আর তাদের অবস্থান শুধু প্রবাসেই নয় দেশেও বিদ্যমান। আপনার জন্য নোংরা ভাষা ব্যবহার করে কিছু ধার্মিকও কেননা ধর্মের স্পর্শকাতর বিষয় নিয়ে লিখেন, হেফাজত ইসলাম নিয়ে লিখেন।
আর আপনি যাদের গালিবাজ বলতে চাইছেন
তারা মোটেও এমন রুচির নয়
প্রবাসে স্থায়ী তারাই হতে চায় যারা শিক্ষিত, দক্ষ ও ভালোমানের কাজ করার যোগ্যতা রাখে।
সেই শ্রেনিটা অনেক সচেতন আপনাকে তারা গালিগালাজ করবে এটা অযৌক্তিক।
আমি অবশ্যই তাদের ভালোবাসি না, যারা দেশের খেয়ে, সরকারের পয়সায় ভর করে, পাসপোর্ট ব্যবহার করে বিদেশে এসে স্থায়ী হয়, কিন্তু দেশের কল্যাণে আসে না।
কিন্তু এই শ্রেণি আপনাকে গালিবাজ বলবে এমন মনে করি না, তাদের সাবলীল শব্দ ব্যবহার করাই স্বাভাবিক।
যদি বিশেষ কোন প্রবাসীকে উদ্দেশ্য করে পোস্ট দিয়ে থাকেন তবে বলবো আপনার অসচেতনতায় আমরা শুধুই ব্যথিত হলাম।

স্যার, পরিশেষে বলবো এমন পোস্ট আপনার কাছে কামনা করি না।
আপনাদের শাব্দিক পৃথিবীতে আমাদের মতো সাধারণ প্রবাসিদের অবস্থান অনেকটা রোহিঙ্গাদের মতোই।
আপনার প্রতিপক্ষ নয় ছাত্র হতে চাই।

আপনার দীর্ঘায়ু কামনায়
মনির আহমদ
সিঙ্গাপুর প্রবাসী

বিঃ দ্রঃ পাঠকের গঠনমূলক মতামত প্রত্যাশা করি

Rashedul Haque এ লোকটার সম্ব‌ন্ধে ক‌মেন্টে কিছু লিখ‌তেও গা ঘিন ঘিন কর‌ছে! নর্দমার কীট একটা!

Mostafizur Rahman এই অভদ্রলোক একজন বিকৃত চিন্তার মানুষ,একে কি ভাবে একাডেমি পুরুস্কার দেয় বুঝে আসেনা। তাঁর ওয়ালে একটা চক্কর দিয়ে আসুন দেখবেন মাথাটা কি ভাবে চক্কর দিয়ে উঠে।।যাক- আমি আপনার সাথে একমত এবং আমিও এর তীব্র প্রতিবাদ করছি।

Anis Adnan Kallol কবি নাকি এই শালা ভাই
পিশাচেরই থাবা,
সাধুসেজে ঘাপটি মেরে
আসল ভন্ডবাবা।
মাথার মধ্যে ইতরামি তোর
পোকা কিলবিল,
থুতু দাও এদের মুখে
বালের সৃজনশীল।

Morshed Alam Readoy শাহরিয়ারের বাংলা একাডেমি পদক কেড়ে নেওয়ার জন্য দাবী জানাাচ্ছি।
ওর মতো ছাগলকে এই সম্মানোনা দিয়ে সম্মানোনাকে কলঙ্কিত করা হয়েছে

M Mostakim Billah সে হয়তো জানেনা প্রবাসে জুতা পালিশ করার অপশন নেই,এদের মতো হাজারো বুদ্ধি প্রতিবন্ধী আছেন যারা প্রবাসীদের জুতাপালিশ করার জন্য সিরিয়াল ধরে দেশে বসে থাকেন,কেউ যদি তার ব্যক্তি সম্মান ধরে না রাখতে পারে তাকে সম্মান দিয়ে লাভ নেই,আমি আন্তরিক ভাবে দুঃখিত তাকে সম্মান করতে পারলাম না জেনে।

Md Mahbub Hasan রাম ছাগল একটা সে কবি হয় কি করে।

Safar Ali বিদেশি থেকে জুতা পালিশ করেও প্রবাসীরা দেশে আর্তনাদ মানবতার পাশে দাঁড়ায় ।আর শাহরিয়ারা হিংসা করে । কারন তাদের চেয়ে প্রবাসী দের মন অনেক বড় ।তাই মুখের ভাষা দিয়ে বিদেশী দের ছোট করছে ।

M Mostakim Billah এগুলো প্রবাসীদের উপার্জন
Rashed Ahmmed Rashed ১০০%

Sherali Sherbug ভাই সস্তায় নাম করার এর চেয়ে ভালো উপায় তার জানা নাই----

Mohammad Tofayel Hossain ওর জন্ম নিয়ে ও নিজেই সন্ধিহান। ওর বাবার পরিচয় নিয়েও ওর মাকে বিতর্কিত করেছে। দেখুন..

Syed Abdullah Al Hasan হ্যা, আর এদেশের বাবুরা সেই জুতাপালিশের ঘামে সিক্ত টাকা ছিনতাই করে ডাকাতি করে এদেশে বসে বসে। শালা গুনারামের দল, রেমিটেন্স অসম্মান করলে এদেশেই জুতা পালিশে লাগতে হবে। রেমিটেন্স বন্ধ হলে পাছা ধুয়ার জন্য পানিও পাবিনা, পাথরে ঘসাতে হবে পাছা। রেমিটেন্স মানে যদি বিদেশীদের জুতাপালিশ হয় আর তার দ্বারা যদি এই দেশের অর্থণীতির একটা চাকা চলে তাহলে তারে ফুটো করে দেয়ার জন্য এমন কাঁটাময় উদ্ভট প্রানীটাই হলো বেজন্মা। বিদেশ ভ্রমনে গিয়ে এই রেমিটেন্স ভিক্ষা করে দেশে নিয়ে আসে, এই রেমিটেন্স দেশে বসে ডাকাতি করে আবার বনেদি ঢেকুর তুলে বলে হাইকোর্ট দেখাও!!!! আরে হাইকোর্ট না, তোমাদের তো এমাজান দেখানো দরকার যেখানে বন্যেরা বনে সুন্দর প্রমান পাওয়া যায়।
রাস্তার কর নেয় কিন্তু রাস্তা নাই আর সেই রাস্তা এই রেমিটেন্স ডাকাতি করে নিজের অস্তিত্ব টিকিয়ে যারা সেই বিদেশীদের অপমান করে সে তো মৃত ঘসেটির জীবন্ত স্বামী।

Atm Akteruzzaman স্টুপিড একটা...।

সৈয়দ মীর নজরুল ইসলাম এই রাম ছাগল আবার কবি হয় কি করে, এর উপযুক্ত বিচার হওয়া দরকার। খতিয়ে দেখা দরকার কার ইন্থনে এই ছাগলে এ জাতীয় কথা বলে। ওরে বয়কট করা দরকার। এক বেজন্মার ঘরে বেজন্মা তসলিমারে যেমন বয়কট করেছে এ দেশবাসী সবে, ওরও বাংলা একাডেমী কতৃক প্রদেয় পদক ছিনিয়ে নেওয়া হোক, ও যোগ্যই নয় তার, সম্মান হানি হলে বুঝবে তবে। প্রবাসীরা আমার ভাই, ভাই মোদের সবার। তাদের শরীরপোষণ রক্ত ঘামে পাঠানো রেমিট্যান্সে উন্নয়নের চাকা ঘোরে, আর এই ছাগলে বলে কি এসব মাতালের ঘোরে

Jakir Hossain Srabon প্রকাশের অযোগ্য

Jakir Hossain Raju কাতার প্রভাসীর পক্ষ থেকে এর তীর্ব নিন্দা জানাচ্ছি।

MmPolash Mmpolash কোন ভাসায় গালি দেবোগো বাপু সেই ভাষাশৈল্পিক গ্যানটাও হারিয়ে ফেলেছি তোমার কথায়? আরে ঘাধা সেষ পর্যন্ত ফেছবুকে হিরোহতে তুইও এই কাম করলি। আমার বড়ো ইচ্ছা হচ্ছে তোকে সামনে এনে প্রবাসি কি বুঝায় দিতে ।

Md Shpun Wahid প্রকাশের অযোগ্য

Sherali Sherbug রাষ্ট্রে সব চেয়ে বড় পদক প্রাপ্ত একজন মানুষ, তারে লইয়া এতো কথা কওনের কাম কি ? হেয়তো অহন যা কইবো হেডাই দলিল হইবো হাজার হইলেও বাংলা একাডেমি পদক পাওয়া সম্মানি মানুষ।
আইজ যারা হের বিরুদ্ধে কথা কইতাছেন হেরা দেহি হের পাশে বইয়া সেলফি তুইলা ভাবেন জন্ম স্বার্থক হইছে।
পদকের ভার বইতে না পাইরা বেচারা না হয় দু'একটা কথা কইছে হেতা নিয়া ঘুম হারাম কইরা লাভ কি, হেতো আর শান্তিতে নোবেল পাওয়া সূচির মতো নির্বিচারে মুসলিম হত্যা করতাছে না। অবশ্য করলে আমার অমত নাই কারন বাংলা সাহিত্যে বাংলা একাডেমি পদক তাহার ঘরে, অহন তার জন্য সবই হালাল হইয়া গেছে (তিনি মনে করেন) অতএব এতো বড় সম্মানি লোকের বিরুদ্ধে আলোচনা সমালোচনা কইরা হের একটা পশমের ক্ষতি করা যাইবো না, বরং দুই দিন পর আপনারাই হেরে ফুলের মালা পরাইতে ব্যাস্ত হইবেন আর মোরা লজ্জা ঘৃণায় রুমালে বৃথা মুখ ঢাকার চেষ্টা করবো। জানি আমার এই কথা গুলি বড্ড তেতো মনে হচ্ছে কিন্ত কথা গুলি কি অস্বীকার করতে পারবেন .....?

Hari Pad · Friends with Asit Kumar Bangali
হেতে মনে হয় মাতাল,নয় হাগল,হেতে জানেনা বিদেশে শুধু মুখ্ রা আসেনা,আপনার থেকেও অনেক শিকখিতেরা আসে,মদ খাওয়া ছেড়ে দেন, আপনার পেন্টের পকেটে কি এটা,,বোতল নাকি।।

Komol Bithi Purnota আসলে অনেক শিক্ষিত মানুষ তো পুরষ্কার টুরস্খার পাইছে। কিন্তু ওর মা একজন হইলেয় বাবার ঠিক ছিল নাতো মানে অনেক বেশি পরিমানে বীজে ওনার জন্ম হওয়াতে ওনার মাথা গরম হয়ে গেছে। মাননীয় প্রধান মন্ত্রির কাছে আবেদন ওনাকে অতি শীগ্র কোন গারদ বা গোপন জায়গায় রাখা হোক,,, যেখানে পাগল বা মাথা নষ্ট শ্রেণীর লোকেরা থাকে।।

Mohiuddin Mohiuddin আসলেই ষাড়ের ( স্যার) মাথা ঠিক আছে। এই "উস্কানী " নামক বিষয়কে উপজীব্য করে বৃহত্তর প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে নিজেকে চিনিয়ে নেয়াই মুল শয়তানি।
Hashem Ali ওর জন্মের ভ্যাজাল আছে
----------------------------------------------------------------
প্রবাসীরা নাকি জুতা পালিশ করতে গেছে বিদেশে!
জাহাঙ্গীর বাবু
যত দিন বেঁচে থাকবেন,যত দিন বেঁচে থাকব তত দিন ঘৃনা করব।অথচ আমার মতো বাবর আলীর ঘৃনা করায় আবু হাসান শাহরিয়ারদের কিছু আসে যায় না।উনারা হোয়াইট কলার উচ্চ শিক্ষিত বনেদী জাতের মনুষত্ব্য হীন প্রানী।
নিজেকে লাইম লাইটে আনার জন্য নাকি কোন বিশেষ জাতি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন নাকি নিজেকে উচ্চ মার্গীয় দেশ প্রেমিক প্রমানে কোটি প্রবাসীকে হেয় করলেন,তীব্র প্রতিবাদ হচ্ছে,অনলাইন,ফেসবুকে।
আবু হাসান শাহরিয়ার বলেছে,
প্রবাসীরা নাকি জুতা পালিশ করতে গেছে বিদেশে! সাবধান! আবু হাসান শাহরিয়ার, সাবধান!!!! অতি জ্ঞানী অভিশাপ,বাংলা একাডেমী পুরস্কার কি কি উপাদান বিশিষ্ট প্রানীদের পুরস্কার দেয়। প্রবাসীদের দেশ প্রেম,কষ্ট বেদনা নিয়ে তার স্ট্যাটাসে যে ভাবে কটাক্ষ করেছেন, তার সাজা ইহ জগতে না হলেও পরকালে হবে,ইনশাল্লাহ। কোটি প্রবাসীর রেমিটেন্স নিয়ে রেমিটেন্স কারিগরদের মান হানী করেছেন একজন আবু হাসান শাহরিয়ার। প্রবাসীদের পক্ষ থেকে তার জন্য ঘৃনা,ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানাই।
আবু হাসান শাহরিয়ার মানসিক প্রতি বন্ধী কিনা,পাগলে গারদে পাঠানো হবে কিনা ভেবে দেখা দরকার।
তার প্রফাইল ঘুরে অনেকে স্ক্রীন শট দিচ্ছেন।তাতে যে অবস্থা তা খুবই ঘৃণাত্বক।
মনে পড়ল আমার একটি কবিতার মতো লেখা।
আমি শ্রমিক, এ আমার অহংকার
দারিদ্রতার সাথে বেসাতি আমার
চাই না করুনা ,চাই না দান খয়রাত
চাই ন্যায্য মুজুরী ,চাই অধিকার।
পথরের বুকে ফসল ফলাই
পানিতে জ্বালাই আগুন
মাথার ঘাম পায়ে ফেলিয়া
চাই এক চিলতে ফাগুন।
হ্যা,কোটি প্রবাসীর সন্মান।নিয়ে ব্যাঙ্গাতক,স্ট্যাটাসে ক্ষুব্দ প্রবাসীরা।
প্রবাসী
----------------------------------------------------------
বিকেলে আবার স্ট্যাটাস দিলে আবারো কমেন্টস হয় এ রকম:
M Mostakim Billah এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভাই,এরাই এজাতীর কলঙ্ক।

Monir Ahmod ভাই
তার বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।
খরচের বিষয়টা আমরা দেখবো
বাদী দরকার

সাদ্দাম ভুঁইয়া সজিব abu hasab shahrir প্রকাশের উপযুক্ত নয়

Mostafizur Rahman ছেড়ে দেয়া যাবেনা ঐ পাগলটারে, এখনিই বাঁধতে না পারলে আরো বিভিন্ন সাইডে কামড় মেরে বসবে।
আওয়াজ জায়গা মতো পৌছানোর ব্যবস্থা করতে বুদ্ধি বের করুন।
আমার স্ট্যাটাসটি বেশ কয়েক বার শেয়ার হয়েছে ,প্রবাসীরা বিভিন্ন আইডি হতে প্রতিবাদ জানাচ্ছেন স্টাটাসে,লাইক,শেয়ার ,কমেন্টসে।আর আবু হাসান শাহরিয়ার মজা পাচ্ছেন ,একর পর স্টাটাস দিয়ে যাচ্ছেন।
দেশের সরকার তথা মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ তিনি কোটি প্রবাসীর অপমানের যথাযথ বিচার করবেন কি ?
বিনীত
জাহাঙ্গীর বাবু
সাইট ইঞ্জিনিয়ার ,সিঙ্গাপুর
ফ্রিল্যান্স সংবাদ কর্মী।

Virus-free. http://www.avast.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: কারও অর্থহীন কথায় রাগ করবেন না, বা কারও বাজে কথায় কোন প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না।
প্রতিটা লোক যখন কোন বিষয়ে মন্তব্য করে, তখন তার জ্ঞান, অভিজ্ঞতা অনুসারেই সে করে।
যে ব্যক্তি এই মন্তব্য করেছে, খোঁজ নিয়ে দেখেন সে নিজে বা তার পিতা বা মামা-চাচা জুতা পালিশের কাজ করে।
অবশ্য আমি জুতা পালিশের কাজকে ছোট করে দেখি না।
সে যেহেতু জুতা পালিশওলাদের সাথে চলে, তাই বিদেশে কর্মরত হাজার হাজার ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইনজীবী, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসরদের দেখতে পায়না।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মলাসইলমুইনা বলেছেন: কবি আবু হাসান শাহরিয়ারের জন্য দু’টো লিমেরিক
(প্রবাসীদের সম্পর্কে তার বক্তব্য পরে ...)

এক
অবিনশ্বর নয় কিছু, সবই হারিয়ে যায়
ফুল ঝরে পরে যায়, পাতারা শীতের হাওয়ায় |
পাহাড় গায়
নুড়ি গড়ায়
ভূতলে, অতলে, জঙ্গলে, কে জানে হারায় কোথায়?

দুই
কাব্য লক্ষীর রাজ্য যেন আকাশ ছোয়া এক পাহাড়
সেই পাহাড় ভরা মণিমুক্তো ভাব আর ভালোবাসার |
ভালোবাসা হারিয়ে
কেউ পরে গড়িয়ে
সেই পাহাড় থেকে, যেমন আবু হাসান শাহরিয়ার |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.