নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

বিবস্ত্র গণতন্ত্র

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

বিবস্ত্র গণতন্ত্র

জাহাঙ্গীর বাবু

সাতাইশ নভেম্বর ,প্রতি বছর আসে
এখন নভেম্বর দুই হাজার সতের
যখন লিখছি তখন থেকে আরো কিছুক্ষন
থাকবে সম্মানের সাথে ,রাত বারোটা অবধি থাকছে।
যেমন তা এসেছিলো রাত বারোটায়।

কেন যে প্রাণ দিতে গেলে ডাক্তার।
গণতন্ত্র বেশ আছে।
স্বৈরাচারের সাথে এখন গণতন্ত্রের মেলবন্ধন।
স্বৈরাচারের,গণতন্ত্রের যুগল পথ চলা।

বোকা মিলন,বোকা নূর মোহাম্মদেরা!
যেমন ছিলো রণাঙ্গনের সম্মুখ মুক্তিযোদ্ধারা।
আসেতো দিবসগুলো। লিখিতো। বলিতো। স্মরণ করিতো।
এখনতো ফুল ভিডিওলাইজড। টকশো তো ফাটাফাটি।
বক্তৃতা জব্বর।বিনোদন সমেত।মিথ্যার বলিষ্ঠ লোচন।

তোমরা মরে যাও। কাগুজে শাহিদ হও।
ক্ষমতায় বসে ওরা। গণতন্ত্রের পিন্ডি চটকায়।
পুষ্পার্ঘ,ফুলের শ্রদ্ধাঞ্জলি শেষে ,
পায়ে মাড়ানো স্বভাব ওদের।

নিজ দলের ,নিজ ফোরামের না হলে
যত বড় ত্যাগী হোক না কেন ,
কপালে কলংকের তিলক,নয়তো নীরব!

মরে কারা। মরে কে ?
নেতা কে ?নেতৃত্ব দেয় কে?
ক্ষমতায় বসায় কে? ক্ষমতায় বসে কে?

ফেসবুক না থাকলে এই প্রবাসী বাবর আলী
ও জানতো না আজ সাতাইশ নভেম্বর ,
গণতন্ত্রের জন্য এ দিনে জীবন দিয়েছিলো কেউ ?

কি দরকার ছিলো
সে দিন মিছিলের সময় বের হবার।
বেঁচে থাকলে কত বড় নেতা হতে কে জানে ?
আর না হয় রোগী দেখতে ,ভিজিট নিতে।
আরো গাড়ি বাড়ি ধন সম্পদ ,জয়ধ্বনি ,
তাবেদারী করতে কারো।স্লোগান দিতে।
আমার ভাই তোমার ভাই ,অমুক ভাই তমুক ভাই!

এখন তোমায় স্মরণ করি এক দিন.
যে গণতন্ত্রের জন্য জীবন দিলে ,
সে গণতন্ত্রের ধর্ষণ,বলৎকারের জয়ল্লাস এখন.
আমি,তুমি ,সে আমরা,তোমরা,তাহারা
গণতন্ত্রের চাষ করি আপন খেয়ালে।

পিন্ডি চটকাই ,সকাল সন্ধ্যা,রাত বিরাতে।
ভালো আছে গণতন্ত্র !
আধুনিক,সুশীল,সভ্য সমাজে অনেক ভালো আছে!
ভালো আছে তো !আছে না!

কষ্টে আছে শুধু তোমাদের আত্মা।
তোমাদের রেখে যাওয়া রক্তের উত্তর সুরী।
বিপন্ন গনতন্ত্র উদ্ধার করতে মিলনদের প্রয়োজন।
যদি গণতন্ত্র বিবস্র হয় যুগে যুগে।
বিবস্ত্র গণতন্ত্র !
বিবস্ত্র কলম.বিবস্ত্র বিবেক।
তাবেদারী ,বেঁচেথাকার জন্য নির্লজ্ব বেঁচে থাকা !

২৭-১১-২০১৭ ইং ,সিঙ্গাপুর
A tribute to dr.milon who sacrifice his life for democracy
Nude democracy
Jahangir babu
November Twenty seven, back every year, today is same,
Now Two thousand seventeen, its November,
When I am writing, from now the day will stay little bit more with respect.
Will be stay till twelve o'clock night, as it comes last night in twelve o'clock.
Why you went to die, doctor, There is a lot of democracy.
Democracy is now in line with autocracy! Autocracy, democracy walks parallel!
Full milon, nur mohammad and others, Like the freedom fighters of the seventy-one,
Who fought face to face with enemies in 1971, these days are come in every year.
We write for them, we give speech for them; we bring tears for them, we remember them.
Now a day’s everything full video, TV talk shows, woo, loudly,
Exponentially, sometimes rude and nude.
Speech extraordinary, Including Entertainment. Strong words of falsehood
You die, you martyred on paper, They are sitting in power.
They have heard the lies of democracy,
It’s their habit, habits power; they destroy the flowers
And flowers of tribute, after show of crocodile tears.
If not from own team, own forum, whatever the big sacrifice,
No matter, opposite will prize by black marks on forehead or keep silent.
Whose ware dead, who is dead and who is the leader, who gives leadership?
Who brings in power? Who seat in power? If not in Face book,
Then this expatriate Babar Ali won't know, cannot remember
Today November twenty-seven, Someone gave life for democracy
on this day 1987? he is doctor millon.
What was needed the day of the procession that day people came out!
For democracy! For whom! If dr.milon alive, who knows, how big leader he will?
But matter is which party or group he belong.
What is his consciousness, what is his belief on?
If not a leader, see the patient or take money,
More vehicles, homes treasure, wealth become rich and rich,
Involved in corruption like as our many so called patriotic leaders.
Oil spills for someone, giving slogan for someone, oh my brother, oh my brother!
But you sacrifice you life for democracy, why? For political players!
Now we remember you one day. You were murdered by autocracy for democracy,
You sacrifice your life, now that democracy is raped by power,
Either internal or external.
I, you, he, she, we, you, they, cultivate democracy in own way and by own law.
All times telling Lie, making policy on democracy,
Democracy is good. Democracy is much better in
Modern, civil, civilized society! Good or good!
Only your soul is in trouble. Your blood related, your well-wisher,
Your neighbor in trouble, we need someone like milon,
to bring back the lost democracy.
Although democracy is nude by the greedier years by years.
Nude democracy,
Nude pen, Unclaimed, nude Conscience.
Absolutely living for the absurd, shameless living!
27-11-2017
Singapore

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

করুণাধারা বলেছেন: জাহাঙ্গীর বাবু, ভাল লিখেছেন। এই ছবি পেলেন কোথায়?

মাঝে মাঝে আমিও ভাবি, তরুণ বয়সে নিজের জীবন দান করলেন, আমাদের কতটুকু লাভ হল জানি না,স্বৈরাচারের কোন ক্ষতি হলনা। ক্ষতি হল পাঁচ বছরের মেয়েটার- বাবার ভালবাসা চিরতরে হারাল!

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

আবু তালেব শেখ বলেছেন: সংবিধান মেনে চলছি আমরা। জনগনের ইচ্ছায় আমরা চলি না। জগগন আবার কে? এখন আর জনগনের দরকার নেই কারন ভোট সিস্টেম ইতিহাসের পাতায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.