নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

একটি পরকীয়া এখন জেলে

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

একটি পরকীয়া এখন জেলে
ছবি গুগল

জাহাঙ্গীর বাবু

কিসের অভাব ছিল মায়ার।জানা যায়নি।শাড়ি গহনা ,সংসার সবই ছিল তার।
কোল জুড়ে একে একে দুটি সন্তান।স্বামীটাও ছিল কাছে।
বাপের বাড়ি জমজমাট,শ্বশুর বাড়ি মন্দ নয়.
শরীরের উম্মাদনায় কি পরকীয়া হয় ?
জানা যায়নি। এখনো ময় কেনো ছেড়ে গেলো সংসার
উত্তরের খোঁজে বাবর আলী পেরেশান।

ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়া চাড়া ঠিক নয়.
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হলে
কি আর করা যায় ! কত জন্যে কত ভাবে খিস্তি খেউর।
জানা যায় নি কেন, সে সাজানো সংসার ছাড়া মায়াবিনী মায়া ।

প্রবাসীর বৌয়েরা কেউ কেউ খালি হাতে ,
কেউ যা আছে তা নিয়ে যায় সাথে।
সেটা অকাট্য ভাবে বলা যায় যৌবনের ছিল তাড়া।

দেশে স্বামী, সাথে প্রিয়ার প্রিয়া
তাও সংসার রেখে পালিয়ে যাওয়া। কেন?
মেটাতে পারেনা কি যৌবনের জ্বালা।

তাহলে দুটি সন্তান এলো যে,
কি?সন্তান হতে লাগেনা পাগলা ঘোড়া!
শুধু কি তাই ,ননদ যা শ্বশুর শাশুড়ির জ্বালা !

হতে পারে ,তাই বলে পালিয়ে যাবে।
কি জাদু আছে পর পুরুষ, আর পর নারীর মাঝে।
বিয়ের পরেও প্রেমে মজে !

বিয়েতেই ছিল বুঝি গন্ডগোল।মায়া ছিলো অন্য কোথাও!
বিয়ের পূর্বে জানালেই পারতো ,অমতে হয়ে ছিলো বিয়ে,
তাই প্রতিশোধ নিলো কার উপর পালিয়ে গিয়ে।

স্বামী সময় দিতো না।
হতে পারে ,পরকীয়ায় প্রচুর সময় দিতে পারে।
শরীরের তাড়া নয়,কানের সুখ ,প্রেমে অসুখ।

মিথ্যে স্বপ্ন দেখা,প্রেম মানে না জাত ,ধর্ম ,
পরকীয়া নির্ঘাত কুকর্ম।
আপোষে নিয়ে নাও তালাক।ল্যাটা চুকে যাক।

কি লাভ হলো ,মোহে মায়া অন্যের হাত ধরে চলে গেলো।
পুলিশ যখন ধরলো ,প্রেমিক ব্যাটা পালিয়ে গেলো।
সিনা টান করে সামনে দাঁড়িয়ে যদি,হাতে রেখে হাত এক সাথে জেলে যেতো ,
তা হলেও না হয় প্রেম ছিলো বলা যেতো।

কি হবে সন্তানের ভবিষ্যৎ,কি হবে বাকি জীবনের,
এই ক্ষতি নয় পূরণের।চার দিকে ছিঃ ছিঃ ,লজ্জা আর লজ্জা,
স্বামীর লজ্জা,সন্তানের লজ্জা আজীবনের।
কি হবে মায়ার মায়াবী নয়নের।

অশ্রু কিনে নিলো ,কিনে নিলো নির্ঘুম শয্যা। লজ্জা লজ্জা,।
পরকীয়া প্রেম নয় ,সত্যি,বিয়ের পরে স্বামী স্ত্রীর প্রেম সত্যায়িত প্রেম।
বিধাতার সৃষ্ট নিয়মে বিয়ে ,যদি না হয় আপোষ ,
না হয় সমঝোতা, তালাক রেখেছে ধর্ম ,রাষ্ট্র রেখেছে ডিভোর্স।

ভুলে গেলে কেমনে মায়াগর্ভের সন্তান ,
গর্ভের নাড়িছেঁড়া ধন করলে কোরবান পরকীয়ার কারণ!
কোন মোহ মায়ায় ছেড়ে গেলে সংসার।
ফিরিয়ে কি নেবে তোমায় জগৎ সংসার ?

কি করে দেখাবে এই মুখ সন্তানেরে ,
পরকীয়া প্রেম নয়, পরকীয়া অভিশাপ,পরকীয়া দুর্নাম
তাই পরকীয়া এখন জেলে।
বাবর আলীরে পেরেশান করে দিলে!

মা-বাবা ক্ষমা করো ,কষ্ট যেন না হয় পরকীয়ার কারণে
সন্তানের মাথার উপর থেকে আর কোন সন্তানের মায়ার ছায়া ,
বাবর আদর আর যেন না চলে যায় ,আর যেন কোন স্বামীকে লজ্জিত হতে হয়,
আর যেন কোন নারীকে জেলে যেতে হয়।

৩০-১১-২০১৭ইং
সিঙ্গাপুর

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হায় রে পরকিয়া। মানুষ শুদ্ধ হ্ও শুদ্ধ থাকো

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নতুন বলেছেন: পরকিয়ার শুরুটা হয় সম্পকের মাঝে দুরত্ব থেকে...

স্বামী-স্ত্রীর মাঝে যখন দুরত্ব তৌরি হয় তখনই কেবল অন্য কেউ দুজনের মাঝে আসতে পারে।

স্বামী/স্ত্রী যদি একে অপরকে ভালো বাসে তবে পরকিয়া শুরুর কোন কারন থাকেনা।

শারীরিক চাহিদা অবশ্যই মেটাতে হবে... নতুবা সেই ফ্রাস্টেসন থেকে অনেকেই পরকিয়া শুরু করতে পারে.... বিষয়টা নিজের অজান্তেই অতৃপ্তি মেটানোর জন্য অন্যর কাছে মানুষ চলে যায়।

স্বামী.স্ত্রীর দুজনই এই পরকিয়া রোগের মুল কারন... কিন্তু সবচেয়ে বেশি কস্ট পায় ঐ পরিবারের সন্তানরা... :(

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

শাহিন বিন রফিক বলেছেন: সেই ছবিটি খুবই ভাইরাল।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: জি ঠিক বলছেন

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২

রফিকুলইসলাম বলেছেন: কবিতাই হতে পারে সমাজের দর্পন। কবি রা তার করিগর। ধন্যবাদ এমন সুন্দর একটা কবিতার জন্য। আজ সকালে আমরা দুজন মিলে কবিতাটি পড়লাম। গত ৭ বছরের দাম্পত্য জিবনের জন্য আল্লাহর শুকরিয়া,বাকি জিবনের জন্য আল্লাহর রহমত কামনা করে সাবধান হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.