নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা, পুরস্কৃত গন,শুভ কামানা বাংলা একাডেমী।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

শুভেচ্ছা, পুরস্কৃত গন,শুভ কামানা বাংলা একাডেমী।

জাহাঙ্গীর বাবু

যোগ্যদের সন্মাননা জীবতকালেই প্রাপ্য।পরকালের প্রাপ্তি হাস্যকর।কবি হিসাবে বাংলা একাডেমী থেকে পুরস্কার প্রাপ্তগন ফেসবুকে পরিচিত না হতে পারেন। নিশ্চই তাদের সরকারী পদবী কিংবা ক্ষমতা ঘনিষ্ঠ হওয়ার কারনে পুরস্কৃত করা হয়নি।তাদের অবশ্যই শত, সহস্রাধিক কাব্য গ্রন্থ রয়েছে।রয়েছে বাংলায় উচ্চ ডিগ্রী। জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে অগনিত।

পুরস্কার যোগ্য বলেই পুরস্কৃত হয়েছেন।তাদের সাধুবাদ,শুভেচ্ছা জানাতে কার্পন্য করে কি লাভ?
যদিও অনেকেই অনেক কথা বলছেন।কে কি বললো তাতে কি আসে যায়,গনতন্ত্র,সংবিধান,নির্বাচন নিয়ে কত কথাই হয়। ক্ষমতার পাল্লা ভারী থাকে স্বাধীন দেশে,এমনকি পরাধীন দেশেও।

চামচামী, চাটুকারী ছিলো যুগে,যুগে।থাকবে।মন্দ আর ভালো বহে সমান্তরাল।রেললাইনের মতো।যোগ্যরাই বাংলা একাডেমীর পুরস্কার পেয়েছেন। বিশ্বাস করাই মঙ্গল। যারা পাবার পেয়ে গেছেন।আগামীতেও পাবেন।যারা পায়না,পাইনা, একটু হিংসা করি আর কি? বই, এখনতো নিজেরাই প্রকাশ করতে হয়।এই বই থাকেলেও কষ্ট, না থাকলেও কষ্ট!

বাংলাডেমী,কিংবা প্রকাশক কি, যার তার বই প্রকাশ করবে। হাতে গোনাদের মাঝেই সাফল্য সীমাবদ্ধ। হঠাৎ,পুরস্কারে কেউ এসে গেছে অনাকাঙখীত ভাবে, তাই দু চার দিন একটু ফিসফাস।

শুভেচ্ছা, পুরস্কৃত গন।শুভ কামানা বাংলা একাডেমী। যোগ্যদের সন্মাননা জীবতকালেই প্রাপ্য।পরকালের প্রাপ্তি হাস্যকর।

আমারা আছি অনলাইন পত্রিকা ফেসবুকে।এখানে প্রতিদিন,প্রতি সাপ্তাহে সন্মাননা দেয়া হয়। কবিতা,পড়েই যাচাই করেই দেয়া হয়! এখানেও কিন্তু এলার্জিক জ্ঞানীরা আছেন।ফেসবুকে থেকেই ফেসবুকিদের সমালোচনা করেন।


সিঙ্গাপুর প্রবাসী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

কিরমানী লিটন বলেছেন: বাস্তবতার অন্ধ আড়ালটুকু তুলে এনে সত্যের মুখোমুখি করেছেন- চমৎকার।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.