নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালীর সেনবাগ হাসপাতাল এক জন ডা:গোলাম আযম ও সচেতন সেনবাগবাসী

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

নোয়াখালীর সেনবাগ হাসপাতাল এক জন ডা:গোলাম আযম ও সচেতন সেনবাগবাসী

জাহাঙ্গীর বাবু

ফেসবুক পত্রিকা ইন্টারনেট খুললেই নেতিবাচক সংবাদ।খুন,হত্যা,ধর্ষন,প্রতিবাদ,মিছিল,অসন্তোষের অনল মিডিয়া জুড়ে। ফেসবুকের খোলা খাতায় বিভৎস খুন, সচিত্র ধর্ষিত লাশ বেশুমার ভিডিও।

প্রশাসন নিয়ে জনগনের চোখে মুখে বিরক্তির ছাপ।সে সময় এপ্রিল ২০১৮ ইং প্রথম সাপ্তাহ জুড়ে সেনবাগ,নোয়াখালী এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারকারীদের অভিন্ন প্রতিবাদ।

প্রোফাইল পোষ্ট,গ্রুপ,সংগঠন পোষ্টে একটাই ছবি দেখা গেছে। সাথে সরকারের কাছে আবেদন,কমেন্টেসে অভিন্ন চাওয়া।ছবিটি সেনবাগ সরকারী হাসপাতালের ডাক্তার গোলাম আযম সাহেবের।সরকারের কাছে অনুরোধ ছিলো তার বদলী আদেশ যেন স্থগিত করা হয়।

সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী,জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও দৈনিক জাতীয় নিশান পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ ডা: গোলাম আজমের বদলির আদেশ স্থগিত করেছে।এখন ডাক্তার গোলাম আজম সেনবাগ সরকারি হাসপাতালর আগের মতো রোগী দেখবেন।

সেনবাগে মানুষের হৃদযের কথা বুঝার জন্য স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় এম পি মোরশেদ আলম সাহেব এবং সেনবাগের উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। শুভ কামনা রইল ডাক্তার গোলাম আজমের জন্য।

কিছুদিন পুর্বেও যেখানে ত্রিশ জন ডাক্তারের স্থলে পাঁচ জন ডাক্তার নিয়ে সেনবাগ হাসপাতাল চলার সংবাদ এসেছে মানব জমিন সহ বিভিন্ন পত্রিকায়,(এখনো একই অবস্থা বিরাজমান)এখনো হাসপাতালের পরিবেশ,যন্ত্রপাতি,চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ এলাকা বাসীর,জনপ্রতিনিধি থেকে ক্ষমতাসীন ব্যাক্তি বর্গের উপর নাখোশ সেনবাগের জনগন। সেখানে একজন ডাক্তারের জন্য দল মত নির্বিশেষে এই ভালোবাসার বহি:প্রকাশ শুধু একজন নিবেদিত প্রাণ ডাক্তারের নয়, সমগ্র ডাক্তারদের জন্য শিক্ষনীয় এবং উদাহরণ।তেমনি সরকারের স্বাস্থ্যসেবার জন্য অনন্য দৃষ্টান্ত।

সেনবাগ প্রেসক্লাব সভাপতি ইত্তেফাক প্রতিনিধি খোরশেদ আলম ,সাধারণ সম্পাদক মানব জমিন প্রতিনিধি এম এ আউয়াল,সাংবাদিক হারুন, অন্যান্য সাংবাদিক বৃন্দ,সেনবাগ পাঠাগার,সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের স্টেটাস,আন্দোলনের প্রস্তুতি ছিলো,ডাক্তার আযমকে সেনাবগে রাখার জন্য।

আমি ছুটিতে থাকা কালীন কয়েকটি সংবাদ করেছিলাম সেনবাগ হাসপাতালের দুরাবস্থা নিয়ে।পরিবেশ,সেবা, সুবিধা আজো তথৈবচ।

ডাক্তার আযম সেনাবগে যে জন প্রিয়তা পেয়েছেন,সেবার বিনিময়ে তা আশাকরি অক্ষুন্ন রাখবেন।মানুষ বেঁচে থাকে তার কর্মে।তিনিও কৃতজ্ঞ থাকবেন সেনবাগবাসীর কাছে এই প্রত্যাশা,এ আমার বিশ্বাস। মুদ্রার দু পিঠ আমরা জানি।বাংলাদেশীরা যেমন প্রতিবাদ করতে জানে, তেমনি ভালোবাসতেও জানে।শুভকামনা ডাক্তার গোলাম আযম।ধন্যবাদ সচেতন সেনবাগ বাসী।
সিঙ্গাপুর থেকে
৬-৪-২০১৮ ইং

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

রোকনুজ্জামান খান বলেছেন: লিখা গুলি পড়ে কিছুই বুঝলাম না ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬

তারেক ফাহিম বলেছেন: ছুটিতে কয় মাস ছিলেন বাড়ীতে?

ডাঃ গোলাম আযম সম্পর্কে কতটুকু জানেন?

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দোয়া করি ডাক্তার আযম অর্তমানবতার সেবায় আরো এগিয়ে যাক। ডাক্তার আযমের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাদা মনের মানুষেরা ভাল থাকুক।

জাফর, গোলাম আযম নামগুলোর প্রতি আমার ফোবিয়া আছে!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.