নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের দেশে গার্লফ্রেন্ড থেরাপী

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নের দেশে গার্লফ্রেন্ড থেরাপী
(ইয়ে না ইনসাফি হ্যায়)

জাহাঙ্গীর বাবু

ইয়ে না ইনসাফি হ্যায়,দেশে কাজের বুয়াকে
নির্যাতন করো,ছোট নজরে দেখ।
এ দেশে এসে তাদেরি গার্লফ্রেন্ড রাখো।
তাদের ব্যাগ টানো।ইয়ে না ইনসাফি হ্যায়।

সিঙ্গাপুরের কাজের বুয়া,ফিলিপিনি,ইন্দোনিশিয়ান
কথা বলে ইংরেজীতে,তাতেই তারা হাই ফাই উচ্চমার্গীয়ান!
কেন দেশে আর বিদেশে হাউস মেইড,খাদ্দামা,কাজের মেয়ে,
কাজের লোক,গার্লফ্রেন্ড এতো নামে বিভাজন করো!
ইয়ে না ইনসাফি হ্যায়!

জগতে কোন কাজ ছোট নয়,বংশ নয়,কর্মে পরিচয়
শ্রমিকে শ্রমিকে ভেদাভেদ নয়,আহা, কি সুত্র তোমাদের।
জগতে কোন মানুষ ছোট নয়,আহা, কি মনুষত্ব্য বোধ তোমাদের।
বয়সের তারতম্য কোন বিষয় নয়,তোমাদের কাছে,
চেহারার সৌন্দোর্য্য আকর্ষনীয়তা মুখ্য নয়
নারী হলেই হলো তোমাদের গার্লফ্রেন্ড,আহা, কি চয়েস তোমাদের!

ভাঙ্গা চুড়া রিজেক্টেড, বাংলাদেশী ভাইদের গার্লফ্রেন্ড
দু,এক জন বোঝেনা তাই এই চ্যাপ্টারে থাকেনা।
ইংরেজী বললেই হলো শুদ্ধ অশুদ্ধ,
হোটেল একাশিতে, ঝোপের আড়ালে ইশারা বুঝলেই হলো
যাক ফ্লেক্সি লোড টপ আপ,সাপ্তাহ পর পর হোটেলের ভাড়া
শপিং,টপিং,দেশে কাপড়ে বাংলাদেশী সাজানো
থাক না ওদের দু চার জন বয় ফ্র‍্যান্ড
উদারতা,মানবতার বিবেকের সে কি উদাহরণ!
বাংলাদেশী হয়ে তামিল, চাইনীজ,সিঙ্গাপুরি সাজার মেকি আস্ফালণ!

কি বলে সাধুবাদ দেব তোমাদের!
দু চার মাস না যেতেই,আট,দশ লক্ষ টাকার ঋন না ঘুচতেই
বাবা মায়ের স্বপ্ন ভেঙ্গে করছো খান খান,কতো প্রবাসীর কাজ নেই,
না খেয়ে থাকে,শুন্য হাতে ফেরে দেশে, ওদের কথা মনে আসেনা!
ছলনা ময়ী কাজের মেয়েদের হাতে খেলার পুতুল
সাজতে লজ্জা করেনা।বিবেকে কোন প্রশ্ন জাগেনা,
কে তুমি,কি তোমার পরিচয়,কেন এসেছ এই প্রবাসে?
ওই মেয়ে গুলির বেড়ে উঠা ভিন্ন পরিবেশে
ওরা স্বল্প বেতনের, দু চার জন বয় ফ্রেন্ড প্রয়োজন ওদের
সাপ্তাহের পুরো খরচ বয়ফ্রেন্ড থেকে ম্যানেজ করে
বেতন ওরা পাঠায় মা সন্তান পরিবারের তরে।
ওরা কখনো বিয়ে করতে বলেনা,ওরা নাম দিয়েছে ইঞ্জয়!
আজ তুমি,কাল ও,ভাব, স্বভাবে গার্লফ্রেন্ড হলেও
দেহ প্রদান ওদের কাজ।অর্থের বিনিময় সরাসরি নয়,
ঘুরিয়ে প্যাচিয়ে,সাহায্য,গিফট এর বিনিময়ে হয়।

বিবাহিত বন্ধুরাও রাখো গার্লফ্রেন্ড!
বাড়িতে বউ সন্তান,থাকে আর্থিক কষ্টে,প্রিয়জনহীন বেদনাগ,
তুমি থাকো তাদের বিশ্বাসে,এক বার চোখ বন্ধ করে ভাবো,
তোমার স্ত্রী যদি বন্ধু রাখে,তোমার কন্যা,বোন!
শুনলে কি করবে তুমি? খুন নাকি আত্মহত্যা!

নাইট ক্লাবে ছয় মাসের প্যাকেজ প্রেমের ঝড় ছিলো এক সময়,
এখন ভাটা পড়েছে, চাকুরীর বাজার মন্দা, মানুষ কম,প্রেম কম।
প্রশ্ন বহুবার রেখেছি,গল্প,ফিচার,কলাম,মন্তব্য কবিতায়
নিরুত্তর বরাবর!

যা আমাদের নয়,যে সংস্কৃতি আমাদের নয় তা কেন আগলে ধরি।
জীবনটাই নষ্ট করি।
দেশে ফেরৎ,বেকার যারা এখন ফিরে আসতে পারছেনা
তাদের অনেকে ভালো ছিলে,অনেকেই মন্দ ছিলে
কি করে গেছ,কি রেখে গেছে,কি পেয়েছ,ভেবে দেখতো!

গার্লফ্রেন্ড থেরাপী বেশ্যালয়ে গমনের চেয়ে একটু আলাদা
জাষ্ট পতিতালয়ের পরিবর্তে হোটেলে যাওয়া।
প্রটেকশন সিস্টেম সেইম, নইলে এইডস থেকে বাঁচার উপায় নেই।
দেশী ভাই ব্রাদার, উন্নত মনা,আধুনিক,বিদেশী কালচারে রাখছেন গার্লফ্রেন্ড,
নিজের,সন্তান পরিবারকে রাখছেন শাসনে, ইয়ে না ইনসাফি হ্যায়।
গার্লফ্রেন্ড থেরাপী, ইয়ে না ইনসাফি হ্যায়।

সিঙ্গাপুর
১৭-৪-২০১৮ ইং

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আখেনাটেন বলেছেন: যেভাবে গার্লফ্রেন্ড রাখনেওয়ালাদের ধুয়ে দিলেন 'ইয়ে না ইনসাফি হ্যায়'। :P

বিবেকবোধ জাগ্রত হোক গার্লফ্রেন্ড রাখনেওয়ালাদের। দেশের তরে; সমাজের তরে; পরিবারের তরে।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

সোহানী বলেছেন: আখেনাটেন বলেছেন: যেভাবে গার্লফ্রেন্ড রাখনেওয়ালাদের ধুয়ে দিলেন 'ইয়ে না ইনসাফি হ্যায়'। :P..... হাহাহাহাহাহা

এরপর আর কথা থাকতে পারে না। আসলে আমাদের ছেলেরা বেকুব নাকি কাক হয়ে ময়ুর হতে চাওয়ার চেস্টা? গার্লফ্রেন্ড রাখলেই কি আধুনিক হওয়া যায় !!! .......... এগুলো আসলে প্রথম শ্রেনীর বেকুব।

যাইহোক পরিচিত ঘটনা শেয়ার করি... ভদ্রলোক সাদা চামড়ার গার্লফ্রেন্ড রাখতো। পরে দেশে এসে সুন্দর দেখে কম বয়সী মেয়ে বিয়ে করে নিয়ে যায়। তারপর বছর না ঘুরতেই তার বউ বয়ফ্রেন্ড জোগাড় করে তাকে বাই বাই জানায় ;)

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

কানিজ রিনা বলেছেন: হা হা আমার স্বামী নামক বান্দার এইসব
গাল ফ্রেন্ড দেখতে আমি অভ্যস্ত হয়ে
পড়েছিলাম। ইন্দোনেশিয়া সিংগাপুর ফিলিপিন
ইন্ডিয়া কত কত গাল ফ্রেড। শুধু ব্যবসার
অজুহাত ব্যাংক ঋন করেও আধুনিকতা
বজায় রেখেছিল। আমাকে বলত আমি
একটা গাঁইয়া এসব আধুনিকতা জানিনা।
হায় আধুনিক শেষ মেশ নিজের সন্তানের
বাবা হতে পারে নাই। এখন আর একজন
প্রেমিকের বউ বাচ্চা বাগিয়ে রেডিমেট
স্বামী পিতা হওয়ার চেষ্টায় আছে ৬২ বছরে
তেশট্টি গাল ফ্রেড তারিয়েছি। সোনারগাঁওয়ে
বিদেশী ফ্রেড সুন্দরবন হোটেলে আরও
কত কত রিচোর্ড কক্সবাজার রাঙামাটি।
আহারে এত আধুনিক দেশী পতিতালয়ে
যায়না।
আসলে আমাদের দেশের হাজার উটকো
পয়সা ওয়ালা অশিক্ষিত। গার্মেন্স ব্যবসাহীরা
নানান ব্যবসায়ীও ব্যাংক ঋন নিয়ে হলেও
এইসব গাল ফ্রেড নিয়ে ঘুরে সাথে মদের
বতল নির্ধারিত। আহারে মুসলমান আমি
দেখতাম আমার স্বামী বাসায় থাকলে এত
নামাজ পড়ত মনে হত লোকটা ফেরেস্তা।
খাটের নীচে থাকত মদের বতল। খুব ভাল
লাগল বেশ ভাল একটা দিক তুলেছেন।
তাই মনের অভিব্যক্তি প্রকাশ করলাম।
বিশেষ ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার বাড়ীর পাশের সিংগাপুরে থাকে,
বাড়ীর সদস্যরা ভাত পায়না,
ফেসবুকে দেখি তার কি স্টাইল!!! ""
যতসব আজাইরা! """""" #:-S :(

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: তাই নাকি

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমার বাড়ীর পাশের একজন সিংগাপুরে থাকে,
বাড়ীর সদস্যরা ভাত পায়না,
ফেসবুকে দেখি তার কি স্টাইল!!! ""
যতসব আজাইরা! """""" #:-S :(

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: গার্লফ্রেণ্ড না থাকলে এখন আধুনিক হওয়া যায়না । :D আমারো গার্লফ্রেন্ড নেই । আমি কি তাহলে ক্ষেত

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আমি তো পুরাই ক্ষেত

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

কাওসার চৌধুরী বলেছেন:


হায়রে গার্লফ্রেন্ড!!!

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ওরে বাব্বা।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯

ইলি বলেছেন: গালফ্রেন্ড না থাকলে কি তাকে খ্যত বলবেন ইয়ে না ইন্সাফি হে।।।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ইয়ে না ইন্সাফি হ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.