নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

রানা প্লাজার স্বজনের আর্তনাদ

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রানা প্লাজার স্বজনের আর্তনাদ।

জাহাঙ্গীর বাবু

বছর ঘুরে দিন আসে একই দিনাংকে
রানা প্লাজার স্মরণ হয়ে যাক,
মনের অজান্তে।
চেতনা জেগে উঠুক রানাপ্লাজার,
জেগে উঠুক চেতনা মানবতার।
বিবেকের কথা নাই বা বললাম,
ওটা থাক কোটিপতি,পয়সা ওয়ালার।
উদ্ভট বাবর আলীর চেতনার বিকার
ভূলে যাওয়া স্মৃতির দিবস এলেই
স্মৃতির বলৎকার!
রানাপ্লাজার ট্রাজেডির বিচার
হয়েছে কি হয়নি,
কে হারিয়েছে,কে পুরিয়েছে অর্থের ডোল,
জেনে লাভ কি?
বিবেকের কাছে পরাজিত বিবেক
স্বার্থের কাছে পরাজিত স্বার্থ!
দ্রারিদ্রতাই ব্যার্থ করেছে,
ক্ষুদার রাজ্যে, দরিদ্র বলেই ব্যার্থ।
শাসনের কাছে শোষিতের পরাজয়
শাসকের জিঞ্জিরেই শোষণ,
নাট্য মঞ্চে আমি নটরাজ,পরিচালক ভিন্ন!
অবিচারের প্রতিবাদে জাতির কপালে
সেই লাথি,পায়ের নুপুর, আজো ভাসে চোখে,
চোখে ভাসে ভালোবাসার সলিল সামাধির
সেই হাতে হাত।
দুর্জ্জন হাসে অট্টহাসিতে,আজো বাতাসে
রানা প্লাজার স্বজনের আর্তনাদ।

সিঙ্গাপুর
২৪-৪-২০১৮ ইং

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ভবন ধসের ৫মবর্ষে নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কাওসার চৌধুরী বলেছেন:


নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

মৌরি হক দোলা বলেছেন: দুর্জন হাসে অট্টহাসিতে, আজো বাতাসে
রানা প্লাজার স্বজনদের আর্তনাদ।


রানা প্লাজা ধ্বংসে নিহত, আহত ও তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা.......

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক সেই দিনটি!
আর যেন এমন মর্মান্তিক মুহূর্ত না আসে পৃথিবীতে।

ভালো লিখেছেন

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি এমন ঘটনা যেন আর না ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.