নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

তোমরা ধর্ষক,আমি ধর্ষিতা নই

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

তোমরা ধর্ষক,আমি ধর্ষিতা নই

জাহাঙ্গীর বাবু

কোন ধর্মের তোমরা,কোন দর্শনের,কোন জাতের,
কোন বর্ণের,ধর্মহীন!আস্তিক,নাস্তিক, তোমরা কি?
তোমরা কি পুরুষ?মানুষ নও আমার বিশ্বাস, পশু ও নও।
পশুর পরিচয় পশু।তাদের পরিচয় যথার্থ।
তোমাদের পরিচয় একটাই,তুমি,তোমরা ধর্ষক।

সন্তান তুল্য নবজাতক প্রথম যখন দেখে পৃথিবীর আলো বাতাস,
নিরাপদ মায়ের গর্ভ থেকে আসে,আলোময় ধরণীর বুকে
তোমার শ্রবণ ইন্দ্রিয়ে ভেসে আসে,মেয়ে,কন্যা শিশুর নাম,
তখনি নড়ে চড়ে উঠে বিশেষ অঙ্গ তোমার!

এক পা দু' পা করে হাঁটতে শিখে
আগুন,পানি,খাদ,খন্দক,উঁচু নীচু বোঝেনা যে শিশু
তাকে দেখলেই তোমার রোম কুপে কামনার শিহরণ!
প্রাথমিকের গন্ডিতে থাকা বালিকার চিবুকে তোমার নজর!
খাবলে ছিঁড়ে খেতে চায় তোমার দাঁতাল দৃষ্টি!

কিশোরীর দৌড় ঝাঁপে তোমার বুক কাঁপে থর থর নিষিদ্ধ নেশায়!
সদ্য যৌবনা তরুনী এক ঝাঁটাকায় বনে যায় নারী!
তোমাদের নিষিদ্ধ লালসায়!
পরস্ত্রী, নারী নামেই লালা ঝরে নেশাতুর জিহ্বায়!
রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেটের ধুম্রজালে
মা মেয়ে সবাই তোমাদের চোখে যৌন পন্য, মাল,
কাম রতির উপকরণ,প্রসাধন!

রাস্তার ভিড়ে,দোকানে,সি এন জি টেম্পু বাসে শিক্ষার্থী,কর্মজীবি
নারীর ঘর্মাক্ত ক্লান্ত দেহে স্পর্শ করাই যেন তোমাদের পৌরষত্ব!
চোখে ধর্ষন,কানে ধর্ষন,হাতে,পায়ে,পোষাকে ধর্ষন
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত,ধর্ষিতা আমার কন্যা,জায়া,জননী।

অঙ্গে অঙ্গে ধর্ষন, কাটা,ছেড়া লাশ,খুন,শেয়াল,কুকুর,
হায়েনার চেয়ে নিকৃষ্ট তোমাদের বিবেক।
ধর্ষক বিবেকে ধর্ষন করে শিশু থেকে বৃদ্ধা!
ধর্ষক তুমি,তোমরা,পুরুষ নও,মানুষ নও।
শুধুই ধর্ষক।

ঘৃণা, থু, দেব,নাকি এই শব্দেও রিপুর কামনায় উম্মাদ হবে
তুমি,তোমরা,আজ কাল লুত কাওমের বিকৃত রুচিতে রুচি!
আমি নারী,আমি কন্য,আমি মা,বোন,স্ত্রী প্রিয়তমা!
তোমরা ধর্ষক,আমি ধর্ষিতা নই,
আমি সমাজের ধর্ষক নামের নষ্ট কীটের হাতে নির্যাতিতা !

পৃথিবী নামের গ্রহে বিধাতার নিষিদ্ধ সৃষ্টি,
মানুষ নও,পুরুষ নও,তুমি,তোমরা ধর্ষক,
মনে রেখ আমি ধর্ষিতা নয়।
তুমি তোমরা সৃষ্টি জগতের কলংক,
আমি সভ্য জাতির গালে থাপ্পড় মাত্র।

সিঙ্গাপুর
২৫-৪-২০১৮ ইং

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা। পড়ে ভাল লাগলো। শুভ কামনা আপনার জন্য। প্রবাস জীবনে ভালো থাকুন।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে ধর্ষক দের পরিচয় তাদের দূষিত রক্ত আর যৌনতায়!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, অমানুষদের ধিক্কার জানাই

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: রক্তপাত ছাড়া এ জমিতে ফসল ফলেনি কোনদিন! বুকের তাজা রক্তের বিনিময়ে যারা চায় ধান,
যুগের কবি-গাই তারই জয়গান!!!

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০২

ইমরান আল হাদী বলেছেন: পৃথিবীর নিকৃষ্টতম জীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.