নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বীকার করুন আর নাই করুন রাজনীতি এখন নীতিহীনতার সংমিশ্রণ!

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

স্বীকার করুন আর নাই করুন
রাজনীতি এখন নীতিহীনতার সংমিশ্রণ!

জাহাঙ্গীর বাবু

টাকা থাকলে নেতা হবেন,না থাকলে চামচা,
নীতি ভুললে পেট ফুলে,স্লোগান দেয় কারা,
ঠিকাদার হতে চায় যারা।

দেশ সেবার রাজনীতি করে কোন জন?
টাকার পিছে দুনিয়া ঘুরে,নীতির বিসর্জন।
দেশসেবা করতে দলের ব্যানার নাই প্রয়োজন।

দলের ব্যানার চাই,ক্ষমতা চাই সংসদে যেতে
টাকা ওয়ালারা শখ মেটাতেই,জেদের বশে
রাজনীতিতে আসে।

ধর্মীয় চেতনার ব্যাবসা রমরমা,স্বাধীনতার চেতনা তুঙ্গে
আদর্শের নীতি কথা ভাষনের শোভনে
রাজনীতি ফেসবুক,টক শোতে।

মানুষ পোড়ানো,গাড়ি জ্বালানো,
লঘু নির্যাতন,হীন রাজনীতির উপসঙ্গ
পরিবার তন্ত্রের জয়গান, রাজতন্ত্র বহাল এখনো!

গনতন্ত্র কাগজে কলমে,সংবিধান
নিতীমালা,সুযোগ,সুবিধা মতো
নির্বাচণ প্রহসণ শুধু, তেঁতুল তক,নিম তেতো।

তুমি,আমি,আম জনতা খেলার পুতুল বটে
আমজনতা ঘিরেই কিন্তু রাজিনীতির ঘটন ঘটে।
আমরাই ঘুরি,নেতার পিছে,নেতা ঘুরে দলের,
দলের মাঝে থাকেন আদর্শ,নিত্য ষড়যন্ত্র।

স্লোগান দেই গরীব দু:খী, ভাড়ায় খাটি নেতার
দোষ কার? নেতার নাকি বিকিয়ে যাওয়া আমার!
দারিদ্রতা যেমন তেমন, পেছনে ঘুরার অভ্যাস জন্মগত
সাহস থাকে চার দেয়ালে,কাব্য, কবিতার মতো।

দেশ,দেশ, জনগন মুখে তাদের, রাজনীতির খেলা খেলে
দেশ সেবার নাম করে পোছে ক্ষমতা শিখরে।
পারিবারিক বদলা,রাজনীতির চাবি,উন্নয়ন ধারাবাহিক,
টিনের চশমা পরিয়ে বলে দেখ,উন্নয়ন,দেখ।

স্বীকার করুন আর নাই করুন
তেল দেয়া, চামচামিতে আমরাই এগিয়ে
নেতারা নির্দোষ,টাকার বিনিময়ে আমাদের বিবেক কিনে।

দেখুন,যে টাকা বেশি দেবে,দলের কোষাগারে
কর্মীদের পকেটে তিনিই যোগ্য মহান,
নির্বাচনের পুর্বে ভোটারের দুয়ারে,বুকের গভীরে
নির্বাচনের পর,জনগন,কোন শালারে!

নীতিনয়,টাকা হলে নেতা,আদর্শ নয়,দুর্নীতিবাজই নেতা
আজ এ দল,কাল ও দল,পল্টিবাজই নেতা
কর্মীদের আদর্শ টাকা,স্থানীয় টেন্ডারের ক্ষমতা।
পোষ্টারে,ব্যানারে, ফেসবুকে রাজনীতি এখন
এলাকায়,দেশে রাজনীতির উপাখ্যান
সংবিধান,গনতন্ত্র,নির্বাচন, চেতনার ককটেল,
রাজনীতি এখন নীতিহীন সংমিশ্রণ।

সিঙ্গাপুর
২৯-৮-২০১৮ ইং

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: স্বীকার করি।

২| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

শাহিন-৯৯ বলেছেন: সময়ের বাস্তবতা।

৩| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: রাজনীতি যারা করে দেশের জন্য করে না। নিজের জন্য করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.