নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্যাটেলাইট বিরুধীতা কি ঠিক হচ্ছে?

১২ ই মে, ২০১৮ বিকাল ৫:০০

স্যাটেলাইট বিরুধীতা কি ঠিক হচ্ছে?
জাহাঙ্গীর বাবু

প্রসঙ্গ: বাংলাদেশের স্যাটেলাইস্যাটেলাইট বিরুধীতা কি ঠিক হচ্ছে?ট।
বলা সহজ করা কঠিন।কইলজা লাগে।হাজার হাজার কোটি লোপাট হয়েছে কি করতে পেরেছেন!হোক পনের বছরের জন্য,মহাকাশে নাম লিখিয়ে অর্ধেক যদি লোকসান হয়,কিংবা পুরোটাই, আমি খুশি,স্যালুট জানাবোই।সাবাস,বঙ্গবন্ধু কন্যা।

যে দেশে টয়লেট নিয়ে পেরেশান,তাদের পারমানবিক শক্তি আছে,যে দেশের মানুষ শান্তি কি জিনিষ জানেনা,গাধা-গাধির সাথে আকাম করে,সে দেশের পারমানবিক শক্তি আছে!আমরা স্বীকৃউর্ধগামী দেশ,আমাদের কেন থাকবেনা। আমিতো চাই সর্বশক্তিততে শক্তিমান হউক দেশ।আর যারা বেশী তেনা পেচাচ্ছেন,ক্ষমতায় কেউ বসাবেনা।কুটবুদ্ধি খাটিয়ে আর সুবুদ্ধি খাটিয়ে, ক্ষমতায় আসেন,আজীবনের জন্য একটা বসান,স্যাটেলাইট।মরার আগে হেডম দেখে যেতে মন চায়।ও হ্যা,এই সরকার,রাস্তাঘাট,জ্যাম,জলাবদ্ধাতা,ইত্যাদী রেখেই স্যাটেলাইট বসিয়েছেন,আপনারা এই সব সেরে তার পর বসাইয়েন।

বলা সহজ, করা কঠিন।সরকারকে অবৈধ বলেন। আরে এরা কাগজে কলমে বৈধ।আপনার এই ভাবে ক্ষমতায় কয়দিন টিকতেন।তারা নামাইতো,আবার আপনাদের আন্ডারে নির্বাচনে যাইতোও না। তারা সব পারে। আর এই যে মহাকাশে স্যাটেলাইট পনের বছরের জন্য বসাইছে,এতো টাকা ব্যায়ে,এর জন্য কইলজা লাগে।কইলজা।

স্যাটেলাইট বিরুধীতা কি ঠিক হচ্ছে?

সিঙ্গাপুর
১২-১০-২০১৮ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

ক্স বলেছেন: তারা নিজেদের বানানো স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে নিজেদের উন্নতির জন্য। আর আমরা জয় বাংলা স্লোগান মেরে বঙ্গবন্ধু নাম নিয়ে স্যাটেলাইট পাঠাচ্ছি কেবল নিজ দলের মহিমা কীর্তনের জন্য। আমাদের কৃতিত্ব কেবল হাজার কোটি টাকা খরচে যে টাকা আমার রক্ত বিক্রি করা বেতনের টাকা থেকে কেটে নিয়ে সরকারী কোষাগারে প্রতি মাসে জমা করা হচ্ছে।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯

আবু তালেব শেখ বলেছেন: এতো টাকা খরচ করার সামর্থ এখনো আসেনি দেশের। যাইহোক বড় অর্জন এটা। ধন্যবাদের সাথে অনুরোধ এবার জনগনের মন জয় করেন

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ঠিক বলেছেন

৩| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথার যুক্তি আছে। প্রভু শক্তি শালী হওয়া বাঞ্ছনীয়। স‍্যাটেলাইট আরও দশটি বসানোর কলিজা আছে। সুষ্ঠু নির্বাচন দেয়ার কলিজা নাই। ভারতের বিপক্ষে যাওয়ার কলিজা নাই।অমর্ত্য সেনকে দেখে কৃতদাসের হাসি আসে ডঃ মুহাম্মদ ইউনূস কে দেখলে হাসি বন্ধ। স‍্যাটেলাইটকে অভিনন্দন। সব মিডিয়া কেনার পর ও তাদের জনতা নাই।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

এমজেডএফ বলেছেন: বাঙালির ইতিহাসে এধরনের বিরোধিতা নতুন নয়, যার কারণে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে আছি। ওরা আমাদের প্রগতিশীল উন্নুয়নকে থামাতে পারবে না, তবে বিলম্বিত করবে! :(
বৃটিশ আমলে বাঙালি মুসলমানেরা ছেলেমেয়েকে স্কুলে পাঠাই নাই, কারণ ইংরেজি শিক্ষা বৃটিশ খৃষ্টানদের লেখাপড়া। এটা মুসলমানদের জন্য হারাম।
ফলাফল: মুসলমানেরা শিক্ষাদীক্ষায় হিন্দুদের থেকে পিছিয়ে রইল।
পাকিস্তান আমলে মুসলিম লীগের ধর্মীয় উন্মাদনায় মুসলমানেরা মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে গিয়ে স্কুলে পাঠালো না।
ফলাফল: আমাদের দাদী-নানীরা অশিক্ষিত!
বাংলাদেশ আমলের প্রথম দিকে যখন জন্মনিয়ন্ত্রণের প্রচার শুরু হল একশ্রেণীর মোল্লা-মুসলমান তার প্রতিবাদ করে বলল,
'মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি।"
ফলাফল: কয়েক দশকে সাড়ে সাত কোটি বাঙালি ১৬ কোটি হয়ে গেল, জনসংখ্যার বিষ্ফোরণে চুড়মার হয়ে গেল উন্নয়নের সব প্রচেষ্টা। X((
আজ যারা স্যাটেলাইটের বিরোধীতা করতেছে তারাও একই উত্তরসূরি। উপরের সব বিরোধীতাকারীরাই সময়ের প্রয়োজনে যুগের দাবীতে পরবর্তীতে বিরোধীতা থেকে সরে দাঁড়িয়েছে। (স্যাটেলাইটের বিরোধীতাকারীরাও আসবে। :P ) কিন্তু ততদিনে ক্ষতি যা হবার হয়ে গেছে।

ইতিহাসের সেই পুরানো বাণী: "ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।"

৫| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: সেলিম আনোয়ার ভাই এর মন্তব্যটা অনেক ভাল লেগেছে...

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: "ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না।"ঠিক বলেছেন

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪

প্রািন্ত বলেছেন: এখানে বাংলাদেশের কৃতিত্ব কী? স্যাটেলাইটের একটা নাট-বল্টুও তো এদেশের তৈরী নয়। উল্টো ১৫ বছরে ৭০০ কোটি টাকা লোকসান। আমরাও চাই দেশ উন্নতি করুক, এগিয়ে যাক কিন্তু এটাকে কী দেশের উন্নতি বলা যায়? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: যারা বিরোধিতা করে তারা বোকা।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন। আপনি প্রায়শই মন্তব্য করেন,উত্তর দিতে পারি না। দুঃখ প্রকাশ করছি ,রাজীব নূর ভাই ভালো থাকবেন।

৮| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বঙ্গবাণী – আব্দুল হাকিম

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।
বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।।
মারফত ভেদে যার নাহিক গমন।
হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ।।
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৪০

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

৯| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

হাঙ্গামা বলেছেন: বিরীধীতা করি নাই।
কিন্তু আপনের তেল মার্কা পোষ্ট দেখে হাসি পাইলো।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
হাঙ্গামা যথার্থ বলেছেন।

১০| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: কোন কাজটা কোনটার আগে অগ্রাধিকার পাবে, এসব জনমত যাচাই করে ঠিক করে নিলে ভাল হয়। নেতা নেত্রীর ইচ্ছাই যেন এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত না হয়। আর স্তাবক সাংসদদের হাত উঠানো দিয়ে জনমত যাচাই না করে প্রফেশনাল গবেষক দ্বারা এ কাজটা করিয়ে নিলে ভাল হয়।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আমার লেখাটার উদ্দ্যেশ্য পাঠক অনেকেই বুঝতে পারিনি। ব্যর্থতা ওখানেই।আর ভাই যা বলেছেন সেভাবে যদি করা হতো তাহলে কোন প্রশ্ন উঠতো না.অপরিকল্পিত জীবন ব্যবস্থায় বেড়ে উঠা। পরিকল্পনার অভাব সব খানেই। আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।

১১| ১২ ই মে, ২০১৮ রাত ৮:০৪

কলাবাগান১ বলেছেন: স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের পতাকা থাকা নিয়ে বিরোধিতার কলিজা আছে কিন্তু রাজাকারের গাড়ীতে বাংলাদেশের পতাকা উঠলে তার বিরোধিতার কলিজা নাই

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১২ ই মে, ২০১৮ রাত ৮:১৯

আবু আফিয়া বলেছেন: যে যাই বলুন না কেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয়। বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত।

১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.