নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নেই উড়তে দাও প্রভু

১৯ শে মে, ২০১৮ রাত ৯:২৭

স্বপ্নেই উড়তে দাও প্রভু

জাহাঙ্গীর বাবু

স্বপ্নে স্পেসে উড়ে বেড়ালাম সে রাতে।
স্বপ্নটা কেড়ে নিও না প্রভু!
স্বপ্নেই উড়তে দাও,বড় কষ্টে আছি গো।
খুব যে শান্তি ময় স্বপ্নটা তা নয়;
নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো।

অক্সিজেন যে সব পৃথিবীর বুকে।
আমার প্রিয় জন সবাই এখানে,
মন পুড়ছিল,চোখে জল ছিল,চাপা কষ্ট ছিল!
শুকনো মরুতে উড়ছিলাম।পৃথিবীটা দেখছিলাম।

ছুটে আসতে চাইছিলাম পারিনি।
নি:শ্বাসে কষ্ট, ভাঙ্গা বুকে যেন রক্ত ঝরছিল।
আবার পৃথিবীতে আসতে মন চাইছিলো না
মনে পড়ছিলো, মিথ্যা আর জ্যাম,
মনের কুটিলতা,সাথে হিংসা তিরস্কার।
খিস্তি খেউর!অসভ্যতার নগ্ন উল্লাস এখানে।
এখানে কারো ভালো কেউ দেখতে পারেনা।

সত্য,মিথ্যারাও এখানে কষ্টে থাকে!
এখানে স্বাধীনতা হীন সত্য-মিথ্যা।
এখানে ভন্ড প্রতারক, ভেকধারীদের সাথে
উঠতে হয়,বসতে হয়,চলতে হয়!
এর নাম জীবন!
অবিশ্বাসের সাথে সহবাস,নিত্যবাসবাস!

জানি সে আমার ক্ষতি করছে,দেশের,
সমাজের,
জাতির দুশমন,তার ক্ষমতার কাছে
পরাজয় মেনে,লেজ নেড়ে এখানে বাঁচতে হয়।
ধর্ম নিয়ে হানাহানি খুনা খুনি হয়।
ধর্মে ভাগাভাগি হয়!মানুষত্ব্য বিলীন!

এখানে মানুষ নামের কিছু প্রাণী চরম চাটুকারীতায়,
উম্মাদনায়,চেতনায়,ক্ষমতার প্রদর্শনে
দুর্বিষহ করে তুলেছে জীবন!
ফেসবুক জীবন,টুইটার,ইউটিউব,ইনস্ট্রাগ্রাম
,বিগোলাইভ,ইমো,অশ্লীল,ভয়ংকর নষ্ট জীবন!
জন জীবন,অনলাইন জীবন,জিম্মি জীবন!
আকাশ,পানি,মাটি,প্রকৃতি,ধরণী মাতার কাছে
কোন দায়বদ্ধাতা নেই!
এখানে শোষক বাড়ে,শোষণ বাড়ে,
শাসক মানেই স্বৈরাচার!

সমাজ,সংসারে ভালোবাসা নেই!
এমনতো হবার কথা ছিলোনা।
আমার আদরের সন্তান, প্রিয়তমা বধু,ভ্রাতা,
ভগ্নী,পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু,সবাইতো এখানে।

তবু কেন ছুটে যেতে চায় মন পৃথিবীর ওপারে।
এইতো সে দিন বিদায় নিলেন একজন
রাস্তা পার হতেই ট্রাকের নীচে!
আমিও আজ প্রায় চলেই গিয়েছিলাম!
কিশোরী মেয়েটা সর্বস্ব হারিয়ে বাঁচতে পারেনা,
না,বাঁচতে দেয়না।

সব মৃত্যুই প্রভুর হুকুমে,তবু,
স্বাভাবিক,অস্বাভাবিকতা চোখে লাগে,মনে লাগে।
অকাল মৃত্যু বলে কিছু নেই,সব মৃত্যুই স্বাভাবিক।
জন্মিলে মরিতে হবেই।চিরন্তন সত্য;
অকালেইতো মৃত্যু হয়! হচ্ছে!

মৃত্যুর উপত্যকায় করছি বাস! কসাইয়ের হাতে তলোয়ার,
ঘাতকের হাতে পিস্তল,যানবাহন যেন মৃত্যু যান,
পানি,পথ,ঘাট,আকাশ সাজানো মৃত্যু ফাঁদ!
ক্ষমতার লোভী পশুর স্লোগান দিতে গিয়ে যাচ্ছে জীবন!
স্বপ্নটা কেড়ে নিও না প্রভু!
তুমি পাঠিয়েছ,তুমিই নিয়ে যাবে জানি
মায়ার জালে আটকে গেছি।!

ইচ্ছে করলেই করতে পারিনা কিছুই
সাধ আছে সাধ্য নেই,
স্বপ্ন আছে বাস্তবায়নের পথ নেই।
স্বপ্নেই উড়তে দাও প্রভু,বড় কষ্টে আছি গো।
সিঙ্গাপুর
১১-৫-২০১৮ ইং

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

রসায়ন বলেছেন: ভালো লাগল । আর লিখতে থাকুন

২| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

কাইকর বলেছেন: অসম্ভব ভালো লাগলো। শব্দচয়ন গুলো বেশ ও খুব মার্জিত। লিখতে থাকুন। আমিও গল্প লিখি। সময় পেলে ঘুরে আসবেন। দাওয়াত রইল। ধন্যবাদ

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

৪| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৫| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

সনেট কবি বলেছেন: ভালো লাগল

৬| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.