নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

বিস্মিত ভাবনা

২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৫

বিস্মিত ভাবনা

জাহাঙ্গীর বাবু

বিজ্ঞানের জয়যাত্রায় বিশ্ব বিস্মিত!
আমিও।
স্যাটেলাইট মহাকাশে,
সমুদ্র তলদেশে সাবমেরিন।
জলে স্থলে সাইবার অপটিক
বিনা তারে কথা হয়,হাতের মুঠোয় পৃথিবী
প্রিয়জনের মুখ দেখছি, যেন আছি পাশাপাশি।
আনবিক শক্তি,পারমানবিক বোমা,
মানুষ প্রাণী মারার অস্ত্র।
হৃদয় হীন রোবট,প্লাস্টিকের প্রেমিকা
উড়োজাহাজ,রকেট, আকাশ চুম্বী ইমারত।
কি তৈরী করছেনা মানুষ।

মঙ্গল গ্রহে বাক্সের ভেতর থাকার চেষ্টায় চলছে কসরত!
কেউ কেউ সৃষ্টি কর্তাকে অস্বীকার করতে ছাড়েনা!
মানুষ,মানুষের মগজই নাকি সব!
চন্দ্র সুর্য্য,আকাশ,মেঘ,বৃষ্টি,পাহাড়,নদী,সমুদ্র,
জলরাশি,পৃথিবী,সৌরজগৎ আবর্তনে,বিবর্তনে,বানর,
শিম্পাঞ্জি,বনমানুষ থেকেই নাকি মানুষ!
মানুষের নাকি লেজ ও ছিলো!

বিজ্ঞানের অগ্রযাত্রায় আমি বিস্মিত!
আরো বিস্মিত সব কিছু সৃষ্টির যে স্রষ্টা তাকে ভেবে।
যা তৈরী করে রেখেছেন,মানুষ আবিস্কার করে
শেষ করতে পারছেনা!
ছারপোকা,মশা,মাছি তৈরী করতে পারছেনা!
কীট পতঙ্গ,শেষ করতে পারছেনা!
মানুষ,প্রানী,ভুমন্ডল,পৃথিবী,মহাশুন্য,
এ জগৎ,ও জগৎ,সৌরজগৎ,দুনিয়া,আখেরাত
সে তো আল্লাহ র সৃষ্টি।

এক বীজে অন্য প্রানীর সৃষ্টি কিংবা টেষ্টটিউব বেবি,
শংকর জাতের প্রাণী,কলম জাত বৃক্ষ হচ্ছে,মানুষের হাতে।
পুরুষের দেহে নারী গর্ভ,নারীর অঙ্গে পুরুষাঙ্গ
সৃষ্ট প্রানী নিয়ে প্রানের সৃষ্টি!
কতো ওষুধ কত জটিল চিকিৎসার উদ্ভাবন.
কতো আবিস্কার এখনো বাকী!
রোগ নির্নয়ের কত সরঞ্জাম, এখনো চলছে গবেষনা
মরছে মানুষ,মরছে প্রাণী বিরল রোগে!
মানুষ তার ইচ্ছে মতো জন্ম নিতে পারছেনা,
জন্ম দিতে পারছেনা,যা কিছু আবিস্কার হচ্ছে মানুষের হাতে,
তাও আল্লাহর সৃষ্টি মানুষের হাতে।
তবে কেন,মানুষ্য কৃত্তিম সৃষ্টির অহংকার!
খোদার সৃষ্টি প্রকৃতি,প্রকৃতির রহস্য আজীবন অভেদ্য!

এই বেঁচে আছি,সেকেন্ডেই মৃত্যু হবেনা,কোন গ্যারান্টি নেই।
প্রতি নি:শ্বাসের সাথে আছে একজন নিরাকার,
তিনি আমার রব,সৃষ্টি কর্তা,যতক্ষন তিনি চাইবেন
ততক্ষন বেঁচে থাকব,কোন ঔষধে কাজ হবেনা।
যখন কোন রোগ নির্নয় হবেনা,নাম হবে বিরল রোগ।

আমি দেখি বিস্মিত হই,
যে ধর্ম পালন করতেন পিতা মাতা
তাই তার ধর্ম।
জন্ম কৃত্য, মৃত্যুর সৎকার,শেষ বিদায় সেই ধর্ম মতেই হয়।
বিবেক নামের মগজ, মস্তিস্ক যখন উদ্যম,উদ্দীপনায়
কোন কোন মগজে সেই ধর্মের বিপক্ষে বলা,
স্রষ্টার সৃষ্টি নিয়ে তামসা করা, কেমন জানি নষ্ট আধুনিকতা!
ইচ্ছে করে,বিশৃংখলা, অশান্তি সৃষ্টি করে কিছু লোক।

আমি মুসলিম,ইসলাম আমার ধর্ম
আমার সৃষ্টিকর্তা আল্লাহ,
হজরত মুহাম্মদ (স:) আল্লাহর প্রেরিত শেষ নবী,
পয়গম্বর,রাসুল,ম্যাসেঞ্জার।
আমার ধর্ম পালনে ত্রুটি থাকতে পারে
তাই বলে ধর্মের বিষদগার করার অধিকার কে দিয়েছে ?

আমি বিস্মিত হই, যখন দেখি আমার ধর্মে
মাজহাব,তরিকার নামে একে অপরের বিরুদ্ধে লেগে আছে
বিশ্ব মুসলিম বিভিন্ন স্থানে নির্যাতিত,মুসলিম মোড়লেরা হাসছে!
বিধর্মীরা আঙ্গুল তুলছে,তাদের তাবেদারীতে বাধ্য করছে!

ফেসবুকের কল্যানে গত বছর দশেক অনেক
পরিচিত, অপরিচিতদের দেখি,
ইসলাম ধর্ম নিয়ে নিজের খেয়াল খুশি মতো,
যা ইচ্ছা তাই বলছে!
অথচ,তাকে কিংবা তার কেউ মারা গেলে
তারা জানাজা হচ্ছে ইসলাম ধর্ম মতে!
আচ্ছা,ইসলামের বিরুদ্ধে বলার পুর্বে,
এটাও বলে দিলে হয়না,আমি মুসলিম নই,
আমার ওই ধর্ম,কিংবা আমার ধর্ম নেই
লাশ দাফন করোনা,শেয়াল কুকুরকে দিও,
আমাকে জানাজা পড়িয়ে মাটি দিও না!

আল্লাহ কতো মহান,
আমার মতো প্রানী যা খুশি বলছি,করছি,
তিনি সয়ে যাচ্ছেন।
এখনি শাস্তি দিচ্ছেন না আমায়।
আমি স্পর্ধা করেই যাচ্ছি!

আমি বিস্মিত, বিজ্ঞানের অগ্রযাত্রায়,
আমি বিস্মিত আমার স্রষ্টার সৃষ্টির রহস্যে
আমি বিস্মিত আমার রবের করুণায়!
আমি বিস্মিত মানুষেরএতো উলম্ফ দেখে,
এতো আস্ফালন,উদ্যাত্ত,
মানুষ হয়ে মানুষ নিয়ে খেলছে মানুষ,
মানুষ মারছে মানুষ যত্রতত্র,যখন তখন!
মানুষ মারার মরনাস্ত্র তৈরীর প্রতিযোগীতায়
বিস্মিত আমি!

সিঙ্গাপুর

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


সিংগাপুরের খাবারে অনেক প্রোটীন?

২| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪০

মীর সাজ্জাদ বলেছেন: বিস্মিত ভাবনায়, এঁকেছেন বিজ্ঞানের মাধুর্য,
মানুষের জ্ঞানের চর্চায়, মানুষ হচ্ছে চাতুর্য।

অনেক সুন্দর ভাবনা আপনার।

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবিটা আর কবিতা পড়ে বিজ্ঞানী হতে ইচ্ছে করছে অথচ লিখছি ছড়া।
শুভ কামনা।

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: এটা কি?? কবিতা?

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: কবিতার মতো দেখতে কথার মালা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.