নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

আসছি,ইনশাল্লাহ

০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:২৮

আসছি,ইনশাল্লাহ

জাহাঙ্গীর বাবু

বড় বোয়াল জাল ছিঁড়ে পালায়,চুনাপুঁটি ধরা খায়!
নিরাপরাধ ফাঁসে,লাশের মিছিল;
পঁচা রক্তের দুর্গন্ধ আকাশে বাতাসে।
সব বাবা,মা সন্তানের কাছে নিরপরাধ,
সব সন্তান প্রিয়;যদি সন্তান না হয় কুলাঙ্গার!

মত্যুর পুর্বে মিথ্যা বলে গেলো।
আসছি! আম্মু আমি আসছি;
ঠুস,ঠুস,ঠুস,সব শেষ,মিথ্যার আশ্বাস!
অপরাধী ইয়া নিরাপরাধ! আল্লাহ সত্য,সন্দেহ,পাপ!

মুহুর্তেই বিধবা'র আর্তনাদ,
পিতার জন্য সন্তানের আকুল ফরিয়াদ।
আসেনি ফিরে! মিথ্যাবাদী পিতা!
কন্ডেম সেল খালি নেই,
জঞ্জাল করতে হবে পরিস্কার!

নো এফ আই আর, নো কোর্ট,
নো জেল,নো হিউম্যান রাইটস ,অনলি ক্রস ফায়ার!
মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ঘর,সমাজ,
দেশ চাই,বিশ্ব চাই,
লাশের পাহাড়ের চুড়ায় জিরো টলারেন্স!
যদি বেঁচে যাই,যদি বেঁচে থাকি,
দেখবোতো মাদক,মুক্ত,দুর্নীতি মুক্ত বাংলাদেশ!

কাঁদিস না মা তোরা,
তোর বাবা কি অপরাধী ছিলো নাকি ছিলোনা, জানিনা!
তবে তোদের বাবা অপরাধী হলেও
আইন,বিচার পাওয়ার কথা ছিলোরে।

পায়নি,এটাই সত্য,এটাই দু'হাজার আঠারোর ইতিহাস।
স্বাধীনতা উত্তর এই দেশে ক্ষমতার পাটাতনে
নষ্ট ইতিহাস ভুরি ভুরি!
প্রতিশোধের আগুনে অপরাধী না হয়ে যাস!
পাপ কিন্তু বাবাকে ছাড়েনা!মনে রাখিস!

যদি তোদের বাবা নিরপরাধ হয় মরবে ওরাও
কুকুরের মতো পথে,ঘাটে,নালা,ডোবায়।
নতুন করে বাঁচার শপথ নে।
এদেশটা এমনি!ক্ষমতার পালা বদলে
বন্ধুকের নলের দিক পরিবর্তন হয়।
খোলস বদলায়,সাইনবোর্ড বদলায়,শিরোনাম বদলায়
আড়ালের চরিত্র গুলি অবয়ব বলায়,কর্ম থাকে একই!

হয়তো কাল অন্য কোন নিরপরাধী মায়ের
বুক খালি হবে,অন্য কোন নারী হারাবে স্বামী,
অন্য কোন সন্তান হারাবে পিতা।
তবু তোদের এক চিমটি ভাগ্য ভালো,
তোদের বাবার মিথ্যাটা শুনতে পেয়েছিস!
মিথ্যাটা ছিলো আশ্বাস,হয়তো ভেবে ছিলো বেঁচে যাবে,
বলেছিলো তোদের,আসছি,ইনশাল্লাহ।
আল্লাহর নাম মুখে ছিলোরে।

ক্ষমা না হোক,জেলে যাওয়ার অধিকার ছিলো তার!
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে জীবন গেলো যাদের,
যারা নিরপরাধ,তাদের ঠিকানা কি
জান্নাত নাকি জাহান্নাম!জানিনা।
আমি শুধু তোদের আর্তনাদ শুনি!
সন্তানের কান্নার রোল শুনি।

আইনের চোখে কালো কাপড়,জল্লাদের হাতে শান্তির নিশান
ঘাতকের নিশানায় জাতির বিবেক
মানবতা কাঁদে পথে,ঘাটে,রাস্তায়,জঙ্গলে
বনে বাঁদাড়ে,কলাপ্সিবলের চার দেয়ালে।

মাদকের জন্য কতো জীবন,
কত পরিবার ধ্বংস হয়েছে তার কি হিসাব আছে!
নেই! কত ঘর ভেঙ্গেছে,কত সংসার পুড়েছে
কতো বাবা মায়ের চোখ ঝরিয়েছে নোনা জল!
নিজ সন্তানের কাছে হয়েছে বিবস্ত্র,নির্যাতিত
তাই,চাই মাদক মুক্ত বিশ্ব!

হবেনা জানি,চেষ্টাতো করতে হবে।
আফসোস,অপরাধী ধরতে গিয়েই হচ্ছে অপরাধ,মরছে নিরপরাধ।
অডিওটা শোনার পর থেকেই এলো মেলো হয়ে যাচ্ছি।
সত্য মিথ্যা ছাপিয়ে ভেসে উঠে সন্তানের মুখ।
কানে বাজে,সেই মিথ্যা,আসছি, ইনশাল্লাহ!

সিঙ্গাপুর
২-৬-২০১৮ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: রেকর্ডিং টা শুনে প্রাণ কেঁপে উঠেছিলো। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ! তা না হলে বদি বেঁচে থাকে কি করে?

২| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.