নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

এয়ারপোর্ট টু হেলিপ্যাড

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫


এয়ারপোর্ট টু হেলিপ্যাড

জাহাঙ্গীর বাবু

হে ধনী,ধন কুবের, বিজ্ঞ মাশায়েখ
হেলিকপ্টার ভ্রমণের টাকায়-
প্রমোদ ভ্রমন,বিনোদন বিলাসিতার টাকায়
দু বেলা দুমুঠো ভাত,বদন ঢাকার কাপড়
মাথা গোঁজার ঠাঁই,বেকারের কর্মসংস্থান করুন
সুশিক্ষা দিন আগামীর প্রজন্মকে,
যারা পড়ে আছে পথে ঘাটে,
স্টেশনে,ফুটপাতে, পার্কে,
যে মানুষ গুলো নিজেদের বিক্রি করে
দেহপসারিনীর মতো নিজেদের,
কাক ডাকা ভোরে,মানুষের হাটে।

সাহায্য করুন হাসপাতাল অসহায় রোগীদের।
সাহায্য করুন বৃদ্ধাশ্রমে,আজো কিন্তু ডাষ্টবিনে
অনেকে পঁচা বাসি খুঁজে বেড়ায়,
সাহিত্য,সাংস্কৃতিক, সামাজিক,মানবিক সংগঠন
মসজিদ,উপসনালয়ে সাহায্য করুন ভোগ বিলাসিতার উর্ধে উঠে।
স্বেচ্ছাসেবী সংগঠন, তরুন উদ্যোমীদের পাশে থাকুন,
মাদক ব্যাবসা নয়,মাদক বন্ধ করুন।

সাহায্য করুন এতিমখানা, মাদ্রাসা,স্কুল,কলেজ,
বিশ্ববিদ্যালয়ে খাবারের অভাবে,
শিক্ষা খরচের অভাবে আছে,
লজ্জায় ভুক্তভোগী কিংবা কতক প্রতিষ্ঠান বলতেও পারেনা!
তাদের সেবা সাহায্যে এগিয়ে আসুন।

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
অভিজ্ঞতার কাগজের দিস্তা,প্রত্যায়ণ পত্র;
প্রতিনিয়ত যাদের কাছে গলার কাঁটা,
আত্মহত্যার রসদ,তাদের বিব্রত না করে
মূল্যায়ন করুন।বাঁচতে দিন!
দেশী বেকার,প্রবাস ফেরত বেকার
আরো আছে কতো প্রকার,কে জানে?

আপনাদের এতো টাকার উৎস কি?
জানতে চাইনা,দরকার নেই,
যারা জানার তারাই জানে সীমাবদ্ধতায়
তারাওতো একই পথের পথিক!

জনাব,আমরা জ্যামে থাকি ঘন্টার পর ঘন্টা,
আমলা,মন্ত্রী,নেতা,ব্যাবসায়ী,স্বঘোষিত ধর্মগুরু,
গাড়িও আপনাদের,বাড়িও আপনাদের,
হাওয়াই সুবিধা আপনাদের।

আমরা স্লোগান দেব, আমরা রোদ,বৃষ্টি,ঝড়ে
অনাহারে অনাদরে কষ্ট পাবো।
কেউ ব্যাবসা করে লুটবেন,কেউ চাঁদা তুলে
বিশ্বাসে অবিশ্বাসে ব্ল্যাক মেইল করবেন।
বিলাস বহুল আরাম আয়েস আপনাদের।
ট্রেনের ছাদে,লঞ্চের ডেকে,বাসে ঝুলব আমরা।

আপনারাই জান্নাতি,দুনিয়ায়, পরজনম!
তার কথা বলাই বাহুল্য!জ্ঞান কম,সামনে যা দেখি
তাই বলি।খেটে খাওয়া মানুষ। কোটি জনতা
হেঁটে চলে,আপনারা দেখেন আকাশ থেকে
বাহ,হুজুর,বাহ,নেতা,বাহ স্যার।
মানুষ আপনারাই,আমরা কোন......

থাক হেলিকপ্টার,বিমান,
এ/সি বিলাস বহুল বাস,
রাস্তার শর্টকাট উলটা পথ থাক আপনাদের।
টেলিভিশন মিডিয়ায় রঙ্গ রস চলুক
আমাদের নিয়ে,আপনাদের হউক তারিফ।
এয়ারপোর্টে টু আপনার বাসার ছাদের
হেলিপ্যাড স্বাগতম, আপনাদের।

১৫-২-২০১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



দেশে চালের দাম বাড়ার কারণ বুঝতে পারছি

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: বাহ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.