নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

করোনার শিক্ষায় মানুষ এবার মানুষ হও

১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫

করোনার শিক্ষায় মানুষ এবার মানুষ হও

জাহাঙ্গীর বাবু

করোনার লাশের মিছিল থামবে কবে ,
করোনার শিক্ষায় মানুষ এবার মানুষ হও
মানুষ মারার অস্ত্র ভেঙে
মানুষ বাঁচানোর ওষুধ বানাও
মানুষ এবার মানুষ হও।

করোনার লাশের মিছিল থামবে কবে
জানেনতো কেউ
চীন ,আমেরিকা,ইটালি আরব পেরিয়ে
বাংলাদেশেও করোনা ভাইরাসের ঢেউ।

থেমে গেছে মিসাইল হামলা,
মানুষ হত্যার বোমা,গুলি,ছুরি
কোভিড উনিশ করোনা ভাইরাস
আশীর্বাদ না হলেও ,অভিশাপ,মহামারী।

দেখা যায়না ,ছোঁয়া যায়না ,গ্রাস করেছে পুরো বিশ্ব
করোনা করে দিচ্ছে,বিশ্বটাকে নিঃশ্ব।

বন্ধ হয়েছে মসজিদ ,মন্দির ,গীর্জা
প্যাগোডার ইবাদত প্রার্থনা
অদৃশ্য এই ভাইরাস ঘরে পুরেছে
নাম তার কোভিড উনিশ করোনা।

থামিয়ে দিয়েছে মদের আসর ,বাইজি নাচন ,
জুয়া, বেলাল্লাপনা ,দেহ ব্যবসার কারখানা
চোখে দেখা যায়না ,ধরা যায়না
আণবিক,পারমানবিক বোমার চেয়ে শক্তিশালী
কোভিড উনিশ করোনা।
থমকে গেছে অর্থনীতি ,নিঃশ্বাস নিচ্ছে পৃথিবী
ইতিহাসের বিশ্ব জীবাণু যুদ্ধ ,মোড়লরা তটস্থ !
ভাবনায় ,কে দায়ী ?
মানুষের তৈরী নাকি প্রকৃতি ?

দিনমুজুর ,গরিব দুঃখী কাজ ছাড়া
যাদের খাবার জোটেনা
কি হবে তাদের ,কি করবে তারা
বলতে কি পারিস করোনা।

কত প্রেম,কত ভালোবাসা,কত
আবেগী চোখের জল ,
এক করোনায় ছিঁড়ে দিলো দায়িত্ব,কর্তব্য,
পরিবার ,সমাজ,সংসারের মোহমায়ার জাল।

করোনায় মৃত্যু হলে ,লাশ হয়ে গেলে,
উচ্ছিষ্ট এখন,কাছে আসেনা প্রিয়জন
ইসলাম বলে মৃত্যুর পরে চিনবে কেউ
আমলনামাই হবে তখন আপন।

সংবাদকর্মী,ডাক্তার,নার্স,পুলিশ,আর্মি
স্বেচ্ছাসেবক পথে ঘাটে
বলছে তারা ,ঘরে থাকো মানুষ
আমরা আছি তোমাদের সেবাতে।

ইচ্ছা করে শুনিনা কেউ,পেটের দায়ে শুনিনা কেউ
চাকরী বাঁচাতে শুনিনা কেউ
ছড়াই ভাইরাস ইচ্ছায়,অনিচ্ছায়
আতঙ্কে এখন, হবে বুঝি মরণ করোনায় !

আমরা মানুষ অহংকারী ,মুখে বলি শক্তিশালী
এই করব ,সেই করব এই করেছি ,সেই করেছি
আল্লাহর নাম ছাড়াই চ্যালেঞ্জ করি
সৃষ্টি কর্তার সাথেই বেয়াদবি!

আল্লাহ রাব্বুল আলামিন রহম করো
আমি, আমরা পাপী ,
কুদরতি ইশারায় খতম করো
করোনা ভাইরাসের মহামারী।

করোনার লাশের মিছিল থামবে কবে
জানেনতো কেউ
চীন ,আমেরিকা,ইটালি আরব পেরিয়ে
বাংলাদেশেও করোনা ভাইরাসের ঢেউ।

করোনার শিক্ষায় মানুষ এবার মানুষ হও
মানুষ মারার অস্ত্র ভেঙে
মানুষ বাঁচানোর ওষুধ বানাও
মানুষ এবার মানুষ হও।

রক্তপাত বন্ধ করে,ধর্ম যুদ্ধ বন্ধ করে
শক্তি প্রদর্শন বন্ধ করো ,মরতে হবে মেনে নাও
মানবতা দেখাও ,মানুষ এবার মানুষ হও।

১২-৪-২০২০ ইং

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায় ধার আছে, তেজ আছে।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন।নিরাপদে থাকুন।

২| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লিখনশৈলি ।

১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন।নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.