নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

চরিত্রহীন

১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৯

চরিত্রহীন

জাহাঙ্গীর বাবু

কে কতক্ষণ নিরাপদ,নেই কারো জানা
আঘাত হেনেছে, সারা বিশ্বে
কোভিড উনিশ মহামারী করোনা।

কে কত ক্ষমতাধর,কে কত শক্তিশালী
কার কাছে কত মরনাস্ত্র সবাই আজ
করোনার আক্রমনে সন্ত্রস্ত!
জানিনা এ আজাব,এ গজব কি
মজলুম নিরস্ত্র,খুন হওয়া নিষ্পাপ
শিশু,নারী,পুরুষ মানুষের অভিশাপে?

নিষ্প্রান ইবাদত খানা মসজিদ,মন্দির
গীর্জা,উপসানলয়,ওয়াজ মাহফিল
আন্দোলন,সংগ্রাম,ভাষনের মঞ্চ,
বন্ধ এখন পরিবেশ দুষন,সংকুচিত
কলকারখানা,বন্ধ জুয়ার আসর,
রংমহল বেল্লাপনার সরাইখানা!

ক্ষুদ্র এক ভাইরাসে স্তম্ভিত পৃথিবী
কোভিড উনিশ,নাম তার করোনা
হে মানুষ, এই করোনাকে অবহেলা করোনা।

গুম,খুন,লুট,নির্যাতন,অত্যাচার,
ব্যভিচার,দুর্ণীতি,ক্ষমতার দাপট
মানুষ হয়ে মানুষের সাথে অস্ত্র যুদ্ধের
মোকাবেলায় কি জীবানু যুদ্ধ এই পৃথিবীতে?

কোথায় পরিবার,কোথায় আমি
মরণের পরে ওপারে কঠিন শাস্তি হবে জানি
দুনিয়ায় আপনকে পর করে দিলেও
অর্থ,বিত্ত,বৈভবের লোভ সংবরন না করি,
এখনো দুনিয়ার কথাই ভাবি!
চরিত্রহীন করোনার আক্রমনেও
আমার চরিত্র বদলায়নি!

হে আল্লাহ,মানুষ করে পাঠালে,
মানুষ যে হইনি,তাই বুঝি এই শাস্তি।
ক্ষমা করো আল্লাহ,চরিত্রহীন করোনার
আক্রমনেও আমার চরিত্র বদলায়নি।

পরীক্ষা যত বেশি,তত বেশী আক্রান্ত
নিরাপদ নেই আর,গ্রাম,শহর,সীমান্ত।
করোনা বুঝেনা কে ডাক্তার,
কে পুলিশ,আর্মিকে ধনী,গরীব,
ধার্মিক,দাম্ভিক,চোর,লুটেরা,সম্ভ্রান্ত!

বাড়ছে মৃত্যুর সংখ্যা,থাকা হচ্ছেনা ঘরে
মৌলিক চাহিদার টানে,যায় কেউ ঘরের বাইরে।
উৎসুক, শুধু শুধু আড্ডায়,বাজারে পথে কত জন
জীবিকার টানে ঘর ছাড়ে,উৎকন্ঠায় থাকে প্রিয়জন।

নিরাপদ দুরত্ব রাখা যায় কি,কাজ কর্মের মাঝে
মাস্ক পরে,সাবানে ধুয়ে,মৃত্যুর কি আর থামবে।
শিশু বৃদ্ধ,যুবক,যুবতী,সবই করোনার তালিকায়
চরিত্রহীন করোনা,কার হুকুমে রং বদলায়।

থমকে গেছে পৃথিবী,স্থবির অর্থনীতি
নিজেই যেন মৃত্যুর অপেক্ষায় মৃত্যুর
প্রহর গুনি।আসছে আকাল,মনত্বর,
দুর্ভিক্ষ কর্মহীনতা নামের মহামারী!

মৃত্যুর প্রতীক্ষায়,মৃত্যুর সংবাদ শুনি
কত জন আক্রান্ত,কত জন সুস্থ,
কত জন মরলো, কোথায় লক ডাউন হলো
কোথায় লক ডাউন ভাঙ্গলো,মাস্ক পরি।
সাবানে হাত ধুই,
জীবানুর সাথে নিজেই
জীবানু পরিবাহী,জীবানু ছড়াই,জীবানু উড়াই,মৃত্যুর প্রহর গুনি।

কে কতক্ষণ নিরাপদ,নেই কারো জানা
আঘাত হেনেছে, সারা বিশ্বে
কোভিড উনিশ মহামারী করোনা।

হে দয়াময়,আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ক্ষমা করো,
পাপী,অহংকারী বান্দা নাদান আমরা
ভুল গুলি ক্ষমা করে আমাদের রক্ষা করো

১৬-৪-২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: নিরাপদে থাকুন

২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এই সমাজে চরিত্রহীণ পুরুষের অভাব নেই।

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.