নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

অফিস কোয়ান্টারেন থেকে বলছি- চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউন

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৭

অফিস কোয়ান্টারেন থেকে বলছি-
চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউন

জাহাঙ্গীর বাবু

টেডা,বল্লম,ঢাল,জানাজা,বেতনের
দাবীতে আন্দোলন,মসজিদ
প্রার্থনা ঘরের হাহাকার অতপরঃ

রাস্তা ঘাট, হাট-বাজার, গ্রামের বাড়ি
ঘরে ঘরে জন্ম,মৃত্যু,বিয়ের জিয়াফত,
নিন্ম মধ্যবিত্তের আবাস,টিনশেড,বস্তি
একান্নবর্তী পরিবার,শহরের অলি গলি
খেলার মাঠ,বেতনের দাবীতে আন্দোলন,
গ্রাম থেকে শহর,শহর থেকে গ্রামে আসা যাওয়া
শিল্প কারখানা চলমান অফিস
কর্মচারী দের কর্মস্থল সচল
টেডা বল্লম ফাইট,কাটা পা নিয়ে উল্লাস
হালের সর্ব শেষ বিশাল জানাজা গুলো
মিডিয়া অফিস,সব খানেই চলছে জন সমাগম
এইতো চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউন !

কেউ পেনিক,কেউ ইতর জেনেটিক
কেউ অনিচ্ছায়,কেউ স্বেচ্ছায় ভাঙ্গছে লক ডাউন
যে দিন এক দিনে লক্ষ মরবে আক্রান্ত হবে
সে দিন ও থামবেনা গন জমায়েত
দায়ী করবে অন্যকে,জায়েজ করাবে
সে করছে,আমি করলেই দোষ!

এমন করেই করোনা ভাইরাস জিয়িয়ে রাখছে
লক ডাউন দিয়ে অসম্ভব মনে হচ্ছে করোনা প্রতিরোধ
লক ডাউন তুলে দিয়ে রোগ ছড়িয়ে দিয়ে
মেরে ফেলার স্কীম করতে হবে মনে হয়!

সব হাসপাতাল বন্ধ করে অতি অন্ধ,
অতি ভন্ড,অহংকারী,বেপোরোয়াদের রুখতে হবে!
ক্ষুদার্ত মানুষ ক দিন আর ঘরে থাকবে
ওরা সবাই বের হয়ে গেলে
বাকীদের ঘরে থেকে কি লাভ?
সব খুলে দিয়ে যা মরে যা থাকে?

ওরা বুঝতেই চাইছেনা ঘরে থাকলে
চলাচল সীমিত হলে রোগ কম ছড়াবে।
ডাক্তাররা হাত গুটিয়ে নেবে
মিথ্যা তথ্যে বেশি আক্রান্ত হচ্ছে ডাক্তারগন
বাজার পথে ঘাটে জন সমাগন কমাতে গিয়ে
আক্রান্ত হচ্ছে আর্মি,পুলিশ,আইন শৃংখলা বাহিনী
ত্রান বিলিতে, স্বেচ্ছাসেবক
প্রশাসন আক্রান্ত হচ্ছে, আর আমরা
ঘরে না থেকে দীর্ঘায়িত করছি করোনার বেঁচে থাকা!
আমরা না খেয়ে মরব,বিনা চিকিৎসায় মরবো
পরোয়া নেই জালিমদের।

তাই এই আংশিক কিংবা মিশ্রিত লক ডাউন
আরো ভয়ংকর,ঘরে থাকা
মানুষ ও আক্রান্ত হয়ে যাবে একে একে!
করোনা নয় এক আঘাতে আল্লাহর কুদরতি ইশারায়
ধ্বংস হউক এই অসভ্য সভ্যতার।
চিত্র বিচিত্র স্বার্থপর লক ডাউনে সব আয়োজন ভেস্তে যাচ্ছে
আমরা হতে পারি মৃত্যুপুরীর গর্বিত-ধিকৃত অংশীদার।

২০-৪-২০২০

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবু ভাই
আপনি মন্তব্যের উত্তর দেন না
তাই আপনার পোস্টে মন্তব্য নাই।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৬

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: জি,ঠিক বলেছেন।এই যে দিলাম। ধন্যবাদ,

২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দ বুনন ।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: কবিতা কবিতার মতো হয় নি।

২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মনের কথার উপস্থাপন মাত্র।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.