নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

অনেক হলো এবার করোনা ভাগ

৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০১

অনেক হলো এবার করোনা ভাগ

জাহাঙ্গীর বাবু

নিষিদ্ধ বাক্যলোচন
করোনা বচন,এবার তুই ভাগ।
যদিও দিছে ১৭ কোটির ভিতরে
করোনা ভাইরাস ভরিয়া?
জয় তোর মহামারী করোনা!
কি হবে আর ঘরে থাকিয়া!

করোনা
বিশেষ গাড়ী থেকে দুরে থাকিস
বিশেষ বাড়িকে বুঝি পাস ভয়
বিশেষ অফিস প্রতিষ্টানকে ছাড় দিস
এভোয়েড করিস বুঝি গনজমায়েত
মসজিদ,প্রার্থণা ঘরে করলি টার্গেট!

নেতা,মন্ত্রী কয়েজন খেলি,
খতম করলি কয়জন দুর্ণীতি বাজ
আমলা,ব্যাবসায়ী,শিল্পপতি
লজ্জায় ফেললি কারে,
ভয়ে রাখলি কাদের
জান নিলি কয়েজনার
কি আজব তুই, সুযোগ করে দিলি
বাটপার,চিটার,চাটুকার,ইতর
অমানুষ চেনার।

লাভ নাই চিনে জানি বেশ ভালো
তাও তৃপ্তির ঢেকুর,হয়তো অনেকেই,
শালা,বাইঞ্চোতদের চেয়ে ভালো,
যারা নাই ক্ষমতায় তারা খোজে
ক্ষমতাসীনের দুর্গন্ধ,
ভালো কাজ করে ম্লান,
ক্ষমতাসীনের কাছে বিরোধীরা
চিরকাল উচ্ছিষ্ট!

হাত ধোয়ালি কতবার,
কতো কোটির মুখে দিলি মাস্ক
ওষুধ নাই কনো তোরে রুখার
করোনা তুই, ঘাতক,তুই বাটপার।

বন্ধ করলি হাসপাতাল,
ডাক্তারকে দেখালি ভয়
রেখে গেলি বিশ্ব জুড়ে
ভালো আর মন্দের ট্রেড মার্ক চিহ্ন।

বিশ্ব মোড়লেরা কুপোকাত
ভয় নেই চিটার বাটপার চোরদের
মহামারীতেও কৌতুক বন্দ নয়
ফায়দাবাজ জোকারদের।

লাশ ফেলে যায় রাস্তায়,
দাফনে আসেনা প্রিয়জন
ঘরে ফিরিতে পারেনা স্বেচ্ছাসেবী
ডাকতার,করোনা সেবী
আক্রান্ত যারা, আহ, সে কি মানুষের
অমানুষী চেহারা।

করোনা তোকে স্যালুট,
ভালো কাজের মানুষদেরও
করলি বদনাম,চুনরী মে লাগায়া দাগ
অনেক হলো ভাগ করোনা,
দোহাই লাগে এবার তুই বিশ্ব ছেড়ে ভাগ।

নিষিদ্ধ বাক্যলোচন
করোনা বচন,এবার তুই ভাগ।
যদিও দিছে ১৭ কোটির ভিতরে
করোনা ভাইরাস ভরিয়া?
জয় তোর মহামারী করোনা!
কি হবে আর ঘরে থাকিয়া!

৩০-৪-২০২০
৫.১৭ এ.এম

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

সাইন বোর্ড বলেছেন: ফটোসেশন এখনো শেষ হয়নি ।

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৭

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: না ,শেষ হবে না

২| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫২

নেওয়াজ আলি বলেছেন:

০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: আবার সাফাই দিচ্ছেন নতুন লাইভ

৩| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: মানুষ এখনও সচেতন না।

৪| ০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৬

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: লেজেগোবরে অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.