নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি

০১ লা মে, ২০২০ দুপুর ২:৪৩

করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি

জাহাঙ্গীর বাবু

করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি
শ্রমের মূল্য, শ্রমের অধিকার
কথায়,কাগজে,প্রচারে,ধিক্কার শ্রম জীবনে
মে দিবস কতিপয় শ্রমিকের বাৎসরিক শ্রম বিলাস
অগনিত শ্রমিক জানেও না, কি মে দিবস?

এবার করোনা ভাইরাসের আঘাত
সব করে দিয়েছে লন্ড,ভন্ড
ন্যায্য পাওনা যোগ্য মুজুরীর দাবীতে
রাস্তায় রাস্তায় শ্রমিকের ভাঙ্গা গলায়,
ক্ষুদার জ্বালায়,মৃত্যুর সাথে চলছে
উপহাস,প্রহসন, ধিকৃত জীবনের সাপ লুডু।

করোনার জয়,নাকি শ্রমিকের,
পরাজয় করোনার নাকি শ্রমিকের।
বরাবরের মতো জিতে গেছে মালিক শ্রেণী।
কোভিড উনিশ,করোনা কাল
মে দিবস দুই হাজার বিশ,টুয়ান্টি টুয়ান্টি।

সিকাগোর সেই দিন থেকে
আজকের সময় আরো কঠিন
আরো চ্যালেঞ্জিং।
করোনায় মে ডে টুয়ান্টি টুয়ান্টি
পৃথিবীর ইতিহাসের এক মহামারীর সময়
ক্ষুধার কাছে করোনার পরাজয়।

বানিয়া,জোতদার,ব্যাবসায়ী,মালিক শ্রেণী
নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে,
পুরো শ্রমজীবি নারী পুরুষদের,
পেছনে ঠেলে দিয়েছে একটি দেশকে,
দেশের সতের কোটি মানুষকে।
সকল উন্নয়ন,অগ্রযাত্রা করেছে ম্লান
চিকিৎসা,শিক্ষা,কর্ম,ধর্ম,প্রত্যেক
স্থানকে করে দিয়েছে রোগের আখড়া!

নিরাপদ দুরত্ব মেনে,না মেনে
ব্যানার,ফেস্টুন,স্লোগান,র‍্যালী ও হবেনা।
কিছু জোকার করবে রং তামাশা
মিডিয়ার ক্যামেরার ফ্লাশে আড়াল হবে
কোন শ্রমিকের ঘামের ইতিবৃত্ত।
বেঁচে থাকলে কিংবা পৃথিবী টিকে গেলে
করোনায় মে দিবস টুয়ান্টি টুয়ান্টি
হবে এক মহামারী কালের উম্মাদের ইতিহাস।

৩০-৪-২০২০

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


মে দিবসের উপর কবিতা, ভালো লাগেনি, কবিতায় কিছু নেই

২| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইসাহেব।

৩| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নেওয়াজ আলি বলেছেন: দুনিয়া মজদু এক হও । লড়াই করো অধিকার এবং স্বাধিকারের জন্য। তোমাকে মানুষ হিসাবে বাঁচতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.