নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

মা যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত

১১ ই মে, ২০২০ বিকাল ৫:১৮

মা যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত

জাহাঙ্গীর বাবু

বয়স আমার পঞ্চাশ ছুঁই ছুঁই
একটু অসুস্থ হলে মায়ের দোয়া আসল ওষুধ ওই।
বিপদ হলেই মায়ের দোয়া সবার আগে চাই
খুশির খবর মায়ের কাছে আমি যে পৌঁছাই।
কি বাবা কেমন আছিস ,ঠিক মতো খেয়েছিস
খবর আজো মা নেয় সবার আগে
মায়ের রূপে কন্যারাও এখন, মায়ের নব সাজে।
দুর্দিন দুর্বিপাকে মায়ের ভরসা পাহাড় সম আজো
নামাজ দোয়া প্রার্থনাতে প্রত্যেক সন্তান রাখো ।

মা বুড়ো হয়না ,হয়না বুড়ো সন্তান
হেই করোনা কোন সন্তান মায়েরই সন্মান।
সন্তান হয়না যে নারীর সন্তানের জন্য কাঁদে
সন্তান জন্ম দিতে গিয়ে ,চোখের জলে ভাসে।
খেয়ে না খেয়ে রড বৃষ্টি ঝড়ে
সংসরের কোটি জ্বালা সন্তানের জন্য সহে।
নির্ঘুম রাত কাটে দুঃশ্চিন্তায় কাটে দিন
সন্তান বড় হলে মায়ের যায়না দুর্দিন।

ক'জন মায়ের ভাগ্য ভালো জোটে যোগ্য সন্তান
বিয়ের পরে সু-সন্তান ও হয়ে যায় কুসন্তান !
শ্যাম রাখি না কুল রাখি ,কত সন্তান থাকে বিপাকে
মা জননী মমতার খনি সন্তানকে রাখে দোয়াতে।
কাব্য কবিতায় ভাষণ দেয়ায় মায়ের গুনগান
বাস্তবে ক'জন মা পান ,তার যোগ্য সন্মান।
ক'জন মা জানে ,বিশ্ব মা দিবস নামে একটি দিন আছে
মা কে ভালোবাসতে কি আর কোন দিবস লাগে?

ডাক্তার,নার্স,শিক্ষক,অভিভাবক ,বন্ধু আবেগ,মায়া ,মমতা,
আদর দোয়া ,দয়া শুভকামনা সব কিছুতেই মা
পৃথিবীর সকল মায়ের কাছে নাড়ি কাটা সন্তান সেরা
সন্তান বুঝেনা মায়ের কষ্ট ,মা ঠিক বুঝেন সন্তানের যন্ত্রনা।
মা,মুখে যতই অভিমান দেখাক ,কলবে সন্তানের মঙ্গল কামনা
যত বড় আলেম ওলামা ডাক্তার বিজ্ঞানী হোক সন্তান
মায়ের রুহের বদ দোয়া হবে না মাপ ,যদি নীরব অশ্রু ঝরান।
মায়ের তুলনা শুধুই মা ,তার নেই কোন তুলনা
মা বেঁচে থাকতে মায়ের কদর সন্তান বুঝেনা।
মা যদি করে উফঃ ছাড়ে দীর্ঘ নিঃশ্বাস
সে সন্তানের দুনিয়াতে হয়ে যায় সর্বনাশ।
মায়ের দোয়া বড় দোয়া ,মা সাত রাজার ধন
মা যে আল্লাহর দেয়া,শ্রেষ্ঠ নেয়ামত। ।
১০-৫-২০২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২| ২১ শে মে, ২০২০ রাত ৮:০৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.