নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ইস,চাকরী করে!

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮

ইস,চাকরী করে!

জাহাঙ্গীর বাবু

এ দেশ আমার,এ মাটি আমার
প্রবাসের কথা থাক
এ দেশেই আমি যাযাবর।
আমি খেটে খাই,আমি গতর
খাটাই,অফিস সামলাই,সে অফিসেই
কখনো সখনো আমি অসহায়!

বিদেশ বিভুইয়ে দাপিয়ে বেড়িয়েছি
রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির
চাকা সচল রেখেছি,সে আমি
দেশে একটি চাকরীর জন্য
নতুন চাকরীর মতো ইন্টার ভিউ
দিয়েছি,বহুবার রিজেক্ট হয়েছি।

আমার গ্রামের এক ধনীর কাছে
দুই বার নিয়ে গিয়েছিল,আমদের
কমিশনার,নেতা ভ্রুক্ষেপ করে নাই।
এক বড় ভাই দুই ফোন করেছিলো
এক ধনীর কাছে আশা দিয়েছে
চাকরী দেয় নাই।

এক বন্ধু চাকরী দিয়েছিলো
তার পার্টনার সহ্য করে নাই,
সে বলেছিলো,তোর বহুমাত্রিক
প্রতিভা তোর শত্রু!

নির্বাক তাকিয়েছিলাম,চাকরীর
জন্যই দেশে থেকেও বাবার শেষ
নিঃশ্বাসের সাক্ষী হতে পারিনি।
এ জীবনে অনেক গড়েছি ইমারত
যখন যার চাকরী করেছি
ছিলাম তার ডান হাত,নির্ভরতা, ভরসা।
বিশ্বাসী ব্যাক্তিত্ব আমার ঐশ্বরিক।

প্রতি বেসরকারি, প্রবাসী চাকরীর
অন্তিম লগ্নে ফিরেছি শুণ্য হাতে।
ঠিক শুরুতে ছিলাম যেমন!

কথার কথা,পিওন আরদালির
চাকরীর ইন্টারভিউতে,বি সি এস
এর মতো ভাইবা দিয়েছি!

বিদেশে দুই তিন লাখ টাকা
বেতন ছিলো যাদের,দশ,
পনের হাজারের
চাকরী মিলেনা তাদের।

এ দেশ আমার,এ মাটি আমার
এ লেখায় কিছু কথা আমার
বাকী ভাড়া করা,অন্যের।

ওই যে চেয়ার, চেয়ারটা যখন যার
কথাও তখন তার,
চেয়ারের মানুষটা অভিনেতা মাত্র।
চেয়ারই করে পবিত্রকে অপবিত্র!

মানুষ সময়ের ফাঁদে কাঁদে,
আমিও কেঁদেছি অন্তরের গভীরে।
এখন আমি আছি বেশ
কাজ দিয়েই টিকে আছি বস।

কাজের সময় সীমা মানিনা,
অবিরাম কাজ করে যাই,
এ যুগে কর্মহীনের মুল্য নাই।

বন্ধু ভুলেছি,ভুলেছি ঘর,
আপন দেশেই আমি যাযাবর।

অমানুষের মাঝেও মানুষ আছে
তেমন একজন আমার সার্টিফিকেট নয়
আমার ভেতরের আমাকে দেখেছে
তার উপর আল্লাহ রহম করেছে
আমাকে যোগ্য আসন দিয়েছে।
তার সন্মানে এখন দিন রাত
পড়ে থাকি কাজে,অভ্যাস পুরানো,
সে দিন আশরাফ বললো
কাজে ডুবে থাকা
তোমার পুরানো অভ্যাস আছে।

আমি বলি,প্রথমে আমার ঈমান,
আমি পাক কালেমা কলবে লয়ে
অতি সাধারণ মানুষ,মুসলমান।

ইমান আমার ধর্ম,ধর্মের পর আমার কর্ম।
যে কর্মের বিনিময়ে আমি খাই
আমার পরিবার বাঁচে,
সে কর্মে কোন ফাঁকি নাই।

তবু কিছু মানুষ,ওই চেয়ারের,
চেপে যায়,চিপে যায়,আরো চায়
আমি দিয়ে যাই,দিয়ে যাই,
বেরসিক ভাগ্য, খাটিয়ে লয়,খেটে যাই,
ইতরের কাছেও গতর খাটাই।

টার্গেট! আলাদিনের দৈত্যের পুরণ করার
ক্ষমতা নাই,সে টার্গেটে পিছে দৌড়াই,
বন্ধু আমায় শিষ দেয়, ইস,চাকরী করে!
হ্যা,আমি সব ভুলে বাঁচার জন্য,
বাঁচাবার জন্য,আহারের জন্য
কত গুলো মানুষের হক পুরোনের
নিমিত্তে দ্বারে দ্বারে পানসী ভিড়াই।

ছোটও ছাটে,বড়ও কাটে
স্যান্ডুইচ এর মতো চাপে চাপে
ঘাম ঝরাই,সততার দায়ে,উদোরের
ভোগে,আল্লাহর গোলাম,
মানুষ হয়ে মানুষেরই গোলামী করি!

আমিও বলি
ইস,আমি চাকরী করি।
মাসান্তে ভোগ করি।
ইস,আমি চাকরী করি।

২০-৭-২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: চাকরি করা ভালো। বেকার শব্দ টা বড় যন্ত্রনাময়।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪২

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । আপনার জীবন সবীব ও সতেজ হোক।

৩| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৯

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.