নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর রহমত ভাগ্যের ঠিকানা

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯


আল্লাহর রহমত ভাগ্যের ঠিকানা

জাহাঙ্গীর বাবু

অসুস্থ্য ভাবনা
জীবনে কোন সরল অংক নেই
নেই কোন প্রকৃত সমাধান।
জীবন জুড়ে শুধু জোড়া আর তালি
সয়ে যাওয়া ,মেনে নেওয়া,এইতো জীবন ।

লুটে পুটে চেটে নয়তো খেটে কেউ যখন উঁচুতে
হাতি তখন পিঁপড়া সম নিচুতে !
ইবাদত বন্দেগী দান খয়রাতে শিরোনাম হয়তো কেউ
একই সূত্রে বাটপার কতিপয়,দীনহীন কেউ।

দায়িত্ব কর্তব্য ফোকাস অর্থ বিত্তের বিচারে
নিয়মনীতি শোভিত বেঈমানের দরবারে !
ভরা উদোর আরো চায় ,দরিদ্র ক্ষুদার্ত রয়ে যায়.
দিয়ে যাও ,করে যাও ,শব্দ পুনরাবৃত্তি হবে না
দেয়া নেয়ার, কথা অতীত,ধর্মে বলতে মানা !

স্বপ্ন দেখে সবাই ,স্বপ্ন সফল হয় কার ?
এক দুই তিন চার, বাকি যে আরো ছিয়া নব্বই ,
লোকসান তাদেরই ,লোভীরা হানা দেয় স্বপ্নে ,
স্বপ্নে এসে স্বপ্ন করে হরণ ,লোকসানে দায়ী স্বপ্নদ্রষ্টা
দায়ভার নিতে চায় না কেউ,স্বপ্নের ভাগ্যেই বড় বাঁশটা !

জীবন জুড়ে শুধু ঝামেলা গিটঠু আর গিটঠু
আর মনে করি আমি সাধু।
নিজেকে সেরা প্রমানে ব্যস্ত,
নিজের দোষ অন্যের উপর করি ন্যস্ত
অন্যের দোষ ,অপরের দুর্গন্ধ !

বেঁচে থাকার লড়াইয়ে সত্যের মুখে কুলুপ
মিথ্যার মাথায় তিলক ,,ধর্মের দোহাই,
বেঁচে খাই ,তেল দিয়ে তেল খাই।
জীবন জুড়ে যতই থাক ,তবু নাই নাই আর নাই।

ভালো থাকার নিদারুন, করুন অভিনয়
আমি তার,সে তার ,আমি কই
আমার আমিত্বে বেহায়া হয়ে বেঁচে রই ,
চারপাশে জ্ঞান শূন্য ,সেরা আমিই।

যখন যোগ্যতা ডুবে থাকে ল্যাট্রিন গাটারে
প্রতিভা বিলীন হয় মূর্খের বিচারে ,
অপদার্থ উপরের চেয়ারে
অভিজ্ঞতা তখন অনভিজ্ঞের পা চাটে !

আলহামদুলিল্লাহ ,শুকরিয়া ,
হে করুনাময় আল্লাহ তোমার দরবারে
রেখেছো যখন যেমন, হে রব আমার,
তোমার উপর খুশি ,দিয়েছো ঢের বেশি।
আবদার আমার বেঈমান করে দিওনা মৃত্যু ,
কর্মে রেখো ,করোনা মুখাপেক্ষী।
হক যেন না হয় না হক আমার দ্বারা,
হে সৃষ্টিকর্তা রেখো তোমার কৃপা দৃষ্টি।

জীবন কোন অংক নয় বিধাতার দান
বিধাতার কাছেই সকল সমাধান।
নামে মুসলিম ,কালেমা নামাজ ,রোজা ,হজ্ব,,যাকাত
ঈমানের নাই ,শয়তানের কারখানা ,
রবের কাছে চাইতে জানি না ,তাই পাইনা।
মিছেই করে যাই ভাগ্যের বাহানা ,
আবার ,আল্লাহর রহমতই ভাগ্যের ঠিকানা।

আল্লাহ সবার আশা পূরণ করুন।
মানুষ হয়ে বাঁচার তৌফিক দিন।
আমিন।

২-৯-২০২০
চ্যারম্যানবাড়ি ফতেহ পুর,বগাদী ,
আড়াই হাজার ,নারায়ণগঞ্জ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

করুণাধারা বলেছেন: সবসময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলেই মনে শান্তি আসে।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতের আশায় বসে থাকলে হবে না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি সিংগাপুর, নাকি হংকং'এ ছিলেন?

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

রাকু হাসান বলেছেন:

আপনার ছবির টানে পড়তে আসলাম ।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.