নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

পালাও পালাও ! কবিতা ! কবিতা !

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

গতকাল একটা চিঠি পেয়েছি, তোমার লেখা।
না সম্প্রতি তুমি কোন চিঠি ফিঠি লিখ নি।
চিঠিটা বোধ হয় লিখেছিলে ফাল্গুনমাসে।
বেশ পুরাতন চিঠি,
হলদে দাগ পড়ে গেছে কাগজের খামের উপরে
পুরাতন ফাইল-পত্র ঘাটতে গিয়ে খাম-বন্দি অবস্থায় পেলাম,
উপরে লেখা "চিঠি-১৩২"

আট বছর আগে এই চিঠিগুলোর জবাব আমি দিয়েছিলাম।
মনে পড়ে, ন্যাকা ন্যাকা কতগুলো কথা লিখে চিঠির উত্তর দিয়েছিলাম।
কত অপ্রাপ্তবয়স ছিলাম তখন!
ইচ্ছে করে, চিঠিগুলোর জবাব এখন আবার দেই।
ইচ্ছে করে সব বিস্তারিত লিখে জানাই,
লিখে দেই প্রেমের সাথে রাজনীতির কি সম্পর্ক,
লিখে দেই প্রেম ও অর্থনীতি কেন পরস্পর সম্পর্কযুক্ত।
ইচ্ছে করে বুঝিয়ে বলি,
প্রেম কেবল প্রেমই নয়, কেবল দু:খ কষ্টকেই প্রেম বলা যায় না।

তোমার সাথে শেষ দেখা হয়েছিল দোয়েল চত্বরে,
মনে আছে নিশ্চয়ই?
তখন কি একটা রাইটার্স এসোসিয়েশনের সাথে ছিলাম,
তুমি মিছিলের ভিতরে আসতে ভয় পেতে
আমাদের পাশে পাশে হেটে চলতে রাস্তার লালা ইটের ফুটপাতে ।
পুলিশ এসেছিল আমাদের তাড়াতে রাইফেল বন্দুক নিয়ে,
তুমি তো ভয়েই মরে যাচ্ছিলে।
বললাম, এদেশের পুলিশের অর্ডার নেই গুলি চালাবার
তেড়ে গিয়ে দাঁড়ালাম বন্দুকের সামনে।
তুমি বললে, যা সাহস দেখিয়েছিলাম ইংরেজ সরকার থাকলে নাকি রায় বাহাদুর খেতাব পেতাম !

এখন আর মিটিং মিছিলে যেতে ইচ্ছে করে না
ইচ্ছে করে,
ঋতুপর্ণ ঘোষের "ঘোষ এন্ড কং" এর সঞ্চালক হয়ে যাই
অতিথি হিসেবে তোমাকে ডাকি এক সন্ধ্যায়।
দুকাপ চা খেতে খেতে,
ঋতুর মতই ছোট ছোট চিকন মেয়েলি গলায় জিজ্ঞেস করি,
"কেমন আছ তুমি ? তারপরে তো আর এলেই না "।
ঋতুপর্ণ'র মতই কথা বলতে বলতে হাত চেপে ধরে বুঝিয়ে দেই,
ঐ একশ ছিয়াত্তরটি চিঠির মর্মবেদনা কতখানি!


গতকাল সত্যি সত্যি প্যাড পেন্সিল বের করে বসেছিলাম,
চিঠির উত্তর দেব বলেই ঠিক করেছিলাম।
লেখা শুরু করতেই মনে পড়ল,
এই যাহ! তোমার ঠিকানাই তো জানি না।
সেই কবে গলির মুখের বাসা পাল্টিয়েছো,
এখন কোথায় থাকো?
ডাকপিয়ন চিঠিটা নিয়ে যাবে কোথায়?
সামনাসামনি হলে কপট রাগ দেখিয়ে বলতে,
"চুলোয় যাক ডাকপিয়ন, জলে ফেলে দিক"।


চিঠিটা লেখা শেষ!
ঠিকানাটা পাই নি,
একশ ছিয়াত্তর খানা চিঠির জবাব একটা চিঠিতে।
না, ভয়ের কিছু নেই।
সেবারের মত বাহান্ন পাতা লিখি নি।
লিখেছি মাত্র এক লাইন।
“ ভালোবাসি হে প্রিয়তম, নতুন করে আবারো ভালবাসি ”

ওহ ভুলেই যাচ্ছিলাম,
তোমার মায়ের টপ সিক্রেট রান্নার খাতাটা খুঁজে পেয়েছি,
সেটা নিতে হলেও একবার কানাগলির মাথায় আসো ।
আসবে না ?
আচ্ছা না আসো, আপত্তি নেই ।
আমি খুব করে চাইছি একবার হলেও দেখা হোক ।
হোক, রাস্তার জ্যামে পাশাপাশি চলে যাওয়া দুটি বাসে
জানালায় মুখোমুখি,
একবার হলেও দেখা হোক ।

চিঠি দেয়া হল না,
চলন্ত বাসেও দেখা হল না ।
দেখা হল না শাহবাগ কিংবা আজিজের নিচ তলায় ।
তোমাকে খুঁজে পেলাম সোশ্যাল মিডিয়ায়।
সেখানে তুমি মস্ত-বড় সেলিব্রেটি !
আমি সেখানেই নিজের অস্তিত্বের জানান দিলাম ।
আচ্ছা তোমার টাইপিং স্পিড তো ভাল ছিল,
তাহলে এতক্ষণ বসে বসে মাত্র দুই এক টা শব্দে উত্তর দাও কেন ?
তুমি নিশ্চয়ই জানো ফেইক আইডি বলে কিছু নেই,
ওগুলোও কেউ না কেউ অপারেট করে ।
একটা জিনিস লক্ষ করেছ?
দিনে দিনে ফেসবুকটা কেমন ইউটিউব হয়ে যাচ্ছে !

আচ্ছা আমি যদি মেয়ে হতাম ?
সোজা তোমার বেডরুমে চলে যেতে পারতাম,
তোমার সাথে দুনিয়ার সব কথা বলে বেড়াতে পারতাম ।
ইশ, আমি যদি মেয়ে হতাম !
তোমাকে কবিতা লিখে পড়ে শুনাতে পারতাম ,
আমি এক একটা নতুন কবিতা লিখতাম
আর তোমাকে শোনাতে গেলে তুমি বলতে,
পালাও পালাও ! কবিতা ! কবিতা !

মন্তব্য ৮৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

নীল চাঁদ বলেছেন: সহজ ভাষায় কিছু কাব্যচিত্রের দেখা পেলাম।
একরাশ ভাললাগা জানবেন, কবি।
অবিরাম লিখুন। এই প্রত্যাশা রইল।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

জাহিদ অনিক বলেছেন: চেষ্টা করেছি সহজ করে কিছু লিখার ।
ভাল লেগেছে জেনে সত্যিই ভাল লাগল ।
ধন্যবাদ নীল চাঁদ , আপনাকেও শুভেচ্ছা ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

রাইসুল সাগর বলেছেন: বাহ, সহজ কথার গদ্য কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই রাইসুল সাগর B-)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!

আমি তো মুগ্ধ হলাম!!!!!!!!!

তবে

তেড়ে গিয়ে দাঁড়ালাম বন্ধুকের সামনে।
তুমি বললে, যা সাহস দেখিয়েছিলাম ইংরেজ সরকার থাকলে নাকি রায় বাহাদুর খেতাব পেতাম !


এটা পড়ে হেসেছি আর বন্দুক লেখো। বন্ধুক আবার কি বন্দুকের সৎ ভাই নাকি!!!!

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

জাহিদ অনিক বলেছেন: ওহ ওহ ওহ ! ওহ শিট ! কিবোর্ড দায়ী , আমি দায়ী নই / B-)

মুগ্ধ ! বাহ । আপ্লুত হইলাম ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

জাহিদ অনিক বলেছেন: বানান ভুল একটা আর্ট । সবাই বানান ভুল করতে পারে না । আমার সব লেখাতেই কিছু না কিছু বানান ভুল থাকবেই । ;)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

শায়মা বলেছেন:
চিঠি-১৩২


চিঠি-১৩২

হা হা ১৩২ থেকে গড়িয়েছিলো কতদূর?
মানে তোমাকে লেখা শেষ চিঠিটার কথা বলছি...
খুব হুট করেই থেমে গিয়েছিলো লেখালেখি
আরেক ফাগুন ফিরবার আগেই বোধ হয়....

ঠিকই বলেছো বড্ড নেকা নেকা আর অপ্রাপ্তবয়স্ক
চিঠিই ছিলো সেসব
প্রেম আর রাজনীতি কিংবা অর্থনীতি
তখনও ঢোকেনি সেই প্রেমে.....
ঐ বয়সে প্রেম থাকে বড্ড স্বার্থপর
শুধুই দুজনে দুজনার....

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

জাহিদ অনিক বলেছেন: এই যা ! পেয়ে গেলে আমাদের গোপন চিঠিগুলো ?
উইকিলিক্স লাগিয়েছ নিশ্চয়ই ।



ঐ বয়সে প্রেম থাকে বড্ড স্বার্থপর
শুধুই দুজনে দুজনার....



তা তো ছিলই , বড্ড আত্মকেন্দ্রিক ছিলাম তখন ।
তুমিও ছিলে তাই না আপু ?
তোমারো কি একশোর উপরে চিঠি আছে ?
নিশ্চয়ই আছে ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন:

চিঠিগুলো আজ আবারও লিখি যদি
বিস্তারিত কথা জুড়ে যাবে তার সাথে
দোহে বিদ্রোহে অকারণ কথকথা
মিলে মিশে যাবে শুভ স্বর্নালী প্রাতে।

দোয়েল চতর, টিএসসির ঐ রোডে
মিছিল মিটিং কিংবা জনস্রোতে
ফিঁকে সেই স্মৃতি পাশাপাশি হেঁটে চলে
রায় বাহাদূর খেতাবের কথা বলে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

জাহিদ অনিক বলেছেন: বড্ড অভিমান নিয়েই বলছি,
চিঠিগুলো তবে তুমিই লিখ ,
আমার পাচ বছরের মেয়াদ শেষ আপু ।

তুমি ওর থেকে ভাল বুঝবে চিঠিগুলোর কথা,
এমনকি আমার থেকেও ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: তা তো ছিলই , বড্ড আত্মকেন্দ্রিক ছিলাম তখন ।
তুমিও ছিলে তাই না আপু ?
তোমারো কি একশোর উপরে চিঠি আছে ?
নিশ্চয়ই আছে ।

হা হা হা দাঁড়াও একটা গল্প দেই.......সব গুলো মন দিয়ে পড়ে উত্তর খুঁজে বের করো

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

জাহিদ অনিক বলেছেন: পড়ে নিচ্ছি পাথরকুঁচি, রুপকথা ও তৃতীয় জীবন - শেষ পর্ব
উত্তর পেয়ে যাব আশা করি

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

জাহিদ অনিক বলেছেন: কিন্তু এই পোস্ট প্রিয়তে নিয়েছ সেটা তো খেয়াল করি নি ।

আমার এক বন্ধুর মত বলতে ইচ্ছে করছে, আমি তো বিস্ময়ে বেশ্যা হয়ে গেলাম ;)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: যদি কোনোদিন দেখা হয়ে যায়
ঘোষ এ্যান্ড কোং শুভ সন্ধ্যায়
জেনে যাবে তুমি নীরব বেদনা জমে আছে অকাতরে
তোমার চিঠির প্রতিটি আখরে একশো ছিয়াত্তরে!

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

জাহিদ অনিক বলেছেন: ইশ কবিতাটা তোমারই লেখা উচিত ছিল গো আপু ।
কত ভাল লিখছ আমার থেকে ।

কিছুটা হিংসা হচ্ছে ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: ইয়াক থু থু বিস্ময়ে ...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

জাহিদ অনিক বলেছেন: এটা আমাদের বন্ধু মহলের মজার সংলাপ ছিল । তোমার সাথে যাচ্ছে না ।

দুঃখিত । লজ্জিত B:-)

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: হিংসা করে লাভ নেই.....

জানোনা আমি অলরাউন্ডার!!!!!!

আর অলরাউন্ডারদের কি সবখানে নাক না গলালে চলে!!!!!!!!!! :P

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা না একদমই চলে না । B-)
হুম । আমি স্বাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই তুমি সর্বগুনে গুণান্বিত

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

জাহিদ অনিক বলেছেন: ওহ আচ্ছা ,
পাথরকুঁচি, রুপকথা ও তৃতীয় জীবন - শেষ পর্ব পড়ে ফেলেছি । একটা লাইন মস্তকে গেঁথে গেল ,
আবিরের চিঠিগুলিই জীবন্ত আবির হয়ে যায় আমার কাছে।



সত্যি মানুষটা যখন থাকে না তখন আমরা তার স্মৃতি নিয়েই থাকি ।
এটা কি স্বার্থপরতা ? নাকি এটাই প্রেম ।
প্রেমই হবে ।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: আগের পর্বগুলা না পড়েই শেষ পর্ব!!!!!!!!!!! তাইলে তো চিঠিগুলার খবরই জানলে না!!!!!!!! :(

আর কোনটা স্বার্থপরতা আর কোনটা প্রেম আমি জানিনা!!!!!!
রবীন্দ্রনাথও জানতে পারেনি....

:( :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

জাহিদ অনিক বলেছেন: না না । আগের গুলোও পড়ব । কেন পড়ব না ? বুক মার্ক করে রেখেছি ।
চিঠির খবর জাবন বলেই না চিঠি চিঠি করে চেচাচ্ছি ।


রবীন্দ্রনাথ পারেন নি বলে যে তুমিও পারবে না, সেটা তো ঠিক না । B-)

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল।

শুভেচ্ছা জানবেন কবি.....

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও উম্মে সায়মা
হ্যাপি ব্লগিং । শুভ সন্ধ্যা :)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ হয়েছে

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য

০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ । কিন্তু এইভাবে আর কতজনকে ছবি দিয়ে খাওয়াবেন ?
ব্লগের প্রায় সবাইকেই দেখছি ছবি দিয়ে খাওয়াচ্ছেন

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব জাহিদ এটাও কি তবে দোষ! ভাবলাম নতুন বছর। কিছুমিছু বিতরণ করি!

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে ভাবে পালাতে বল্লেন, তাই দেখালাম কুমড়োর বেরিকেট সমস্যা! এবার পারলে পথটাতো দেখান।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

জাহিদ অনিক বলেছেন: অপরাধ মার্জনা করবেন । আমি সেটা বলিনি বা বুঝাতে চাই নি ।
আপনার কুমড়া বেরিকেট আমার ভাল লেগেছে ।


শুধু ভাবছিলাম আপনার স্টকে আর কত খাদ্য মজুদ আছে । B-)

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংলার মেয়েদের চোখে কি যাদু আছে কে জানে, তাদের চোখে চোখ পড়লে বাংলার ছেলেরা কবি হয়ে যায়, খুব অল্প সংখ্যকই বাবা হয়।
৮ বছরে কত কিছু ঘটে যায়, না জেনে না শুনে ৮ বছর আগের সম্পর্ক নিয়ে এতো কথা কেন?

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

জাহিদ অনিক বলেছেন: ওহ চাঁদগাজী ভাই,
আপনাকে দেখলে আমার মুখে একটা হাসি ফুটে ওঠে । একটা আনন্দ কাজ করে । যাকগে, মাঝখানে কয়দিন ছিলেন না । কই ছিলেন ? পরিসীমার বাইরে ?


বাংলার মেয়েদের চোখে কি যাদু আছে কে জানে, তাদের চোখে চোখ পড়লে বাংলার ছেলেরা কবি হয়ে যায়, খুব অল্প সংখ্যকই বাবা হয়।

যারা বাবা হতে পারে তারা বুঝি কবি হয় না ?
কবি মানেই ব্যর্থ প্রেম ?
খারাপ না । কথার সত্যতা আছে ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: কথা বলতে বলতে হাত চেপে ধরে বুঝিয়ে দেই,
ঐ একশ ছিয়াত্তরটি চিঠির মর্মবেদনা কতখানি!
- কবিতার এ দুটো চরণ পড়ে ভুক্তভোগীরা চমকে উঠবে!
দিনে দিনে ফেসবুকটা কেমন ইউটিউব হয়ে যাচ্ছে! - চমৎকার পর্যবেক্ষণ ও তার অভিব্যক্তি!
কবিতা খুব ভাল লেগেছে। + +

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই ।

ভুক্তভোগীদের মধ্যে আমিও একজন ।
ফেসবুক আসলেই ইউটিউব হয়ে যাচ্ছে ।

শ্রদ্ধা ও ভালবাসা জানবেন ভাই । শুভ শীতের সন্ধ্যা

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




পালাও পালাও ! কবিতা ! কবিতা !

না , পালিয়ে যাওয়া হলোনা । একটা গল্পের ভেতরে চিঠির খাম আটকানো আঠা দিয়ে আটকে দিলেন ।
সুন্দর , সহজ , সাবলীল ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

জাহিদ অনিক বলেছেন: আহমেদ জী এস
খামটা খুলে দেখার জন্য কৃতজ্ঞতা ।
ভালবাসা জানবেন ভাই ।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

ইন্ট্রোভার্ট বলেছেন: জনাব জাহিদ সাহেব আপনার লেখাগুলো বেশী ভালো লাগে,সিরিয়াসলি।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

জাহিদ অনিক বলেছেন: ইন্ট্রোভার্ট ,
কানে কানে একটা গোপন কথা বলি, আমি নিজেও কিন্তু একটু ইন্ট্রোভার্ট ।
সরারাচার আগ বাড়িয়ে কথা বলতে পারি না ।

আর সিরিয়াসলি ভাল লাগে জেনে সিরিয়াসলি খুশি হলাম ।

ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক ।
শুভ সন্ধ্যা ।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া এসে গেছি!!!!

চাঁদগাজীভাইয়াও এসে গেছেন। আমার কেনো যেন মনে হচ্ছে চাঁদগাজী ভাইয়ার একমাত্র প্রিয় মানুষ তুমি!

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

জাহিদ অনিক বলেছেন: সেটা চাঁদগাজী ভাই ই ভাল বলতে পারবেন, তবে তিনি আমার প্রিয় মানুষ ।
ব্লগারকে প্রিয়তে রাখতে পারলে তাকে সবার আগেই রেখে দিতাম । ;)

আবার এসেছো ফিরে, হেল্লাইগ্যা শুকরিয়া । B-)

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৯

ধ্রুবক আলো বলেছেন: গদ্য কবিতায় ++++
লেখাটা অনবদ্য, খুবই ভালো লাগলো,,,
শুভ কামনা রইলো.....

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
ভাল লেগেছে জেনেও ভাল লাগলো ।
শুভেচ্ছা আপনাকেও B-)

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন শীেরানামেই আটকে দিলেন!!!

অসাধারন! প্রকাশের দারুন ভিন্ন মাত্রায়-িচরকালীন আবেগ! নগুন মাত্র পেয়েছে।
আর উপমাতর চমকতো স্পেশাল ইনগ্রেিডয়েন্ট ;) হা হা হা

অনেক ধন্যবাদ দারুন কাব্যে :)

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

জাহিদ অনিক বলেছেন: হা হা নামকরণের যথাযথতা আছে তাহলে বলছেন !

আসলেই নামটা একটু রম্য হয়ে গেছে ;)

বিশ্লেষণী মন্তব্যের জন্য বিশে বিশ। B-)

ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিদ্রোহী ভৃগু

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: সেটা চাঁদগাজী ভাই ই ভাল বলতে পারবেন, তবে তিনি আমার প্রিয় মানুষ ।
ব্লগারকে প্রিয়তে রাখতে পারলে তাকে সবার আগেই রেখে দিতাম । ;)

আবার এসেছো ফিরে, হেল্লাইগ্যা শুকরিয়া । B-)



না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

হবেনা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

X(( X(( X((

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

জাহিদ অনিক বলেছেন: আহা কাঁদছ কেন ?
তোমাকেও তো প্রিয় ব্লগার লিষ্টেই রাখব ?
নিশ্চয়ই তুমি আমার প্রিয় ব্লগার আপু ।
মাঝে মাঝে আমার মনে হয় তুমি দশ /বারো বছরের একটা বাচ্চা মেয়ে যে সারাক্ষণ ভাইয়া ভাইয়া ভাইয়া বলে ঘর মাতিয়ে রাখে ।

আসলে তুমি সত্যিই তাই । এই ব্লগ টাই তোমার ঘর । আর আমি, আমরা তোমার ভাইয়া ।
আমার প্রিয় শায়মা ব্লগার আপু । B-)

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: X((


X((

X((

X((

X((

এই সব বলে লাভ নাই!!!!!!!!!!!!!!!!!!!!!

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

জাহিদ অনিক বলেছেন: আহা রাগে থাকছ কেন আপু!
অবশ্য ক্ষানিক রেগে থাকা ভাল । স্বাস্থ্যের জন্য ভাল ।
তুমি তো গান গাও , রাগ , তাল , লয় এগুলা ভাল বুঝবে ।
কিভাবে রাগ ভাঙাবো ? চকলেট / আইসক্রিম !

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতাটি ভাল লেগেছে!

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন: ভ্রমরের ডানা !!!

আমার প্রিয় একটা নাম ।
ধন্যবাদ অসংখ্য ।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: মেয়ে হলে তার প্রতি আপনার এমন আবেগ অনুভূতি থাকতো না নিশ্চয় !

তবে কবিতা ভাল লেগেছে। ইতিহাসের আদলে লিখেছেন কিছু প্রেম, কিছু না ভুলে যাওয়া !

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

জাহিদ অনিক বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন: মেয়ে হলে তার প্রতি আপনার এমন আবেগ অনুভূতি থাকতো না নিশ্চয় !

এই এইটা কিন্তু ভেবে দেখি নি । সত্যিই তো ।
আপনি বিচক্ষণ ।

আপনার নামটা আগেও কয়েকবার উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙেছি, আজকেও ভাঙলাম ।

ধন্যবাদ , কথা.....................ন

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

জুন বলেছেন: এক সময়ের আবেগভরা চিঠিগুলো তখন কি ঝড়ই না তুলেছিল বুকের মাঝে । যা বুঝলাম আপনার লেখার পরতে পরতে । জানালার শিক ধরে সেও নিশ্চয় গলির মাথার বাসায় ডাক পিয়নের আকুল অপেক্ষায় দাড়িয়ে থাকতো আজকের সেলিব্রিটি । অনেকদিন পরে এক অপরূপা কবিতার সাথে পরিচয় হলো । কবিতায় অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন: আমি ছোটখাট একটা কিছু লেখার চেষ্টা করেছিল্মা ।
কিন্তু সেটা যে তোমার চোখে এসে যাবে সেটা কিন্তু ভাবি নি ।
তুমি যেটা বললে আপু, কবিতায় অনেক ভালোলাগা রইলো,
ঐ তোমার মতই বলছি আমারো ঐ তোমার মন্তব্যে মুগ্ধতা বা ভাললাগা রইল

একটা গানও মনে করিয়ে দিলে,
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা ,
মনে হয় বাবার মত কেউ বলে না ।


সে থাকত এক সময়ে গ্রিল ধরে দাঁড়িয়ে । নিশ্চয়ই থাকত ।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আমি কি ভীষন তৃপ্তি নিয়ে যে কবিতাটি পড়েছি তা বোঝাতে পারবনা! আমার না গল্পের আংগিকে লেখা কবিতা অনেক ভালো লাগে। যেখানে ছন্দ মেলানোর অহেতুক চেষ্টা চলেনা, কঠিন শব্দের মারপ্যাঁচ থাকে না। তবে ভীষন একটা আবেগের স্রোত থাকে। যাতে ভেসে যেতে ইচ্ছে করে। আপনি ভাসিয়ে নিয়ে গেলেন কবি! এজন্যে ভীষনভাবে কৃতজ্ঞ।

অনেক ভালো থাকুন ও ভালো লিখুন!
শুভকামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

জাহিদ অনিক বলেছেন:
সামু পাগলা ০০৭ আমি আপনাকে জেমস বন্ড ০০৭ এর সাথে গুলিয়ে ফেলি ।
আপনি যতটা তৃপ্তি নিয়ে পড়েছেন আমি ঠিক ততটাই কৃতজ্ঞ ।

আর যে কথাগুলো বললেন আপু, আমার না গল্পের আংগিকে লেখা কবিতা অনেক ভালো লাগে। যেখানে ছন্দ মেলানোর অহেতুক চেষ্টা চলেনা, কঠিন শব্দের মারপ্যাঁচ থাকে না।

একদম আমার মনের কথাই বলেছেন । আমি ও সেটা পারিই না । ছন্দ আমার হয় না । হলে ছড়া হয়ে যায় ।
আমি ভাবি নি যে জুন আপু বা তোমার নজরে এই কবিতাটা আসবে ।
কৃতজ্ঞতা আবারো ।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভাই এসব নিয়ে কোন অভিজ্ঞতা নেই।


বর্ণনাটা সুন্দর ছিলো

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

জাহিদ অনিক বলেছেন:
তা অভিজ্ঞতা কিছুটা থাকা প্রয়োজন বটে ।

আপনার কপ্লিমেন্টের জন্য শুকরিয়া । ভাল থাকবেন সামিউল ইসলাম বাবু

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০২

শায়মা বলেছেন: হা হা হা মাই মিশন ইজ সাকসেসফুল!!!!!!!!

কি মিশন কানে কানে বলবো ভাইয়ু!!!!!!!!! :P

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

জাহিদ অনিক বলেছেন: আলবৎ ! না বললে বুঝব কি করে ?
শুভ সকাল আপু ;)

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

জুন বলেছেন: + 9

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

জাহিদ অনিক বলেছেন: কৃতজ্ঞতা আবারো

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী সাবলীল লেখা! কবিতায় ডুবে গিয়েছিলাম। যতই শেষের দিকে আসছিলাম, মন বলছিল, আহা, শেষ যেন না নয়। কিন্তু কবিতাটা শেষ হয়ে গেলো! মনের ভিতরে একটা অতৃপ্তি কাজ করতে লাগলো। আরো কিছু হতে পারতো! আরো কিছু থাকতে পারতো!

আমি এই এক কবিতায়ই আপনার ফ্যান হয়ে গেলাম। অসাধারণ লিখেন আপনি।

অনেক অনেক শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আপনাকে আমার চাই ই চাই!!

ফ্যান হয়ে গেলেন! সে কি কথা ভাই!
আপনি আমার ভাই, আমি আপনার।
ফ্যান ট্যান বুঝি না ভাই।


সর্বোপরি আপনি নিজেও কবি। কবিতার টানেই এসেছেন। কৃতজ্ঞতা

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: হা হা হা মাই মিশন ইজ সাকসেসফুল!!!!!!!!

কি মিশন কানে কানে বলবো ভাইয়ু!!!!!!!!! :P



বললা না কিন্তু আপু !
কি গোপন মিশন ছিল ?

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

মোস্তফা সোহেল বলেছেন: পালাব কোথায় কবিতা যে ভালবাসি। অনেক ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৬

জাহিদ অনিক বলেছেন: যাক ! পালান নি B-)

কবিতা ভালবাসারই জিনিস ।
ভালবেসে যাবেন .।.।.।.।.।.।.।।

ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই ।

শুভ সন্ধ্যা

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: পরে বলিবোক!!!!!!!!!! :)

যখন সকলের অক্ষিগোলক গড়ুড় পক্ষীর ন্যায় জ্বলজ্বল জ্বলিবেক!!!
যখন সকলের হস্তের শানিত অস্ত্র ব্যার্থ আক্রোশে থিরথির কাঁপিবেক
আমি সেই দিন তোমা কর্ণকুহরে বলিবো সে গোপন বাণী
হে বালক-
অপেক্ষায় থাকো
সময় আসিলেই বলিবোক.....:)

০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

জাহিদ অনিক বলেছেন:






হা হা হা অপেক্ষায় অপেক্ষিত ।
আক্ষেপ রইল না,
রইল না তাড়া ,
বসে রইলাম সুবোধ বালকের ন্যায় ,
তাড়াহুড়া করা যে ভারী অন্যায় !

মন্তব্য পড়ে আমি পুলকিত !
এভাষা মস্তক ছুঁয়ে দিল ।
সময়ের আশাতেই রইলাম ।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: :P

এখন সাজুগুজু করিতে উঠিবো.....
দাওয়াতে যাই.....বিবাহের দাওয়াৎ!!!!!!:)

০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

জাহিদ অনিক বলেছেন: শুভ কাজ !
কার বিয়া ? আমাগোরে নিয়া যাইবেন না ?
নাকি নিজের বিয়ে ! B-) ;)

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: আরে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

নিজের বিয়ে হলে কি এইখানে এতক্ষন থাকতাম!!!!!!!!!!!!

সেই সকাল থেকেই তো আমি তাহলে বিউটিপারলারেই থাকতাম !!!!!!!!


কি আশ্চর্য্য!!!!!!!!!!!!!! B:-)

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

জাহিদ অনিক বলেছেন: উপস !!!!


আই এম সো সরি আপু !!!


সেটাই তো, খায়রুল আহসান ভাইএর সাথে আমারো প্রশ্ন ছিল, বিয়ের দাওয়াতটা কোথায় ? ;)

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: বিয়ের দাওয়াতটা কোথায়???

৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অনেক ভালোলাগা!:)

প্লাস

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান B-)

৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: অসাধারণ !!!!
আসছে বই মেলাতে 'কবিতার বই' পাওয়ার অপেক্ষায় থাকলাম!

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

জাহিদ অনিক বলেছেন: হে হে হে নান্দনিক নন্দিনী ,

আমি শরম পাইছি । B-) ;)

আপনার আশাবাদের জন্য অশেষ শুকরিয়া ।

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
মনের বাক্স খোলা লেখনী। এ লেখা লেখার জন্য চাই মুক্ত দুয়ারের দমকা হাওয়া। লেখক সে হাওয়ার অনুভব কবিতায় ছুঁয়ে দিয়েছে!

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন:
মনের বাক্স খোলা লেখনী ,
মন্তব্য পড়ে মূল কবিতাটার মূল্যায়ন করতে পারছি ।

অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার ভ্রমরের ডানা

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

শায়মা বলেছেন: ওহ বিয়ের দাওয়াৎ ছিলো খায়রুলভাইয়া যেখানে গলফ খেলে সেখানেই মানে গলফ গারডেন!!!!!!!!! :)

১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: ওহ আই সি !
খায়রুল ভাই কি তাহলে মিস করে গেলেন ?

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: না না খায়রুলভাইয়ার বাসাতেই আমি বেড়াতে যাবো আমার নিজের লেখা বই নিয়ে খুব শিঘ্রি!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ । মেহেরবানি করিয়া আমাকেও এক কপি দিও আপু

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: হা হা হা আর তোমার এক কপিও আমার পরীর দেশে পাঠিয়ে দিও ভাইয়ু!!!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮

জাহিদ অনিক বলেছেন: আইচ্চা আইচ্চা দিমু দিমু !
দুম করে এক কপি বই পাঠিয়ে দিব তোমার পরীর দরজায় ।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: পরীর দেশের বন্ধ দূয়ার দেই হানা মনে মনে

:)

১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

জাহিদ অনিক বলেছেন: ই হিম হিম ইই হিম কোথাও আমার ইহিম ইহিম B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.