নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা আমার- আমার বাজেটের অপেক্ষায় থেক

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:১২



প্রিয়তমা আমার,
আমি কাল রাতের ট্রেনেই বাড়ি যাচ্ছি ,
ভাবছ কিভাবে?
কাল রাতে কিভাবে বাড়ি যাব? তাও আবার ট্রেনে করে ?
তোমার চিন্তার কোন কারণ নেই,
রাজ্য সরকার বলেছে,
কর দিন,
করের টাকা দিয়েই ট্রেন হবে, বাস হবে , উড়োজাহাজ হবে।
সরকারের উপর আমার অগাধ আস্থা!
সকালে ভোরের আলোর সাথে সাথে একটা ট্রেন লাইন তৈরি হয়ে যাবে।
আমি আধারের বুক চিরে ট্রেনে করে ঝমঝম শব্দ করে বাড়ি যাচ্ছি, কালই যাচ্ছি।
তোমাকে এবারেও সাথে করে নিয়ে যেতে পারছি না,
তবে কথা দিচ্ছি সামনের বছর তোমাকে অবশ্যই নিয়ে যাব।

প্রিয়তমা আমার,
নিশ্চয়ই হাসির নাটক দেখার ফাকে ফাকে নিউজ চ্যানেলের দিকেও চোখ গিয়েছে তোমার,
নিশ্চয়ই খবর শুনেছ?
রাজ্য সরকার বছরের বাজেট পেশ করেছে।
বাজেটে কোথাও তোমার জন্য একটা ট্রেনের টিকিট কাটার বরাদ্দ ছিল না।
এটাও শুনেছ নিশ্চয়ই, এবারের বাজেটের ফলে নিম্নমধ্যবিত্তদের অবস্থা সবথেকে শোচনীয় হবে।
তোমার কপাল বেশ খারাপ,
তোমার প্রেমিক একজন নিম্ন পর্যায়ের নিম্নমধ্যবিত্ত।

প্রিয়তমা আমার,
সামনের বছর আমাদের বিয়ে করার কথা ছিল,
আমাকে আরেকটু সময় দাও,
আমি আরও কয়েকটা বাজেট দেখে নিজের বাজেটটাও তোমার কাছে পেশ করব।
তোমার বাবাকে বুঝিয়ে বল “রিফাতের ট্রেন লাইন সমান্তরালেই চলছে এখনো”।
তোমার মা’কে না বললেও সে বুঝে নিবে।
তোমার বাবা অথবা তুমি না জানলেও তিনি জানেন কি করে সংসার চালাতে হয়।

প্রিয়তমা আমার,
তোমার ঠোটের লিপস্টিক লেপটে যেতে দেব না বলেই তো এত অপেক্ষা
শুনেছি রাজ্য সরকার নাকি লিপস্টিক, চুড়ি, আলতা এসবের উপরেও ভ্যাট বসিয়েছে।
ভয় পেও না তুমি,
তোমাকে আমি চাকরি করতে পাঠাব না , না খেয়ে মরে গেলেও না।
কতগুলো রক্তখোর আস্তানায় তোমাকে আমি চাকরি করতে পাঠাবো না
আমি জানি কিভাবে অফিসের বসেরা তোমাদের বেশ্যা ভাবে।
আর কয়েকটা দিন মাত্র প্রিয়তমা।

প্রিয়তমা আমার,
আমি কাল রাতের ট্রেনেই বাড়ি যাচ্ছি,
বাড়ি গিয়ে একটা স্বাধীন ব্যবসা শুরু করব।
শুনেছি লাখ টাকা হলেই নাকি সম্পদশালী বনে যাওয়া যায়,
আমি অতি দ্রুতই এক লক্ষ টাকা বানিয়ে ফেলব
তারপর ব্যাংক ভল্টে নয়, তোমার হৃদয় পিঞ্জরে লুকিয়ে রাখব আমার ঘাম, কষ্ট!
তোমাকে কর দিতে আমার আপত্তি নেই

প্রিয়তমা আমার,
খুব ছোট বেলায় যখন মা-কে বলতাম, “মা, আমি বিয়ে করব”।
মা কেবল একটা প্রশ্নই করত, “বিয়ে করে বউকে খাওয়াবি কি ?”
আজ এতদিন পরে প্রতি লোকমা ভাত গলা দিয়ে নামার সময় ক্ষণে ক্ষণে টের পাই,
“সত্যিই তো বিয়ে করে বউ বাচ্চাদের খাওয়াব কি?”
আমি যে দরিদ্র সেটা জানতাম কিন্তু কতটা বড় দরিদ্র সেটা বোঝানো সম্ভব নয়।
বাস্তবতার প্রেক্ষিতে বলছি ভালবাসা যতই থাকুক,
অর্থনৈতিক দাসত্ব থেকে প্রেম-ভালবাসা কোনকিছুই মুক্ত নয়।

প্রিয়তমা লক্ষ্মীটি আমার,
আর তো মাত্র কয়েকটা ঘণ্টা,
কাল রাতের ট্রেনেই আমি বাড়ি যাচ্ছি।


[ছবিঃ গুগল]

# শনিবার, ৩ জুন ২০১৭
ঢাকা

মন্তব্য ৯৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৪

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: বাস্তবতার প্রেক্ষিতে বলছি ভালবাসা যতই থাকুক,
অর্থনৈতিক দাসত্ব থেকে প্রেম-ভালবাসা কোনকিছুই মুক্ত নয়।


খুব সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।

মুগ্ধ হয়েছি। শুভকামনা জানবেন।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৬

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ এস,এম,মনিরুজ্জামান মিন্টু,
খুব সহজ করেই কতগুলো বাস্তব কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৫

লাল মাহমুদ বলেছেন: একটু অন্য রকম ভাবে সমসাময়িক বিষয়টাকে তুলে ধরেছেন,,, ভাল লাগল,,,,,,

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:২৭

জাহিদ অনিক বলেছেন: বেশ কয়েকদিন হল ব্লগে কিছু লিখছিলাম না, ভাবছিলাম কি লেখা যায়। তাই হাতের কাছে এই টপিকটাই পেলাম।
ভাল লেগেছে জেনে বেশ আনন্দিত হলাম ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা লাল মাহমুদ ভাই

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল। +।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪০

জাহিদ অনিক বলেছেন: প্রথম + মুগ্ধতা রেখে গেল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন কর । ভাল থাকুন ।

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
=p~ =p~


ফিরছি

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৪

জাহিদ অনিক বলেছেন: স্বাগতম । বিরতির পরেই ফিরে আসুন B-)

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
চৌধুরী সাহেব গবীর হতে পারি কিন্ত.......................? =p~


০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৭

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বউ কি পৃখিবীর সর্বোচ্চ খাদক ? যে এমন ভয় সবার ! =p~

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫১

জাহিদ অনিক বলেছেন: বউ যেহেতু মানুষ, তাই নারী পুরুষ সবাই তো সর্বভূক। হা হা হা

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


কবিতা খুবই ভালো লেগেছে, লাখ যুবকের, তরুণ তরুণীর কবি হয়ে যাচ্ছেন আপনি; কবিতায় মানুষের জীবনের কথা, ভালোবাসার কথা, সমাজের অবস্হার কথা, অনেক কথা

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই,
লাখো যুবকের কথা হয়ত একই রকম। হয়ত চিন্তা ভাবনাই এইরকম ।

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
তা ইঞ্জিনিয়ার সাহেব কেমন ছিলেন বা আছেন ?

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৫৮

জাহিদ অনিক বলেছেন: ইঞ্জিনিয়ার সাহেব , এই বেশ ভাল আছি। আপনি কিবা ??

৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা,হা, এই তো বেশ ভাল আছি ।। আর আমার প্রতিদিন ঈদের দিনের মত , তাই খারপ থাকার সুযোগ কম ।। B-)

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২১

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ বেশ । ঈদ মোবারাক কবীর ভাই

১০| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনাকেও ঈদ মোবারক !! ;)

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৩৯

জাহিদ অনিক বলেছেন: সালাম বড় ভাই, সেলামি দেন B-) B-)

১১| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু কোন ধরণের টাকা-পয়সা দিতে না । B-)

প্রোফাইল পিকটাও সুন্দর হয়েছে ।।।

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪৩

জাহিদ অনিক বলেছেন: হা হা দেখতেই পারতেছেন বাজেট নিয়ে সমস্যায় আছি। ! বিয়ে থা করতে পারতেছি না । টেকা-টুকা নাই।

আইচ্চা যাক, টাকা পয়সা থাক । ভাল থাকুন কবীর ভাই নিরন্তর।

১২| ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪৯

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল।

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৫১

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ক্লে ডল। কৃতজ্ঞতা

১৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর লিখেছেন।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাইয়া

১৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,



অনেক অনেক সুন্দর হয়েছে । এর গন্ধটা খাটি কবিতার , কেমিক্যালস মেশানো নেই । অবশ্য জানিনে, কেমিক্যালস এর উপরে অতিরিক্ত কোনও কর, ১৫%ভ্যাট, আমদানী শুল্ক বেশী হয়েছে কিনা যার ফলে হতদরিদ্র এই কবি তা কিনে কবিতার গায়ে একটু মাখানোর খায়েশ, আমজনতার বাতিল খায়েশের মতোই বাতিল করেছেন কিনা !!!!!!!!!!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২২

জাহিদ অনিক বলেছেন: হুম কথা সত্য । কিছু ক্যামিকেল কিনতেই গিয়েছিলাম । কিন্তু যা দাম+ ভ্যাট ! কুলিয়ে উঠতে পারি নাই ।

ধন্যবাদ জী এস ভাই। কৃতজ্ঞতা

১৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়তে ভালো লাগল।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফরিদ আহমদ চৌধুরি সাহেব

১৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৫

নাগরিক কবি বলেছেন: বাহ বাহ বাহ! :#) B-))

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন: আহা ! বেশ বেশ ..

১৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: পড়ে বেশ ভালো লাগলো

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৪

জাহিদ অনিক বলেছেন: ভাল লেগেছে জেনে সত্যিই খুব ভাল লাগল ধ্রুবক আলো । ধন্যবাদ

১৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



দুঃখটা সকলি এই অভাগাদের! তবুও প্রেমের জয় হয়।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:২৫

জাহিদ অনিক বলেছেন: হুম ! অভাগাদের কথা আর কে বুঝবে । প্রেমের জয় বটে !

ধইন্যবাদ ভ্রমরের ডানা । ভাল থাকুন

১৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে বাস্তবচিত্র তুলে ধরেছেন কবিতায়, ভালো লাগলো।
সত্যিই একটা বাজেটের সাথে সবকিছুর কি নিবিড় সম্পর্ক!! মাল বাবুর মনে একটু রসকষ কিছুই নাই!!

তবে ভাই, কোন দেশের রাজ্য সরকার সেটা বুঝতে পারিনি আমি!!

শুভকামনা ভাই আপনার জন্য, তাড়াতাড়ি সম্পদশালী হয়ে উঠুন এই প্রত্যাশা।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৩৫

জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই, রাজ্য সরকার শব্দটা শুনতে ভাল লাগে তাই এই শব্দটা নেয়। এম্নিতে আমি বাংলাদেশকেই একটা রাজ্য বলে ধরে নিয়েছি।

মাল বাবুর মনে আসলেই কোন রক নেই।

বাহ আপনিই কেবল আমার জন্য প্রত্যাশা করলেন যেন দ্রুত সম্পদশালী হয়ে যাই। হা হা হা

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই

২০| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: অনেকদিন জাহিদ অনিক ভাইয়া ফিরে এলেন। তাও একেবারে বাজেট নিয়ে! বেশ বেশ। অনেক সুন্দর হয়েছে কবিতা।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৩৬

জাহিদ অনিক বলেছেন: হুম সায়মা আপু, অনেক দিন পরেই এলাম। কেমন আছেন ? বাজেট আপনাকে কেমন রেখেছে ? ভাল তো ?

কবিতা সুন্দর হয়েছে বলছেন ?

থ্যাংক ইউ । কৃতজ্ঞতা আপু ।

২১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ২:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রত্যাশা করবোনা ভাই!! আপনি যে নতুন ভাবির জন্য বাজেট ঘোষণা করতে চাইছেন!
মাল বেটার মনে রসকষ না থাকতে পারে, আমি বুঝি ভাই আপনার বাজেট ঘোষণা করাটা কত জরুরী হা হা হা।

ভালো থাকবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:১৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা নতুন ভাবির জন্য বাজেট । ভালো বলেছেন ।

শুভ কামনা নয়ন ভাই। ভাল থাকুন। শুভ রাত্রি

২২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:১৬

উম্মে সায়মা বলেছেন: আগের কমেন্টে পর* বাদ পড়েছে। বুঝে নেয়ায় ধন্যবাদ।
আমি ভালো আছি। বাজেটের প্রভাব এখনো বুঝতে পারছিনা। শত হোক আমারতো কারো দায়িত্ব নিতে হচ্ছেনা ;) যত মাথা ব্যাথা সব আপনাদের। আম পুরুষদের কথা ভেবে খারাপ লাগছে।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:১৯

জাহিদ অনিক বলেছেন: হা হা কিছু কিছু কথা তো বুঝে নিতেই হয়। এই যেমন এবারেও আপনার ই-কার বাদ রয়ে গেছে B-)

আর এটা কেন বলছেন ! নারী-পুরুষ কি এখনো সমান অধিকার বা দাবী নিয়ে দাঁড়াতে পারছে না ? মাথা ব্যাথা সব আমাদের বলে আপনাদের মাথা বেশ হালকা !

২৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:২৭

উম্মে সায়মা বলেছেন: কোন ই-কার বাদ পড়ল খুঁজে পাচ্ছিনাতো :|
হাহাহা। মাথা হালকা না একেবারে। আলহামদুলিল্লাহ কিছুটা দায়িত্ব নিয়েছি। মজা করলাম। আপনার কবিতার রেশ ধরে আগের মন্তব্য করেছি :)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৩৮

জাহিদ অনিক বলেছেন: দুঃখিত , ভুল হয়েছে। একটা আ-কার আর একটা 'র বাদ পড়েছিল তখন , ই-কার নয়। সেসব থাক ।

আমি জানি আপনি কবিতার রেশ ধরেই বলছেন। আমিও তো আপনার মন্তব্যের রেশ ধরেই বলছিলাম ।

২৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: জী না ভাই। বাদ যায়নি। আমি আম<সাধারন লিখেছি B-)
না মানে সম অধিকার নিয়ে বললেন তো তাই সাফাই দিয়ে দিলাম :)

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৫২

জাহিদ অনিক বলেছেন: বাহ ! বাহ !
কতবড় ভুল করে ফেললাম আমি !! আপনি আম পুরুষ নিয়ে বলছেন ! ধরতেই পারি নি।
দুঃখিত। মার্জনা করুন অনুগ্রহ করে । সত্যিই দুঃখিত ।

সে তো আপনি সাফাই দিলেন, কিন্তু এই যে আমি আপনার ভুল ধরতে গিয়ে নিজেই ভুল বনে গেলাম এর সাফাই আমি কি করে দেব বলেন তো !

২৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৪৬

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৫৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ওমেরা । ভাল থাকুন ।

২৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৪৯

নাদিম আহসান তুহিন বলেছেন: আহা,,,বাজেট কথন

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৩:৫৪

জাহিদ অনিক বলেছেন: আহা ! ধন্যবাদ নাদিম আহসান তুহিন

২৭| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি মন্তব্য করব কিনা বুঝতে পারছিনা। একটু বলবেন ভাই
এবারের বাজেটে মাল বাবু মন্তব্যর উপর কোন কর বসিয়েছে কিনা?
দারুন লিখেছেন জাহিদ ভাই । অনেক ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:২৪

জাহিদ অনিক বলেছেন: আবুল মাল মুহিত সাহেব মন্তব্যের উপর কর বসিয়েছেন কি না তা সম্পর্কে সরকারী দল এখনো কিছুই জানায় নি। কিন্তু আপনি তো মন্তব্য করেই ফেলেছেন। এখন যদি বলে ভ্যাট দিতে হবে। তৈরী থাকবেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা

২৮| ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ১১:৫৪

পলক শাহরিয়ার বলেছেন: আপনার একান্ত বাজেট ভাবনা অনেকেরই হৃদয় ছুয়ে যাবে। ভাষার সহজ ও সুন্দর প্রকাশ।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলক সাহেব।

২৯| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
+++++++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

জাহিদ অনিক বলেছেন: এত গুলো প্লাস দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা নীলপরী।

৩০| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:০৭

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: nice , very nice

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

জাহিদ অনিক বলেছেন: thank you

৩১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৪

বে-খেয়াল বলেছেন: খুব সুন্দর লেখনী পাঠে আনন্দিত হলাম, শুভ কামনা রইলো।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৭

জাহিদ অনিক বলেছেন: বাহ। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা। ভাল থাকুন নিরন্তর

৩২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:১৯

শূন্য-০ বলেছেন: দারুণ লিখেছেন ভাই +++++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকগুলো প্লাস অনুপ্রেরিত করল। ধন্যবাদ

৩৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। সাফাই দেয়া লাগবেনা। আমি বুঝে নিয়েছি ভাইয়া :)

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

জাহিদ অনিক বলেছেন: আহ। কি সুন্দর! সবাই যদি তোমার মত এরকম বুঝে নিত! হা হা হা ধন্যবাদ আপু

৩৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।
++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫০

জাহিদ অনিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: প্রিয়তমা লক্ষ্মীটি আমার,
আর তো মাত্র কয়েকটা ঘণ্টা,
কাল রাতের ট্রেনেই আমি বাড়ি যাচ্ছি।

++++++

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

জাহিদ অনিক বলেছেন: এতগুলো প্লাস, ভালবাসা জানবেন বিজন রয়

৩৭| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: জাহিদ অনিক অনেকদিন পর এক কবিতা আমার চোখে পানি নিয়ে আসলো । আমরা আর কত নিস্পেসিত হলে আমাদের রাজ্য সরকার খুশী হবে ?
শুনেছি লাখ টাকা হলেই নাকি সম্পদশালী বনে যাওয়া যায়,
তাই যদি হয় তবে আমাদের দেশের কোটি কোটি সম্পদশালী আছে যারা তিল তিল করে এত বিশাল পরিমান (এক লাখ টাকা) জমিয়েছে ।
অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫২

জাহিদ অনিক বলেছেন: সত্যি আপু তোমার মন্তব্য দেখে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে ছিলাম।

ভাল থেক আপু। ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা

৩৮| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

রানা সাহেব বলেছেন: প্লাস না দিয়ে উপায় নাই

০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রানা সাহেব

৩৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ৩:২৯

eajulhas বলেছেন: খুব সুন্দর লিখছেন ভাই। শুভকামনা জানবেন।

০৮ ই জুন, ২০১৭ সকাল ৮:৩২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই

৪০| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩১

শায়মা বলেছেন: প্রিয়তমা কি এসেছিলো!!!!!!! :)

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: নাহ ! নিষ্ঠুর প্রিয়া ওষ্ঠ বাড়ায় নি ।

৪১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮

শায়মা বলেছেন: হা হা হা

ভাইয়া!!!!!!!! :P

বাট এক প্রিয়াকে হত্যা করেছি গলা টিপে দেখতে পাচ্ছি!

০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: হাতে তালি দিব তাহলে ???

৪২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:০৬

শায়মা বলেছেন: করেছি না করেছো হবে আর আমি তালি দেবো তাইলে ! :P

০৯ ই জুন, ২০১৭ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন: দাও, হাতে তালি। আমি কান পেতে রয়েছি হাত তালি শুনব বলে

৪৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

শায়মা বলেছেন: হত্যা করেছো এখন যদি পুলিশ আসে!!!!!

ভয় নাই !!!!!!!!

কান পেতে বসে আছো!!!!!!! B:-)

আমি কান পেতে রই

০৯ ই জুন, ২০১৭ রাত ১২:২৩

জাহিদ অনিক বলেছেন: রবী ঠাকুর তোমাকে পেয়েছে।

ভয় কি মরিতে ! মারিয়া মরিব এইতো চেয়েছিলাম

৪৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:২৬

শায়মা বলেছেন: হা হা হা

মারিয়া মরিবা!!!!!!!!

ভালোই বলেছো!!!!!! :P

০৯ ই জুন, ২০১৭ রাত ১২:২৯

জাহিদ অনিক বলেছেন: ভাল না বলে উপায় আছে ! খারাপ বলতে পারি বলো !

৪৫| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:৪১

শায়মা বলেছেন: :P

না না তুমি তো ভালু ছেলে!!!!!!!!!

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

জাহিদ অনিক বলেছেন: হা হা হা নিশ্চয়ই আপু।

৪৬| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি যেন আমারই মনের কথাগুলো বলে ফেলেছে, অসাধারণ মনে হয় একেই বলে, হায়রে ! নিম্ন মধ্যবিত্ত্বরা কত কষ্ট করে তিল তিল করে লক্ষ টাকা জমায়- তাও আবার ব্যাংকে, সেই টাকাতেই এখন অন্যদের চোখ পড়েছে !! সেই টাকাতেই এখন ভাগ বসাতে চায় !!!

১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ।

কবিতাটি এত মন দিয়ে পড়েছেন এবং প্রিয়তে নিয়েছেন দেখে খুবই ভাল লাগল । কৃতজ্ঞতা জানবেন ।

৪৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: আপনার কবিতা পড়ে আমি ভাবছি রকেটে করে অন্য গ্রহে যাব!

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩২

জাহিদ অনিক বলেছেন: হা হা হা, নিশ্চয়ই যাবেন, দেইখেন যাওয়ার সময় কেউ আবার বলে না বসে,"আমারে নিবা মাঝি লগে"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.