নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

একটি অরাজনৈতিক প্রেম

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:২০



পৃথিবীর বুকে বাংলাদেশ আলোড়ন তৈরী করে ফেলল,
আর আমি তোমার বুকে একটা ঢেউও তুলতে পারলাম না।
আমাকে ভর সন্ধ্যায় কে যেন ডাকে অনিক নামে,
কই তোমার দেয়া সেই পরিবর্তিত নামে তো কেউ ডাকে না,
পাকিস্তান থেকে বাংলাদেশ হল,
পাকমোটর থেকে বাংলামোটর হল,
কই আমার নামটাই কেবল পালটালো না!
বিরোধী দলের মত বলে দিতে দ্বিধা নেই,
তোমার দেয়া অসাংবিধানিক প্রেম আমাকে বানিয়েছে একনায়ক,
একদম একনায়ক,
আমি একাই নায়ক, আর কোন কুশীলব নেই।

আচ্ছা ক’টা বাজে এখন ?
রাত ক’টা?
মাঝরাত ছাড়া আমার আবার প্রেম আসে না।
২৫শে মার্চ মাঝরাতেও আমার বুকে প্রেম জেগেছিল,
শব্দ শুনেছিলে তুমি ?
গুলি না, গুলি না, আতশ বাজী!

তোমার দেশে কি সরকার আছে? নাকি নেই ?
সেখানে কি চলে? প্রজাতন্ত্র?
সব প্রজাই তোমাকে চায়, ঠিক আমার মতই?
নাকি স্বৈরতন্ত্র চলে,
জিম্মি করেছ তোমার বিশ্বাসঘাতক প্রেমিককে ?
কিসের দায়ে ? প্রেম পাও নি বলে ?
তুমি যাকে প্রেম বল আমি তাকে সংবিধান বলি,
বারংবার সংশোধনী এসেছে আমার অপ্রেমের সংবিধানে।

প্রজাতান্ত্রিক প্রেম আর সয় না,
বিপ্লব করতে চাইলে বামে
বিপ্লব দেখতে চাইলে ডানে,
ভয় পেয়ে থাকলে প্রেমিকার বুকে যাও
কিছু বলতে চাইলে থেমে যাও, বলা যাবে না।
৫৭ ধারা বাতিল করার আগ পর্যন্ত আমি বলতে পারবো না,
আমি কিছুতেই বলতে পারব না আমি তোমাকে ভালবাসি।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


"আমি কিছুতেই বলতে পারব না আম তোমাকে ভালবাসি। "
টাইপো---> আম তোমাকে
হতে পারে--> আমি তোমাকে

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৩

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ, ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ।

২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৫

অর্ক বলেছেন: শান্তি শান্তি ভ্রাতা! মাথা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার দেশমাতৃকার টানে আমার কিছু করা উচিৎ। প্রেম রাজনীতি রাষ্ট্র! হা হা হা।
ভালো লাগলো। শুভকামনা।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৭

জাহিদ অনিক বলেছেন: শান্তি, আচ্ছা, ওম শান্তি।

মাথা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার মনে হচ্ছে আমার দেশমাতৃকার টানে আমার কিছু করা উচিৎ। - কি করবেন বলে ভাবছেন?

ধন্যবাদ ভ্রাতা, শুভ কামনা আপনাকেও।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


হরমোনযুক্ত মুরগী খেয়ে, কিশোর কিশোরীরা সময়ের আগেই ভালোবাসা অনুভব করছে; প্রধান বিচারপতির সমস্যা কেটে গেলে, দেশের নাম দেয়া হবে, লাভল্যান্ড।

কবিতায় নতুনত্ব আছে; অন্য কোন কবি এসব এলাকায় এখনো বিচরণ করেননি।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

জাহিদ অনিক বলেছেন: হরমোনযুক্ত মুরগী খেয়ে, কিশোর কিশোরীরা সময়ের আগেই ভালোবাসা অনুভব করছে; প্রধান বিচারপতির সমস্যা কেটে গেলে, দেশের নাম দেয়া হবে, লাভল্যান্ড।

হা হা হা

বিচারপতির সমস্যা কেটে যাবে। এসব ইস্যু কেটে যায়। তারপর আন্দোলনে নামব দেশে নাম পালটে লাভল্যান্ড করার জন্য।

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৭

মনিরা সুলতানা বলেছেন: কবিতার তো সব সময়ের মত ভাল ; আপনি অনেক ভাল লিখেন ।
কিন্তু আজকে চাঁদ গাজি রকস ; হাহাহাহাহা

হরমোনযুক্ত মুরগী খেয়ে, কিশোর কিশোরীরা সময়ের আগেই ভালোবাসা অনুভব করছে; প্রধান বিচারপতির সমস্যা কেটে গেলে, দেশের নাম দেয়া হবে, লাভল্যান্ড।

কবিতায় নতুনত্ব আছে; অন্য কোন কবি এসব এলাকায় এখনো বিচরণ করেননি ।


ভাবছি বাসায় মুরগী কেনা বাদ দিব :P

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

জাহিদ অনিক বলেছেন: মনিরা আপা, ভাল আছেন আশা করি ।
বাসায় মুরগি কেনার আগে আসলেই ভেবে নিবেন, বাচ্চাকাচ্চারা আবার অকালে না পেকে যায়! B-)

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:২৬

শকুন দৃিষ্ট বলেছেন: চাঁদগাজী বলেছেন:
হরমোনযুক্ত মুরগী খেয়ে, কিশোর কিশোরীরা সময়ের আগেই ভালোবাসা অনুভব করছে; প্রধান বিচারপতির সমস্যা কেটে গেলে, দেশের নাম দেয়া হবে, লাভল্যান্ড। - হা হা হা!!! দারুন বলেছেন।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী তার আপন মন্তব্যের জন্য ব্লগজুড়ে জনপ্রিয় ।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৭

সোহানী বলেছেন: যাক কবিতাদের ছুটি তাহলে শেষ হয়েছে.............

কবিতায় নতুনত্ব..........

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

জাহিদ অনিক বলেছেন: সোহানী,
আপনি কবিতা পড়েছেন এবং মন্তব্য করেছেন, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

কবিতায় নতুনত্ব.......... - কবিতারা ছুটির পরে ফিরে এসেছে তো, একটু নতুন নতুন আমেজ তাই।

ভাল থাকুন

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি একজন প্রেমাপন্ন বিপ্লবী। কবিতার টোন এ সাক্ষ্য দেয়।

বেশ কিছুদিন পর আপনার আরেকটা তুখোড় কবিতা পড়লাম।

শুভেচ্ছা রইল।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

জাহিদ অনিক বলেছেন: আমার আজকাল বেশ বিপ্লব করতে খুব ইচ্ছে করে ।
সময় হয় না, সুযোগও হয় না। বিপ্লব করার মত পরিবেশ আমার নেই।

আপনার মন্তব্যের জন্য অপেক্ষায় ছিলাম।
কৃতজ্ঞতা ভাইয়া ।

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর +

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছবি আপা ।
প্লাস দিলেন, খুশি হইলাম B-)

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
সংশোধনী গুলো লাগসই যেন হয় । ;)

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১

জাহিদ অনিক বলেছেন: সংশোধনী গুলো লাগসই যেন হয় । ;)

জ্বি, আজ্ঞে চেষ্টা থাকবে। B-)

ধন্যবাদ ।

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের জন্য আবার আসলাম। তাঁর কমেন্টটা বাঁধাই করে রাখার মতো।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৪

জাহিদ অনিক বলেছেন: নিঃসন্দেহে উনি চৌকস কবি।
আবারো ধন্যবাদ ভাইয়া।

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: এই ভালোবাসা সিরিজে আছে না ,প্যরালালে আছে ? :P

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

জাহিদ অনিক বলেছেন: সিরিজ, ওপেন সার্কিট। B-)

১২| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আহা রুবন বলেছেন: ৫৭ ধারা বাতিল করার আগ পর্যন্ত আমি বলতে পারবো না,
আমি কিছুতেই বলতে পারব না আমি তোমাকে ভালবাসি।


কত চালকি করে ভালবাসি বলেই ফেললেন :`>

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

জাহিদ অনিক বলেছেন: :-B :-B :-B রুবন ভাই, আপনি ধরে ফেলেছেন।

শুভ সন্ধ্যা।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: এ তো অরাজনৈতিক নয় ! একদম রাজনৈতিক প্রেম !!

ভিন্নরকম কবিতা । ভাল লেগেছে ।

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

জাহিদ অনিক বলেছেন: ঠিক, ঠিক। একদম রাজনৈতিক প্রেম !!

প্লাস দিয়েছেন দেখে আনন্দিত হলুম।

শুভ সন্ধ্যা।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

শেয়াল বলেছেন: খিকজ :> রাস্ত্রীতান্ত্রিক পিরিতি =p~

২৪ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

জাহিদ অনিক বলেছেন: B-)

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ অনিক! অসাধারণ! এমন কনসেপ্টের কবিতা আগে তেমন পড়িনি। জাস্ট ইউনিক এন্ড অসাম!
এমনই ভালো ভালো লেখা লিখতে থাকো। ভালো থেকো।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ পাগলী । :-B :-B

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা, কবিতা যেমন উইটি... তেমনই মন্তব্যগুলো মজার হয়েছে। চাঁদগাজি আর সোনাবীজ ভাইয়ের মন্তব্য পড়ে হাসলাম।

ভালো থাকবেন কবি....

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই। ভাল থাকবেন আপনিও । শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

দুর্দান্ত কাব্য! হয়ত আমার এ বছরের সেরা একটি পাঠ!

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার মন্তব্যটি অনুপ্রেরণা জোগালো এবং একই সাথে হৃদয় ছুঁয়ে গেল।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩০

আখেনাটেন বলেছেন: ৫৭ ধারা বাতিল করার আগ পর্যন্ত আমি বলতে পারবো না,
আমি কিছুতেই বলতে পারব না আমি তোমাকে ভালবাসি।
-- ৫৭ ধারা তাহলে প্রেমেরও প্রতিবন্ধক। সকল প্রেমিকেরা কেন শাবল হাতে তুলে নিচ্ছে না? ভেঙে গুঁড়িয়ে দিক সব বাধা। :P

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

জাহিদ অনিক বলেছেন: প্রেমিকেরা মুরগির লেগ পিছ খেয়ে গায়ে শক্তি বর্ধন করে এগিয়ে আসছে

১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৮

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!

চাঁদগাজীভাইয়া তোমার কবিতার ভক্ত!!!!!!!!!!!! B:-)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

জাহিদ অনিক বলেছেন: :-B B:-)

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৪

জেন রসি বলেছেন: আপনার কবিতা লেখার এই স্টাইলটা বেশ চার্মিং। একই সাথে সহজবোধ্য এবং গভীর। কবিতাটা বেশ ভালো হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ জেন রসি ভাই। সহজবোধ্য এবং গভীর- এটাই বোধহয় মাথায় রাখা উচিত ।
কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.